মীর মো. মহিব্বুল্লাহ, পটুয়াখালী
দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পায়রা সেতু চালু হয়েছে ঠিকই, কিন্তু কমেনি ভোগান্তি। সেতু দিয়ে যানবাহন চলাচল করলেও সুফল পাচ্ছেন না এ অঞ্চলের যাত্রীরা। ফেরিঘাটের মতোই সেতুর টোলে ২০ থেকে ৩০ মিনিট যাত্রীদের বাসে বসে থাকতে হয়। পেছনের আরেকটি গাড়ি আসবে, তারপর তাঁরা ছেড়ে যাবেন। এতে যাত্রীদের ফেরির দুর্ভোগই পোহাতে হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বাসস্টাফদের হাতে যাত্রীদের লাঞ্ছিত হতে হয়।
জানা গেছে, পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পায়রা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের সড়ক যোগাযোগের উন্নয়ন এবং ফেরি ভোগান্তি লাঘবে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালীতে পায়রা নদীর ওপর এ সেতু নির্মাণ করা হয়। গত বছরের ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। পরে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে ফেরি ভোগান্তির জন্য সেতু চালু করা হলেও বাসচালকদের জন্য যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো উভয় দিক থেকে আসা-যাওয়ার পথে সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজায় ২০ থেকে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন খান বলেন, ‘ছয় মাস আগে পায়রা সেতুর উদ্বোধন করা হয়েছে। কিন্তু আমাদের বাসযাত্রীদের ভোগান্তি আগের মতোই আছে। ফেরিঘাটের মতো এখনো পায়রা সেতুর টোলে ১৫ থেকে ২০ মিনিট বসে থাকতে হয়। যদি প্রতিবাদ করতে যাই, তখন উল্টো হেলপাররা খারাপ আচরণ করেন।’
বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সুমাইয়া আমিন তিশা বলেন, ‘আমার বাড়ি পটুয়াখালীতে। বরিশালে পড়াশোনা করছি। তাই বাড়ি থেকে বাসে এলে পাগলার মোড়ে (পায়রা সেতুর টোল) ভোগান্তিতে পড়তে হয়। এর মূল কারণ বাসচালকেরা। অতিরিক্ত যাত্রীর আশায় ২০ মিনিট থামিয়ে রাখেন পায়রা সেতুর টোল প্লাজায়। দ্রুত চলাচলের জন্য প্রধানমন্ত্রী আমাদের দক্ষিণাঞ্চলবাসীদের এ সেতুটি উপহার দিয়েছেন। অথচ এখনো আমাদের ভোগান্তি কমল না।’
এ বিষয়ে বাসচালক মো. আলামিন বলেন, ফেরি চলাচলের সময়ও পাগলা মোড়ে বাস কিছুক্ষণ থামিয়ে রাখা হতো এবং এখনো রাখা হচ্ছে। ১৫ মিনিট পর পেছনের বাসটি চলে এলে আমরা ছেড়ে যাই। বাস মালিক সমিতি থেকে আমাদের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। ওই সময়ের মধ্যে যেতে পারলেই হলো। এভাবেই কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটের প্রতিটি বাস পাগলা মোড়ে ১৫ মিনিট থামিয়ে রাখা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, পটুয়াখালী থেকে ১৫ মিনিট পরপর বাস বরিশালের উদ্দেশে যায়। চালকদের ১ ঘণ্টা ২০ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া থাকে। এ সময়ের মধ্যে না যেতে পারলে চালকদের বরখাস্ত করা হয়। তবে অনেক সময় চালকেরা সেতুর ওখানে দাঁড়িয়ে যাত্রী নেয়। পরে সময়ের অভাবে দ্রুতগতিতে বাস চালানোর কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
সভাপতি আরও বলেন, আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি, এখন বাস মালিক সমিতির অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় কমিয়ে দেব। যাতে তাঁরা অতিরিক্ত সময় দাঁড়াতে না পারেন। আর চালকদের বিষয়টি শ্রমিক ইউনিয়ন দেখবে।
দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্নের পায়রা সেতু চালু হয়েছে ঠিকই, কিন্তু কমেনি ভোগান্তি। সেতু দিয়ে যানবাহন চলাচল করলেও সুফল পাচ্ছেন না এ অঞ্চলের যাত্রীরা। ফেরিঘাটের মতোই সেতুর টোলে ২০ থেকে ৩০ মিনিট যাত্রীদের বাসে বসে থাকতে হয়। পেছনের আরেকটি গাড়ি আসবে, তারপর তাঁরা ছেড়ে যাবেন। এতে যাত্রীদের ফেরির দুর্ভোগই পোহাতে হচ্ছে। কেউ প্রতিবাদ করলে বাসস্টাফদের হাতে যাত্রীদের লাঞ্ছিত হতে হয়।
জানা গেছে, পটুয়াখালীবাসীর দীর্ঘদিনের দাবি ছিল পায়রা সেতু। দক্ষিণাঞ্চলের মানুষের সড়ক যোগাযোগের উন্নয়ন এবং ফেরি ভোগান্তি লাঘবে পটুয়াখালী-বরিশাল মহাসড়কের লেবুখালীতে পায়রা নদীর ওপর এ সেতু নির্মাণ করা হয়। গত বছরের ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সেতুটি উদ্বোধন করেন। পরে সেতুটি যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়। তবে ফেরি ভোগান্তির জন্য সেতু চালু করা হলেও বাসচালকদের জন্য যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে। কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটে চলাচলকারী যাত্রীবাহী বাসগুলো উভয় দিক থেকে আসা-যাওয়ার পথে সেতুর দক্ষিণ প্রান্তে টোল প্লাজায় ২০ থেকে ৩০ মিনিট দাঁড়িয়ে থাকে। এতে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জেরিন খান বলেন, ‘ছয় মাস আগে পায়রা সেতুর উদ্বোধন করা হয়েছে। কিন্তু আমাদের বাসযাত্রীদের ভোগান্তি আগের মতোই আছে। ফেরিঘাটের মতো এখনো পায়রা সেতুর টোলে ১৫ থেকে ২০ মিনিট বসে থাকতে হয়। যদি প্রতিবাদ করতে যাই, তখন উল্টো হেলপাররা খারাপ আচরণ করেন।’
বরিশাল সরকারি বিএম কলেজের শিক্ষার্থী সুমাইয়া আমিন তিশা বলেন, ‘আমার বাড়ি পটুয়াখালীতে। বরিশালে পড়াশোনা করছি। তাই বাড়ি থেকে বাসে এলে পাগলার মোড়ে (পায়রা সেতুর টোল) ভোগান্তিতে পড়তে হয়। এর মূল কারণ বাসচালকেরা। অতিরিক্ত যাত্রীর আশায় ২০ মিনিট থামিয়ে রাখেন পায়রা সেতুর টোল প্লাজায়। দ্রুত চলাচলের জন্য প্রধানমন্ত্রী আমাদের দক্ষিণাঞ্চলবাসীদের এ সেতুটি উপহার দিয়েছেন। অথচ এখনো আমাদের ভোগান্তি কমল না।’
এ বিষয়ে বাসচালক মো. আলামিন বলেন, ফেরি চলাচলের সময়ও পাগলা মোড়ে বাস কিছুক্ষণ থামিয়ে রাখা হতো এবং এখনো রাখা হচ্ছে। ১৫ মিনিট পর পেছনের বাসটি চলে এলে আমরা ছেড়ে যাই। বাস মালিক সমিতি থেকে আমাদের নির্দিষ্ট সময় নির্ধারণ করে দিয়েছে। ওই সময়ের মধ্যে যেতে পারলেই হলো। এভাবেই কুয়াকাটা-পটুয়াখালী-বরিশাল রুটের প্রতিটি বাস পাগলা মোড়ে ১৫ মিনিট থামিয়ে রাখা হয়।’
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী বাস মালিক সমিতির সভাপতি মো. রিয়াজ উদ্দিন মৃধা আজকের পত্রিকাকে বলেন, পটুয়াখালী থেকে ১৫ মিনিট পরপর বাস বরিশালের উদ্দেশে যায়। চালকদের ১ ঘণ্টা ২০ মিনিট সময় নির্ধারণ করে দেওয়া থাকে। এ সময়ের মধ্যে না যেতে পারলে চালকদের বরখাস্ত করা হয়। তবে অনেক সময় চালকেরা সেতুর ওখানে দাঁড়িয়ে যাত্রী নেয়। পরে সময়ের অভাবে দ্রুতগতিতে বাস চালানোর কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে।
সভাপতি আরও বলেন, আমরা যেহেতু বিষয়টি জানতে পেরেছি, এখন বাস মালিক সমিতির অন্য কর্মকর্তাদের সঙ্গে কথা বলে সময় কমিয়ে দেব। যাতে তাঁরা অতিরিক্ত সময় দাঁড়াতে না পারেন। আর চালকদের বিষয়টি শ্রমিক ইউনিয়ন দেখবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪