Ajker Patrika

খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১০: ৪৬
খালেদা জিয়ার স্বাস্থ্যের কোনো উন্নতি নেই

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার চিকিৎসা আগের মতোই চলছে। সঠিক চিকিৎসার অভাবে তাঁর শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি।

গতকাল রোববার দুপুরে খালেদা জিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি জানতে চাইলে এসব তথ্য জানিয়ে মির্জা ফখরুল বলেন, এমন পরিস্থিতিতে তাঁকে (খালেদা জিয়া)

বিদেশে নিয়ে চিকিৎসার দাবি আদায়ে রাজপথে আন্দোলনের বিকল্প নেই।

এর আগে গতকাল এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগকে জন্মগত সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে মির্জা ফখরুল বলেন, ‘দলটির জন্ম থেকে শুরু করে এখন পর্যন্ত সন্ত্রাস ছাড়া কোনো দিন টিকে থাকতে পারেনি। তত্ত্বাবধায়ক সরকার চেয়ে ১৭৩ দিন হরতাল পালন করেছিল আওয়ামী লীগ। তখন হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তারা গানপাউডার দিয়ে বাস পুড়িয়ে দেয়। ওই ঘটনায় ১১ জনকে হত্যা করেছিল তারা। এটা নতুন কোনো ব্যাপার নয়। সেই পাকিস্তান আমলে অ্যাসেমব্লির মধ্যে ডেপুটি স্পিকার শাহেদ আলীকে পিটিয়ে হত্যা করার মধ্য দিয়ে শুরু। তারপর সবকিছুর মধ্যে তাদের সন্ত্রাসী কার্যকলাপ সব থেকে বড় হাতিয়ার।’

সিরাজগঞ্জে বিএনপির সমাবেশে আওয়ামী লীগের হামলার বিষয়ে জানাতে আয়োজিত ওই সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে মুক্ত করে বিদেশে চিকিৎসার দাবি আদায়ে যে আন্দোলন চলছে তাতে সরকার ভীত। তাই অগণতান্ত্রিক ও অনির্বাচিত এই সরকার আক্রমণের পর আক্রমণ চালিয়ে যাচ্ছে। এসব দেখে আমার একটি বিশ্বাস জন্মেছে, এই সরকার আর একবারের জন্যও ক্ষমতায় আসুক বা থাকুক সেটা এ দেশের জনগণ চায় না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত