Ajker Patrika

সড়কের মাঝে খুঁটি রেখে উন্নয়ন!

কোম্পানীগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ মার্চ ২০২২, ১৯: ৪৯
সড়কের মাঝে খুঁটি রেখে উন্নয়ন!

কোম্পানীগঞ্জ উপজেলার জনগুরুত্বপূর্ণ ভোলাগঞ্জ-কলাবাড়ি-দয়ারবাজার সড়কে উন্নয়নকাজ চলছে। তবে সড়কে বৈদ্যুতিক খুঁটি রেখেই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। এতে ভবিষ্যতে দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা।

গত মঙ্গলবার গিয়ে দেখা গেছে, কলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে সড়কের মাঝে একটি বৈদ্যুতিক খুঁটি রয়ে গেছে। এটি না সরিয়ে সড়কের উন্নয়নকাজ চালিয়ে যাচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। বৈদ্যুতিক খুঁটি না সরানোর কারণে চলাচলকারী যানবাহনের দুর্ঘটনায় পড়ার আশঙ্কা রয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভোলাগঞ্জ-কলাবাড়ি-দয়ারবাজার সড়ক সংস্কারে ১৪ কোটি ৪৬ লাখ ১ হাজার ৬১৪ টাকা বরাদ্দ দেয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লি সড়ক অবকাঠামো পুনর্বাসন প্রকল্পের (১ম সংশোধিত) আওতায় এটি বাস্তবায়িত হচ্ছে। ধলাই ব্রিজ থেকে দয়ারবাজারের পূর্ব পর্যন্ত ৩ কিলোমিটার ৭৫ মিটার আরসিসি রাস্তার কাজ চলছে। কলাবাড়ি এলাকায় ওই সড়কের মাঝখানে একটি বিদ্যুতের খুঁটি রয়েছে। স্থানীয়রা পল্লী বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য পল্লী বিদ্যুৎ অফিসে আবেদন করলেও বিদ্যুতের খুঁটি অপসারণ না করেই সড়ক পাকা করার কাজ চলছে। এতে সড়কে যাতায়াতকারী যানবাহন দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা নিরাপত্তার খাতিরে অবিলম্বে বিদ্যুতের খুঁটি অপসারণ করে সড়ক পাকা করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মমিনুল হক এবং মেসার্স এম রহমানের (জেভি) কোনো দায়িত্বশীল ব্যক্তিকে পাওয়া যায়নি। তবে, ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োজিত স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাস্তার মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য বিদ্যুৎ অফিস ও এলজিইডি অফিসকে একাধিকবার অনুরোধ করা হলেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি।

কলাবাড়ি এলাকার বাসিন্দা সাংবাদিক আব্দুল আলীম বলেন, ‘দীর্ঘ প্রতীক্ষিত এ সড়কের কাজ শুরু হওয়ায় আমরা খুশি। তবে বিদ্যুতের পিলারটি এখনই সরানো উচিত। আর না হয় যানবাহন চলাচল বাধাগ্রস্ত হবে। দুর্ঘটনার মাধ্যমে প্রাণহানির আশঙ্কা থাকবে।’

কোম্পানীগঞ্জ উপজেলা প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. শাহ্ আলম বলেন, নির্মাণাধীন রাস্তার মাঝখানের খুঁটি অপসারণের জন্য পল্লি বিদ্যুতের কোম্পানীগঞ্জ জোনাল অফিসের ডিজিএমকে জানানো হয়েছে। যথাসময়ে খুঁটি অপসারণ করেই রাস্তার নির্মাণকাজ সম্পন্ন করা হবে।

কোম্পানীগঞ্জ পল্লী বিদ্যুতের ডিজিএম প্রকৌশলী মৃণাল কান্তি চৌধুরী বলেন, ‘এলজিইডি অফিস এ বিষয়ে আমাদের কোনো চিঠি দেয়নি। স্থানীয় একজন আমাদের কাছে আবেদন করেছেন। কিন্তু এখনো তিনি সরকারি ফি আদায় করেননি। সরকারি ফি আদায় করলে আমরা বিদ্যুতের এই খুঁটি সরিয়ে দেব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কোটি টাকা আত্মসাৎ করে লাপাত্তা: কে এই ফ্লাইট এক্সপার্ট এমডি সালমান, বাবার হাত ধরে যাঁর উত্থান

আ.লীগের এমপি শাম্মীর বাসায় ১০ লাখ টাকা চাঁদাবাজি ও ভাগ-বাঁটোয়ারার বিবরণ দিলেন রিয়াদ

কিশোরগঞ্জে হর্টিকালচারের উপপরিচালকের বিরুদ্ধে ‘সমকামিতার’ অভিযোগ, মামলা বাবুর্চির

অতিরিক্ত ফি দাবি করায় বিমানবন্দর স্টাফের চোয়াল ভেঙে দিলেন যাত্রী

সখীপুরে সন্তানদের সামনেই ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত