Ajker Patrika

রক্তক্ষরণ হচ্ছে ওজন কমছে খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২১, ০৮: ৫৯
রক্তক্ষরণ হচ্ছে  ওজন কমছে  খালেদা জিয়ার

লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রক্তক্ষরণ বন্ধ হচ্ছে না। দুই-এক দিন পরপরই রক্তক্ষরণ হচ্ছে। রক্তক্ষরণের ফলে হিমোগ্লোবিনের পরিমাণ এবং ওজন কমে যাচ্ছে বলেও জানিয়েছেন তাঁর চিকিৎসকেরা। খালেদা জিয়ার সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে তাঁর ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ জানান, দুই-এক দিন পরপরই তাঁর রক্তক্ষরণ হচ্ছে। এজন্য কয়েক দিন ধরেই কমে যাচ্ছে হিমোগ্লোবিনের মাত্রা। রক্ত ও ওষুধ দিয়ে হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানো হচ্ছে।

বিএনপির পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে বড়দিন উপলক্ষে খ্রিস্টান সম্প্রদায়ের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ‘তিনি (খালেদা জিয়া) আজ অত্যন্ত অসুস্থ এবং জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন। তাঁকে বিদেশে পাঠানোটা খুব বেশি দরকার। চিকিৎসকেরা বলছেন, তাঁকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো দরকার। এটা অত্যন্ত জরুরি এই জন্য যে এই দেশে সেই চিকিৎসার সুযোগ নেই। তাঁর মুক্তির জন্য, তাঁর চিকিৎসার জন্য আমরা আন্দোলন করছি।’

এদিকে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার দাবিতে গত বুধবার থেকে জেলায় জেলায় পূর্বনির্ধারিত বিক্ষোভ সমাবেশও শুরু করেছে বিএনপি। এদিন হবিগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে পুলিশসহ দলের অনেক নেতা-কর্মী আহত হয়েছেন এবং ১০ জনের মতো নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে বলে দাবি দলটির।

হবিগঞ্জে বিএনপির জেলা সমাবেশে পুলিশি হামলার অভিযোগে সেখানকার ৩ পুলিশ কর্মকর্তার অপসারণ দাবি করেছে বিএনপি। নিরপেক্ষ তদন্ত কমিটির মাধ্যমে এসপি মুরাদ আলি, ওসি নাজমুল হাসান এবং হবিগঞ্জের ওসি মাসুক আলীকে বিচারের আওতায়

এরপর পৃষ্ঠা ২ কলাম ৫

আনার দাবি জানিয়ে সিলেট বিভাগে ২ দিনের বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছেন বিএনপির মহাসচিব।

এদিকে জেলায় জেলায় সমাবেশের দ্বিতীয় দিনে আজ শুক্রবার গাজীপুর, জয়পুরহাট, জামালপুর, নোয়াখালী, ভোলা ও গাইবান্ধা জেলায় বিক্ষোভ সমাবেশ করবে দলটি। গাজীপুরে বিএনপির সমাবেশ শ্রীপুরে হওয়ার কথা থাকলেও জায়গা বদল করে গাজীপুর শহীদ বরকত স্টেডিয়ামে নেওয়া হয়েছে। পুলিশ বাধা দেওয়ায় জায়গা বদল করা হয়েছে বলে জানায় দলটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

৬৮ কোটি টাকা আত্মসাৎ: ডেলটা গ্রুপের চেয়ারম্যান ফারুকসহ ১৫ জনের নামে মামলা

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

‘মুসলিম ফ্রন্টগুলোকে ঐক্যবদ্ধ করুন, ইন্টেরিম ভেঙে দিন’

‘বউ আমাকে মিথ্যা ভালোবাসত, টাকা না থাকলে ছেড়ে যাবে, তাই মরে গেলাম’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত