Ajker Patrika

ভাঙা রাস্তায় চলাচলে দুর্ভোগ

আগৈলঝাড়া প্রতিনিধি
আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৯: ০৩
ভাঙা রাস্তায় চলাচলে দুর্ভোগ

বরিশালের আগৈলঝাড়ায় একটি রাস্তা সংস্কার না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন কয়েকটি গ্রামের শত শত মানুষ। রাস্তাটিতে বড় বড় গর্তের পাশাপাশি ঢালাই ভেঙে গেছে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে পথচলা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। রাস্তার কিছু অংশ একেবারেই চলাচলের অনুপযোগী। এতে ভ্যান, ইজিবাইকসহ অন্য যানবাহন চলাচল করতে পারে না।

সরেজমিন দেখা গেছে, উপজেলার গৈলা ইউনিয়নের মধ্য শিহিপাশা গ্রামের সাবেক ইউপি সদস্য হানিফ সরদারের বাড়ির সামনে থেকে সাইদ নবযুগ গ্রাম পর্যন্ত এই রাস্তায় প্রতিদিন শতাধিক মানুষের চলাচল। রাস্তার বেশির ভাগ অংশ এখন ভেঙে চৌচির হয়ে পড়ে রয়েছে। আবার অনেক জায়গায় বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

স্থানীয় বাসিন্দা সাইদ মিয়া জানান, রাস্তাটির অবস্থা খুবই নাজুক। এমন খারাপ রাস্তা গোটা উপজেলায় নেই। স্থানীয় জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে রাস্তাটি মেরামতের জন্য অনুরোধ জানান তিনি।

ভ্যান চালক সিদ্দিক বেপারী জানান, এ রাস্তাটি যেন দেখার কেউ নেই। প্রতিদিন এ রাস্তা দিয়ে শত শত লোকজন চলাচল করে। রাতে অন্ধকারে চলাচল করতে গিয়ে এলাকার লোকজন দুর্ঘটনায় পড়েন। রাস্তার যে অবস্থা পায়ে হেঁটে চলাই কষ্ট, ভ্যানে কীভাবে চলবে?

পথচারী হান্নান বেপারী জানান, রাস্তার এমন পরিস্থিতিতে তাদের ব্যবসায় বেশ ক্ষতি হচ্ছে। যানবাহন না চলায় ঘুরপথে যেতে বাড়তি ভাড়া গুনতে হয়।

এদিকে সবচেয়ে বেশি দুর্ভোগ হচ্ছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কারণ তাঁদের দীর্ঘ ভাঙা পথ পাড়ি দিয়ে চলাচল করতে হচ্ছে।

ওই রাস্তায় চলাচলকারী শিশু শিক্ষার্থী আনিকা আক্তার বলে, ‘রাস্তাটির বেশির ভাগ স্থানই ভেঙে গেছে। স্কুলে যেতে খুবেই কষ্ট হয়। আমরা চাই রাস্তাটি দ্রুত মেরামত করে দেওয়া হোক।’

উপজেলা প্রকৌশলী শিপলু কর্মকার জানান, অভ্যন্তরীণ রাস্তাঘাট সংস্কার প্রক্রিয়াধীন রয়েছে। বিভিন্ন সড়কে কাজও চলছে। কিছু কিছু টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে। আশা করি দ্রুত সড়কটির কাজ শুরু হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

প্রাথমিকে পাঠদান: বাইরের ২০ কাজের চাপে শিক্ষক

প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন

‘চাঁদা না পেয়ে’ ১০ দোকানে তালা, জামায়াত নেতা ও বিএনপির কর্মীসহ গ্রেপ্তার ৪

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত