Ajker Patrika

ধানখেতে পোকা দুশ্চিন্তায় কৃষক

দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
আপডেট : ১৪ অক্টোবর ২০২১, ১৩: ৩১
ধানখেতে পোকা দুশ্চিন্তায় কৃষক

জামালপুরের ইসলামপুর উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন ধানের খেতে মাজরা পোকা ও পাতা মোড়ানো রোগের আক্রমণ দেখা দিয়েছে। খেতে কীটনাশক ব্যবহারেও এসব পোকা দমন করা যাচ্ছে না। ফলে ফসল নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকেরা।

উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১২ হাজার ৯ হাজার ৬৮০ হেক্টর জমিতে রোপা আমন ধানের আবাদ হয়েছে। এর মধ্যে হাইব্রিড ও উফশী স্থানীয় জাতের ধান বেশি চাষ করা হয়েছে।

গত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে এ উপজেলায় বন্যায় অনেক জায়গায় রোপা আমন পানিতে তলিয়ে যায়। খেত থেকে পানি নেমে যাওয়ার কিছুদিন পর থেকেই পোকার আক্রমণ দেখা দেয়। এমন পরিস্থিতিতে বন্যা কবলিত সাপরধী, বেলগাছা, নোয়ারপাড়া, কুলকান্দী, পাথর্শী, সদর ও গোয়ালেরচর ইউনিয়নে রোপা আমন ধানের ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন চাষিরা।

সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন জানান, এ বছর পোকার আক্রমণ ব্যাপকহারে বৃদ্ধি পেয়েছে।’

গাইবান্ধা ইউনিয়নের বলিদাপাড়া গ্রামের কৃষক সুলতান আকন্দ বলেন, নিয়মিত বালাইনাশক ব্যবহার করলেও কোনো কাজ হচ্ছে না।

নোয়ারপাড়া ইউনিয়নের সোনামুখী গ্রামের সাইদুর রহমান বলেন, পোকার দমনে বৃষ্টি না হওয়ায় শ্যালো মেশিন দিয়ে খেতে পানি দেওয়া হচ্ছে। এতে অতিরিক্ত খরচ গুনতে হচ্ছে। ফলন ভালো না হলে বড় ধরনের লোকসান গুনতে হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা এম. রেজওয়ান বলেন, ‘আমরা নিয়মিত খোঁজখবর রাখছি। যাতে পোকার আক্রমণে ফসল নষ্ট না হয়। কৃষকেরা একটু সচেতন হলেই মাজরা পোকা ও পাতা মোড়ানো রোগ দমন সম্ভব।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত