ওমর ফারুক মুছা, লংগদু (রাঙামাটি)
উপজেলার সোনাই হাজাছড়া থেকে পূর্ব মালাদ্বীপ গ্রামে যেতে সোনাই খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালে। এতে খুব খুশি হয়েছিলেন অন্তত চারটি গ্রামের হাজারের বেশি বাসিন্দা। ভেবেছিলেন যাতায়াতে নদী পারাপারের দীর্ঘদিনের বিড়ম্বনা শেষ হতে যাচ্ছে। কিন্তু দীর্ঘ ছয় বছরেও সেতুর কাজ শেষ না হওয়ায় তাঁরা চরম হতাশাগ্রস্ত।
সোনাই (হাজাছড়া) এলাকায় গিয়ে দেখা গেছে, সোনাই খালের দুই পাড়ে সেতুর সাইড গার্ড ওয়ালসহ খালের ওপর শুধু চারটি পিলার নির্মাণ করেছেন ঠিকাদার।
স্থানীয় বাসিন্দারা জানায়, গ্রামবাসীরা বাঁশের ভেলা বানিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছে। গত ২৯ আগস্ট এই সাঁতার কেটে খাল পার হতে গিয়ে রাজ মাহমুদ (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
সেতুটির ব্যাপারে ঠিকাদার শাহ মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ‘রাঙামাটি জেলা পরিষদ ২০১৫-১৬ অর্থ বছরে উপজেলার সোনাই হাজাছড়া-পূর্ব মালদ্বীপ সংযোগ সড়ক পথে খালের ওপর সেতু নির্মাণের জন্য পনেরো লাখ টাকা বরাদ্দ দেন। ঠিকাদারি কাজটি আমি নিজে পেয়েছি এবং বরাদ্দকৃত ১৫ লাখ টাকার কাজ বাস্তবায়ন করেছি। কাজটি সম্পন্ন করতে আরও অর্থ বরাদ্দ পেতে অনেকবার তদবির করেছি। কিন্তু নতুন কোনো অর্থ বরাদ্দ হয়নি। যার ফলে সেতুটির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।’
সোনাই এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক মামুন বলেন সোনাই বাজার, নোয়াখালি পাড়া, ২ নম্বর ব্লক, মালাদ্বীপসহ এ ওয়ার্ডের সব শিক্ষার্থীকে এই খাল পেরোতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে। এই খাল পার হতে শত শত শ্রমজীবী মানুষ তাদের কর্মস্থল সোনাই চিড়াই করাত কলে যায়।
মাইনীমুখ ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেম মেম্বার বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাস করি। সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এলাকাবাসীর যাতায়াতের উন্নয়নের জন্য অচিরেই সেতুটির অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের জন্য আমরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
উপজেলার সোনাই হাজাছড়া থেকে পূর্ব মালাদ্বীপ গ্রামে যেতে সোনাই খালের ওপর সেতু নির্মাণের কাজ শুরু হয় ২০১৫ সালে। এতে খুব খুশি হয়েছিলেন অন্তত চারটি গ্রামের হাজারের বেশি বাসিন্দা। ভেবেছিলেন যাতায়াতে নদী পারাপারের দীর্ঘদিনের বিড়ম্বনা শেষ হতে যাচ্ছে। কিন্তু দীর্ঘ ছয় বছরেও সেতুর কাজ শেষ না হওয়ায় তাঁরা চরম হতাশাগ্রস্ত।
সোনাই (হাজাছড়া) এলাকায় গিয়ে দেখা গেছে, সোনাই খালের দুই পাড়ে সেতুর সাইড গার্ড ওয়ালসহ খালের ওপর শুধু চারটি পিলার নির্মাণ করেছেন ঠিকাদার।
স্থানীয় বাসিন্দারা জানায়, গ্রামবাসীরা বাঁশের ভেলা বানিয়ে ঝুঁকি নিয়ে খাল পার হচ্ছে। গত ২৯ আগস্ট এই সাঁতার কেটে খাল পার হতে গিয়ে রাজ মাহমুদ (৭২) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়।
সেতুটির ব্যাপারে ঠিকাদার শাহ মো. নজরুল ইসলামের কাছে জানতে চাইলে বলেন, ‘রাঙামাটি জেলা পরিষদ ২০১৫-১৬ অর্থ বছরে উপজেলার সোনাই হাজাছড়া-পূর্ব মালদ্বীপ সংযোগ সড়ক পথে খালের ওপর সেতু নির্মাণের জন্য পনেরো লাখ টাকা বরাদ্দ দেন। ঠিকাদারি কাজটি আমি নিজে পেয়েছি এবং বরাদ্দকৃত ১৫ লাখ টাকার কাজ বাস্তবায়ন করেছি। কাজটি সম্পন্ন করতে আরও অর্থ বরাদ্দ পেতে অনেকবার তদবির করেছি। কিন্তু নতুন কোনো অর্থ বরাদ্দ হয়নি। যার ফলে সেতুটির কাজ অসম্পূর্ণ রয়ে গেছে।’
সোনাই এলাকার বাসিন্দা আবু বকর সিদ্দিক মামুন বলেন সোনাই বাজার, নোয়াখালি পাড়া, ২ নম্বর ব্লক, মালাদ্বীপসহ এ ওয়ার্ডের সব শিক্ষার্থীকে এই খাল পেরোতে হয় শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে। এই খাল পার হতে শত শত শ্রমজীবী মানুষ তাদের কর্মস্থল সোনাই চিড়াই করাত কলে যায়।
মাইনীমুখ ইউপি সদস্য ও স্থানীয় বাসিন্দা আবুল হাসেম মেম্বার বলেন, পাহাড়ের দুর্গম এলাকায় বসবাস করি। সরকারি অনেক সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। এলাকাবাসীর যাতায়াতের উন্নয়নের জন্য অচিরেই সেতুটির অসম্পূর্ণ কাজ বাস্তবায়নের জন্য আমরা রাঙামাটি পার্বত্য জেলা পরিষদসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানাচ্ছি।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫