জাহীদ রেজা নূর
আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান ২ মার্চ মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন এবং যাতে লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঢাকায় নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আগুন জ্বালাবেন না, যদি জ্বালান সে দাবানল থেকে আপনারাও রেহাই পাবেন না। বাংলাদেশের জনগণের স্বাধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
৭ মার্চ বেলা ২টায় রেসকোর্স ময়দানে এক গণসমাবেশে তিনি ভাষণ দেবেন বলে জানান। ৩ মার্চকে তিনি জাতীয় শোক দিবস হিসেবে পালনের ডাক দেন।
২ মার্চ ঢাকায় হরতাল পালন করার সময় জনসাধারণ যখন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন একশ্রেণির লোক রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট লুটতরাজে লিপ্ত হয়। এই দুর্বৃত্তের দল জিন্নাহ অ্যাভিনিউ (এখনকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ), বায়তুল মোকাররম, নবাবপুর রোড, তোপখানা রোড, সদরঘাট এলাকায় কয়েকটি দোকানে হামলা চালায়।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রেডিওতে ঢাকা শহরে সান্ধ্য আইন জারির কথা ঘোষণা করার পরেও শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসে।
গুলিবিদ্ধ হয়ে আমানুল্লাহ নামে একটি ১৩-১৪ বছরের ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে প্রাণ ত্যাগ করে। আরও কয়েকজন এদিন মারা গেছে বলে ধারণা করা হয়। বেলা ১১টায় তেজগাঁওয়ে ফার্মগেটের কাছে প্রথম গুলিবর্ষণ করা হয় এবং তাতে ৫ জন আহত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এদিন জনতার ঢল নামে। শেখ মুজিবুর রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলার মাটিতে যেন বাঙ্গালী-অবাঙ্গালী হিন্দু-মুসলমান দাঙ্গা না বাধে। যদি এ ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাধে, আমি বুকে ব্যথা পাব।’
করাচি থেকে খবর আসে, পিপিপি চেয়ারম্যান জনাব ভুট্টো এক সংবাদ সম্মেলনে বলেছেন, শাসনতান্ত্রিক সংকট নিরসনের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা অনুষ্ঠানের জন্য পূর্ব পাকিস্তানে যেতে তিনি সব সময় প্রস্তুত আছেন।
করাচি আওয়ামী লীগ অফিসে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আলোচনার জন্য পিপলস পার্টি বাদে বাকি সব রাজনৈতিক দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনাব ভুট্টোর ভূমিকার সমালোচনা করে আগামী পাঁচ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়।
এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ছাত্র জনসভা অনুষ্ঠিত হয়। বটতলার এই ছাত্রসভা বেলা ১১টায় অনুষ্ঠানের কথা থাকলেও সকাল ৯টা-সাড়ে ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয় কলাভবন এলাকা এক বিক্ষুব্ধ জনসমুদ্রে পরিণত হয়।
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন বক্তৃতা করেন। বক্তারা জনগণকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁরা জাতীয় সম্পদ বিনষ্ট না করার এবং সমাজবিরোধী বা দুষ্কৃতকারীরা যাতে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারে, সে-সম্পর্কে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বেলা ৩টায় বায়তুল মোকাররমের পাদদেশে পাকিস্তান জাতীয় লীগের প্রধান জনাব আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বক্তৃতা করেন। সভায় জাতীয় লীগ নেত্রী আমেনা বেগম বক্তৃতার শুরুতেই আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে তাঁর সমালোচনা শুরু করলে বিক্ষুব্ধ শ্রোতারা প্রতিবাদে বিস্ফোরিত হয়ে ওঠেন।
জাতীয় লীগের অলি আহাদ গ্রুপ সমর্থক ফরওয়ার্ড স্টুডেন্ট ব্লকের পক্ষ থেকে বায়তুল মোকাররমের সামনে আরও একটি গণসমাবেশ হয়।
পল্টন ময়দানে ন্যাপের উদ্যোগে আয়োজিত এক জনসভায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার তীব্র প্রতিবাদ জানানো হয়। পূর্ব পাকিস্তানের ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে ন্যাপনেত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রমিকনেতা সাইফুদ্দিন মানিক, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমান ২ মার্চ মঙ্গলবার একটি বিবৃতিতে বলেন, ‘সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে হরতাল পালন এবং যাতে লুটতরাজ ও অগ্নিসংযোগের মতো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেদিকে কড়া নজর রাখার জন্য আমি জনগণের প্রতি আহ্বান জানাচ্ছি।’
ঢাকায় নিরস্ত্র জনগণের ওপর গুলিবর্ষণের কঠোর নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে আগুন জ্বালাবেন না, যদি জ্বালান সে দাবানল থেকে আপনারাও রেহাই পাবেন না। বাংলাদেশের জনগণের স্বাধিকার অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।’
৭ মার্চ বেলা ২টায় রেসকোর্স ময়দানে এক গণসমাবেশে তিনি ভাষণ দেবেন বলে জানান। ৩ মার্চকে তিনি জাতীয় শোক দিবস হিসেবে পালনের ডাক দেন।
২ মার্চ ঢাকায় হরতাল পালন করার সময় জনসাধারণ যখন স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করছিল, তখন একশ্রেণির লোক রাজধানীর বিভিন্ন এলাকায় দোকানপাট লুটতরাজে লিপ্ত হয়। এই দুর্বৃত্তের দল জিন্নাহ অ্যাভিনিউ (এখনকার বঙ্গবন্ধু অ্যাভিনিউ), বায়তুল মোকাররম, নবাবপুর রোড, তোপখানা রোড, সদরঘাট এলাকায় কয়েকটি দোকানে হামলা চালায়।
এদিন সন্ধ্যা সাড়ে ৭টায় রেডিওতে ঢাকা শহরে সান্ধ্য আইন জারির কথা ঘোষণা করার পরেও শহরের বিভিন্ন এলাকায় জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় বেরিয়ে আসে।
গুলিবিদ্ধ হয়ে আমানুল্লাহ নামে একটি ১৩-১৪ বছরের ছেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে গভীর রাতে প্রাণ ত্যাগ করে। আরও কয়েকজন এদিন মারা গেছে বলে ধারণা করা হয়। বেলা ১১টায় তেজগাঁওয়ে ফার্মগেটের কাছে প্রথম গুলিবর্ষণ করা হয় এবং তাতে ৫ জন আহত হয়।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে এদিন জনতার ঢল নামে। শেখ মুজিবুর রহমান সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বাংলার মাটিতে যেন বাঙ্গালী-অবাঙ্গালী হিন্দু-মুসলমান দাঙ্গা না বাধে। যদি এ ধরনের কোনো সাম্প্রদায়িক দাঙ্গা বাধে, আমি বুকে ব্যথা পাব।’
করাচি থেকে খবর আসে, পিপিপি চেয়ারম্যান জনাব ভুট্টো এক সংবাদ সম্মেলনে বলেছেন, শাসনতান্ত্রিক সংকট নিরসনের উদ্দেশ্যে শেখ মুজিবুর রহমানের সঙ্গে সাক্ষাৎ এবং আলোচনা অনুষ্ঠানের জন্য পূর্ব পাকিস্তানে যেতে তিনি সব সময় প্রস্তুত আছেন।
করাচি আওয়ামী লীগ অফিসে দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি আলোচনার জন্য পিপলস পার্টি বাদে বাকি সব রাজনৈতিক দলের এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জনাব ভুট্টোর ভূমিকার সমালোচনা করে আগামী পাঁচ দিনের মধ্যে জাতীয় পরিষদের অধিবেশন আহ্বানের দাবি জানানো হয়।
এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় পূর্ব পাকিস্তান ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের উদ্যোগে ছাত্র জনসভা অনুষ্ঠিত হয়। বটতলার এই ছাত্রসভা বেলা ১১টায় অনুষ্ঠানের কথা থাকলেও সকাল ৯টা-সাড়ে ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয় কলাভবন এলাকা এক বিক্ষুব্ধ জনসমুদ্রে পরিণত হয়।
পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি নূরে আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত এই গণসমাবেশে পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাজাহান সিরাজ, ডাকসুর সহসভাপতি আ স ম আবদুর রব, সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস মাখন বক্তৃতা করেন। বক্তারা জনগণকে শান্তি ও শৃঙ্খলার সঙ্গে সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানান। তাঁরা জাতীয় সম্পদ বিনষ্ট না করার এবং সমাজবিরোধী বা দুষ্কৃতকারীরা যাতে নিজেদের ব্যক্তিগত স্বার্থসিদ্ধির জন্য এই সুযোগের সদ্ব্যবহার করতে না পারে, সে-সম্পর্কে সতর্ক থাকার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
বেলা ৩টায় বায়তুল মোকাররমের পাদদেশে পাকিস্তান জাতীয় লীগের প্রধান জনাব আতাউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের সাধারণ সম্পাদক আজিজুর রহমান বক্তৃতা করেন। সভায় জাতীয় লীগ নেত্রী আমেনা বেগম বক্তৃতার শুরুতেই আওয়ামী লীগপ্রধান শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে তাঁর সমালোচনা শুরু করলে বিক্ষুব্ধ শ্রোতারা প্রতিবাদে বিস্ফোরিত হয়ে ওঠেন।
জাতীয় লীগের অলি আহাদ গ্রুপ সমর্থক ফরওয়ার্ড স্টুডেন্ট ব্লকের পক্ষ থেকে বায়তুল মোকাররমের সামনে আরও একটি গণসমাবেশ হয়।
পল্টন ময়দানে ন্যাপের উদ্যোগে আয়োজিত এক জনসভায় জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত রাখার তীব্র প্রতিবাদ জানানো হয়। পূর্ব পাকিস্তানের ন্যাপের সভাপতি অধ্যাপক মোজাফফর আহমদের সভাপতিত্বে ন্যাপনেত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রমিকনেতা সাইফুদ্দিন মানিক, পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ সভায় বক্তৃতা করেন।
গ্রন্থনা: জাহীদ রেজা নূর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪