Ajker Patrika

২ একর সবজিখেত হাতির পায়ে পিষ্ট

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ১৯: ১৫
২ একর সবজিখেত হাতির পায়ে পিষ্ট

হালুয়াঘাটে এবার শীতকালীন সবজি লাউখেতে তাণ্ডব চালিয়েছে বন্য হাতির দল। ভূবনকুড়া ইউনিয়নের পাহাড়ি রংগমপাড়ায় ধানের পর গত শনিবার চারজন কৃষকের প্রায় ২ একর সবজিখেত পায়ে পিষ্ট করে বিনষ্ট করে তারা। ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আগের ক্ষতিগ্রস্ত কৃষকেরা কোনো ক্ষতিপূরণ পায়নি।

কৃষক আবুল কাশেম বলেন, ‘ধারদেনা কইরা ১৫ কাঠা জমিতে লাউ লাগাইছিলাম। শনিবার রাইতো সব নষ্ট কইরা দিছে। আমারা বাঁচতে চাই, আর কিছু চাই না।’

ভুক্তভোগী স্থানীয় বাসিন্দারা জানান, এক যুগ ধরে কোনো ফসলই তাঁরা পুরোপুরি ঘরে তুলতে পারেন না। ফসল কাটার মৌসুমে সীমান্তে ৩০-৪০ জনের দল নিয়মিত পাহারা দিতে হয়। হাতে মশাল, পটকা ও টর্চলাইট নিয়ে নির্ঘুম রাত কাটান তাঁরা। তাহলে কিছু ফসল রক্ষা করতে পারেন।

জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য আক্কাস আলী বলেন, খবর পেয়ে আমি হারুণ অর রশিদ, কালাম ও নূরুসহ কয়েকজন কৃষকের খেত পরিদর্শন করে আসছি। ধানের পর এখন সবজিখেত নষ্ট হওয়ায় তাঁরা খুব কষ্টে আছে। দ্রুত সরকারি সমাধান প্রয়োজন।

ফসলি জমির কী পরিমাণ ক্ষতি হয়েছে জানতে চাইলে কৃষি কর্মকর্তা মো. মাসাদুর রহমান বলেন, ‘বিষয়টি আমরা জেনেছি। সরেজমিনে দেখে ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা করা হবে।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রেজাউল করিম বলেন, ‘সীমান্তে এই সমস্যা দীর্ঘদিনের। এর জন্য কার্যকর উদ্যোগ নিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ফসলসহ জানমাল রক্ষায় স্থানীয়ভাবে হাতি তাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বন বিভাগকে অবহিত করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত