সাইফুল আরিফ জুয়েল, নেত্রকোনা
নেত্রকোনায় গ্রাহকদের জন্য দেওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিনা মূল্যের প্রি-পেইড মিটার ৮-১০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে পিডিবির দাবি, মসজিদ-মন্দিরে ১৯০টি প্রি-পেইড মিটার বিনা মূল্যে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাসাবাড়িতে প্রি-পেইড মিটার বসানো হয়েছে। কোনো মিটারই ৮ হাজার টাকার কমে কেউ নিতে পারেননি। শহরের সাত-আটটি মসজিদ ও বেশ কয়েকটি মন্দিরে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে এ ধরনের কোনো মিটার দেওয়া হয়নি।
শহরের পারলা চল্লিশাকান্দা গ্রামের আব্দুস ছালাম বলেন, গত মাসে তাঁর বাসায় প্রি-পেইড মিটার বসিয়েছেন। এতে ৮ হাজার টাকা লেগেছে। পিডিবি অফিসে মিটারের আবেদন জমা দিয়েছেন। লাইনম্যানের কাছে ৮ হাজার টাকা দেওয়ার পর তিনি পিডিবির একটি প্রি-পেইড মিটার লাগিয়ে দিয়েছেন।
কাটলী গ্রামের বঙ্গবন্ধু মোড় এলাকার মাহবুব মিয়া বলেন, তাঁর দুই দোকানে দুটি প্রি-পেইড মিটার বসিয়েছেন। একটি সাড়ে ৯ হাজার এবং অপরটি সাড়ে ৮ হাজার টাকায়। এসব যে বিনা মূল্যের মিটার, তা তিনি জানতেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনা পিডিবির একজন কর্মী বলেন, গত বছরের শেষের দিকে এসব মিটার তাঁদের অফিসে আসে। দুই দফায় এ পর্যন্ত এক হাজার মিটার এসেছে। এগুলোর মধ্যে ৬৫০টি মিটার বিতরণ করা হয়েছে। মিটারপ্রতি ৮-১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। কর্মীরাই সেই টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলীকে দিচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী এসব প্রি-পেইড মিটার মসজিদ-মন্দির ও গরিব মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা; কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে ধনীদের কাছে।
নেত্রকোনা পিডিবির প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী বলেন, এসব মিটার বিনা মূল্যে দেওয়া হয়। প্রতি মাসে গ্রাহককে এর জন্য ৪০ টাকা চার্জ দিতে হবে। পরে টাকা নেওয়ার তথ্য-প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, ‘কেউ খুশি হয়ে টাকা দিলে তো কিছু করার থাকে না।’
নেত্রকোনায় গ্রাহকদের জন্য দেওয়া বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিনা মূল্যের প্রি-পেইড মিটার ৮-১০ হাজার টাকায় বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে পিডিবির দাবি, মসজিদ-মন্দিরে ১৯০টি প্রি-পেইড মিটার বিনা মূল্যে দেওয়া হয়েছে।
গত মঙ্গলবার শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক বাসাবাড়িতে প্রি-পেইড মিটার বসানো হয়েছে। কোনো মিটারই ৮ হাজার টাকার কমে কেউ নিতে পারেননি। শহরের সাত-আটটি মসজিদ ও বেশ কয়েকটি মন্দিরে খোঁজ নিয়ে জানা গেছে, সেখানে এ ধরনের কোনো মিটার দেওয়া হয়নি।
শহরের পারলা চল্লিশাকান্দা গ্রামের আব্দুস ছালাম বলেন, গত মাসে তাঁর বাসায় প্রি-পেইড মিটার বসিয়েছেন। এতে ৮ হাজার টাকা লেগেছে। পিডিবি অফিসে মিটারের আবেদন জমা দিয়েছেন। লাইনম্যানের কাছে ৮ হাজার টাকা দেওয়ার পর তিনি পিডিবির একটি প্রি-পেইড মিটার লাগিয়ে দিয়েছেন।
কাটলী গ্রামের বঙ্গবন্ধু মোড় এলাকার মাহবুব মিয়া বলেন, তাঁর দুই দোকানে দুটি প্রি-পেইড মিটার বসিয়েছেন। একটি সাড়ে ৯ হাজার এবং অপরটি সাড়ে ৮ হাজার টাকায়। এসব যে বিনা মূল্যের মিটার, তা তিনি জানতেন না।
নাম প্রকাশে অনিচ্ছুক নেত্রকোনা পিডিবির একজন কর্মী বলেন, গত বছরের শেষের দিকে এসব মিটার তাঁদের অফিসে আসে। দুই দফায় এ পর্যন্ত এক হাজার মিটার এসেছে। এগুলোর মধ্যে ৬৫০টি মিটার বিতরণ করা হয়েছে। মিটারপ্রতি ৮-১০ হাজার টাকা নেওয়া হচ্ছে। কর্মীরাই সেই টাকা নিয়ে নির্বাহী প্রকৌশলীকে দিচ্ছেন। যদিও নিয়ম অনুযায়ী এসব প্রি-পেইড মিটার মসজিদ-মন্দির ও গরিব মানুষকে অগ্রাধিকার ভিত্তিতে দেওয়ার কথা; কিন্তু এগুলো বিক্রি করা হচ্ছে ধনীদের কাছে।
নেত্রকোনা পিডিবির প্রধান নির্বাহী প্রকৌশলী আহসান মাহমুদ এলাহী বলেন, এসব মিটার বিনা মূল্যে দেওয়া হয়। প্রতি মাসে গ্রাহককে এর জন্য ৪০ টাকা চার্জ দিতে হবে। পরে টাকা নেওয়ার তথ্য-প্রমাণ উপস্থাপন করলে তিনি বলেন, ‘কেউ খুশি হয়ে টাকা দিলে তো কিছু করার থাকে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪