Ajker Patrika

আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি মিছিল

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ১৩ মার্চ ২০২২, ১৩: ৫৪
আ.লীগের দুই পক্ষে পাল্টাপাল্টি মিছিল

নোয়াখালী-৪ আসনের সাংসদ একরামুল করিম চৌধুরী সম্প্রতি ফেসবুক লাইভে ওবায়দুল কাদের নোয়াখালীর সবচেয়ে ঘৃণিত লোক বলে মন্তব্য করেছেন বলে জানা গেছে। এর প্রতিবাদে গতকাল শনিবার বিকেলে জেলা শহরের মাইজদীতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এদিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে গতকাল সকাল থেকে বিকেল ৫টা পর্যন্ত দলের বর্ধিত সভা চলে। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। সভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে আওয়ামী লীগের কাউন্সিল বিষয়ে আলোচনা হয়। এতে জেলা আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।

জানা গেছে, বেলা ৩টা থেকে পৃথক মিছিল নিয়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একত্র হন নেতা-কর্মীরা। পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন তাঁরা। একপর্যায়ে জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। এ জন্য শহরে যানজটের সৃষ্টি হয়।

এর আগে বেলা ৩টার দিকে সাংসদ একরামুল করিম চৌধুরীর সমর্থকেরা শহরে তাঁর পক্ষে মিছিল করেন। পরে তাঁরা শহরের জামে মসজিদ মোড়ে জড়ো হলে পুলিশ বাধা দেয়। এ সময় সাংসদের লোকজন জেলা আওয়ামী লীগের কর্মসূচিতে আসা একটি পিকআপ ভ্যানে থাকা যুবকদের মারধরের চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনাস্থলে থাকা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এবং তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার সকালে সিঙ্গাপুর থেকে নিজের ফেসবুক লাইভে এসব কথা বলেন সাংসদ একরামুল করিম চৌধুরী। তবে কিছুক্ষণ পর তিনি তাঁর ফেসবুক থেকে লাইভ ভিডিওটি সরিয়ে নেন। এর আগে ১৮ মিনিট ৩২ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ওই লাইভে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, জেলা আওয়ামী লীগের আহ্বায়ক খায়রুল আনম সেলিমসহ জেলার কয়েকজন নেতা-কর্মীকে নিয়ে সমালোচনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত