Ajker Patrika

সড়ক সংস্কারে ‘দায়সারা’ কাজ, ভোগান্তি মানুষের

মো. জাহিদুল ইসলাম, মনোহরদী 
Thumbnail image

নরসিংদীর মনোহরদী উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর গ্রামে কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) প্রকল্পের সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ উঠেছে। উপকারের জন্য সড়কের সংস্কারকাজ করতে গিয়ে উল্টো সেটি তাঁদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

সংশ্লিষ্টদের সূত্রে জানা গেছে, উপজেলার দৌলতপুর ইউনিয়নে চলতি অর্থবছরের কাবিখা প্রকল্পের আওতায় কোচেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা সড়কের মাথা থেকে খালাসি বাড়ি পর্যন্ত প্রায় এক কিলোমিটার কাঁচা সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। এ জন্য ৯ টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়। প্রকল্পটির সভাপতির দায়িত্বে আছেন দৌলতপুর ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কের সংস্কারকাজে মাটির পরিবর্তে বালুর ব্যবহারের কারণে সড়কটি এখন একেবারেই চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। সড়কটি সংস্কারের আগে স্থানীয় বাসিন্দারা যানবাহন নিয়ে চলাচল করতে পারলেও বর্তমানে সড়কে থাকা বালুতে রিকশা-মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন আটকে যাচ্ছে। তাঁদের দাবি, দায়সারা কাজ করে বরাদ্দের টাকা এদিক-সেদিক করতেই প্রকল্পের এমন সংস্কারকাজে এমনটা করা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, পাশের ব্রহ্মপুত্র নদ থেকে ভিটি বালু এনে ওই সড়কে ফেলা হয়েছে। এতে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। কোনো প্রকার যানবাহন নিয়ে ওই সড়কে চলাচল করা যাচ্ছে না।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় কয়েকজন বাসিন্দা জানায়, বালু ফেলার আগেই অনেক ভালো ছিল। বালি ফেলার পর কোনো যানবাহন দিয়ে এ সড়কে চলা কঠিন হয়ে পড়েছে।

তবে এ অভিযোগকে ভিত্তিহীন দাবি করে ইউপি সদস্য মিয়া হোসেন মোল্লা বলেন, ‘সড়কের কাজ এখনো শেষ হয়নি। ওপরে মাটি ফেললে ঠিক হয়ে যাবে।’

এ বিষয়ে জানতে চাইলে দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরীফ মাহমুদ খান বাহালুল বলেন, ‘সড়কের পাশের জমি থেকে মাটি কেটে সড়কে দেওয়া হয়েছে। এসব জমিতে বালু থাকায় এমনটা হয়েছে।’

এ বিষয়ে জানতে মনোহরদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরুদ্দিন রাজির মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত