নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনার উদ্দেশে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন,‘আপনি স্বেচ্ছায় চলে গেছেন। আপনাকে তো কেউ যেতে বলেনি। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি। কিন্তু গন্ডগোল পাকানোর তো কোনো মানে হয় না। গন্ডগোল পাকিয়ে তো কোনো লাভ হবে না। বরং জনগণ আরও খেপে উঠবে।’
সচিবালয়ের সম্মেলনকক্ষে গতকাল সোমবার দুপুরে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে উপদেষ্টা আরও বলেন, ‘আপনি আসবেন, এটা আপনার দেশ। আপনি আসেন না কেন? নাগরিকত্ব তো কারও যায়নি।’
আওয়ামী লীগের নেতা-কর্মীদের নতুন মুখ নিয়ে দল গোছাতে বলেন সাখাওয়াত হোসেন। তিনি বলেন, ‘দয়া করে আপনারা দেশকে অরাজকতার মধ্যে ঠেলবেন না। আপনারা দল গোছান। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনাদের সাহায্য করব। আপনারা নতুন মুখ ও অঙ্গীকার নিয়ে দল গোছান।’
আওয়ামী লীগের উদ্দেশে সাখাওয়াত আরও বলেন, ‘আমি ওনাদেরও আশা দিচ্ছি, কথা দিচ্ছি, আপনারা দল গুছিয়ে নেন, আপনাদের দলকে তো কেউ নিষিদ্ধ করেনি। যদি ওই ধরনের জঙ্গি না হয়, তবে একটা দলকে নিষিদ্ধ করাটা খুব খারাপ সংস্কৃতি।’
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘কত বড় মানুষের দল। যিনি এ দেশ স্বাধীন করেছেন, এতে তো কোনো সন্দেহ নেই। কারও সন্দেহ থাকার কথা না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে মুক্তিযুদ্ধ হয়েছে, স্বাধীনতা হয়েছে। সেই দল এমনভাবে ভেঙে পড়ে যাবে। লোকজন লুকিয়ে বেড়াচ্ছে; আবার পেলে কী জানি হয়।’
রাজনৈতিক দলগুলোর উদ্দেশে সাখাওয়াত হোসেন বলেন, ‘আপনারা আপনাদের এলাকায় এগুলো (সংখ্যালঘুদের ওপর সহিংসতা) ঠিক করেন। আসনভিত্তিক যদি আমরা হিসাব নিতে থাকি...আপনারা ভালো করে জানেন, আমি নতুন লোক না।’
সদ্য নিষিদ্ধ হওয়া জামায়াতে ইসলামীর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, এটা আইন মন্ত্রণালয়ের কাজ। আইন মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়ে গেজেট নোটিফিকেশনের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে।
১৫ আগস্ট সরকারি ছুটি বহাল থাকবে কি না—এ প্রসঙ্গে জানতে চাইলে সাখাওয়াত হোসেন বলেন, ‘এটার বিষয়ে আমি কোনো সিদ্ধান্ত দিতে পারব না। এটা কেবিনেটের কাজ। আমি কেবিনেটে ওটা আলোচনা করব।’
দুর্গাপূজায় তিন দিনের ছুটি দাবি করছে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট। গতকাল সচিবালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের সাধারণ সম্পাদক পলাশ কান্তি দে এই দাবি করেন। পলাশ দে বলেন, বিগত ২৪ বছরে দেশে সংখ্যালঘুদের ওপর যে হামলা হয়েছে, সেটির শ্বেতপত্র প্রকাশ করা হোক। একই সঙ্গে সংখ্যালঘু সুরক্ষা আইন ও সংখ্যালঘুদের জন্য আলাদা মন্ত্রণালয় গঠনের দাবি জানান তিনি।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪