Ajker Patrika

পুষ্টি বাড়াতে নগদ অর্থসহায়তা

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ২১: ২৬
পুষ্টি বাড়াতে নগদ   অর্থসহায়তা

ইসলামপুর উপজেলায় শিশু ও মায়ের পুষ্টি বৃদ্ধিতে সুষম ও আমিষ জাতীয় খাদ্যসামগ্রী খাওয়ার জন্য বিশ্বব্যাংকের বরাদ্দ দেওয়া নগদ অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী গুঠাল হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে উপজেলার সাপধরী ইউনিয়নের ৯৪৫টি পরিবারকে এই নগদ টাকা দেওয়া হয়।

অন্তঃসত্ত্বা নারী ও ৬০ মাস বয়সী শিশুদের ইনকাম সাপোর্ট প্রোগ্রাম ফর দা পুওরেস্ট (আইএসপিপি) যত্ন প্রকল্পের আওতায় ওই অর্থ বিতরণ করা হয়। সর্বনিম্ন ৭ হাজার ২০০ টাকা এবং সর্বোচ্চ ১১ হাজার ৪০০ টাকা প্রতিটি সুবিধাভোগী পরিবারের মাঝে দেওয়া হয়। এই কার্যক্রমের সমন্বয় করেন সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি। টাকা বিতরণকালে উপস্থিত ছিলেন ইউপি সদস্যরা।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মেহেদি হাসান টিটু বলেন, বিতরণ করা টাকায় দরিদ্র জনগোষ্ঠীর একদিকে পুষ্টি বৃদ্ধিতে সহায়ক হবে।

উল্লেখ্য, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তদারকিতে বিশ্বব্যাংকের যৌথ অর্থায়নে যত্ন প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এ প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে, সুনির্দিষ্ট সেবা গ্রহণের বিপরীতে নগদ অর্থ প্রদানের মাধ্যমে শিশুদের পুষ্টি ও মনোদৈহিক বিকাশ সাধন। এ প্রকল্পের আওতায় উপজেলার ১২টি ইউনিয়নের উপকারভোগীর সংখ্যা হচ্ছে ১৪ হাজার ৯৭৬ জন। ৬ মাসের বরাদ্দ রয়েছে ১০ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের পদ-পদবি-বেতন কাঠামো নিয়ে পাল্টা অবস্থানে দুই পক্ষ

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

নাম প্রস্তাবে আটকে আছে ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’

মোহাম্মদপুরে আলোকচিত্রী ও জিগাতলায় শিক্ষার্থী খুন

ফেসবুকে লাইক-কমেন্ট, পাঁচ কর্মকর্তাকে নোটিশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত