Ajker Patrika

উন্নয়নে সুন্দর রাজশাহী

রিমন রহমান, রাজশাহী
Thumbnail image

সরু সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে। শহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্মাণ করা হচ্ছে নতুন সড়কও। দৃষ্টিনন্দন সড়কবাতি আর সড়ক বিভাজকের ভেতরে ফুলের গাছ দিয়ে সাজানো হচ্ছে। নির্মিত হচ্ছে নতুন নতুন ফুটপাত ও ওয়াকওয়ে। সাজিয়ে তুলে আলোকিত করা হয়েছে নদীর ধারও। এভাবে এক নতুন রূপ পেয়েছে রাজশাহী শহর।

এ শহরটাকে বদলে দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রায় তিন হাজার কোটি টাকার বিরাট এক প্রকল্প দিয়ে এখন উন্নয়ন কর্মকাণ্ড চলছে নগরজুড়েই। নগরীকে সাজানোর সুনিপুণ কারিগর হিসেবে কাজ করছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২০১৮ সালে দ্বিতীয়বার মেয়র হয়ে শহরকে সাজিয়ে তোলার কাজে মনোযোগ দেন তিনি। গতকাল বুধবার তাঁর মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে।

সিটি করপোরেশন জানিয়েছে, দ্বিতীয় দফায় মেয়র হয়ে খায়রুজ্জামান লিটন শহরের প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীত করেছেন। নগরীর বুধপাড়া এলাকায় লেভেল ক্রসিংয়ে নির্মিত হয়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার। চলাচল নির্বিঘ্ন করতে আরও ৫টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নগরীর আলিফ লাম মিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিলসিমলা লেভেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ আধুনিক চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। নগর ভবন থেকে রাণীবাজার, মণিচত্বর থেকে সদর হসপিটাল মোড় পর্যন্তসহ অনেক রাস্তা নাগরিকদের সুবিধার্থে প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সড়কের পাশে প্রশস্ত ড্রেন, ফুটপাত এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করা হয়েছে।

ইতিমধ্যে উপশহর থেকে নগর ভবন ও রাণীবাজার থেকে সাগরপাড়া সড়ক প্রশস্তকরণ, রেলস্টেশন থেকে ভদ্রা হয়ে তালাইমারিসহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ৩০টি ওয়ার্ডে বিভিন্ন সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

এখন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ও নতুন রাস্তা এবং নর্দমা নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর সুউচ্চ ম্যুরাল নির্মিত হয়েছে।

এ ছাড়া প্রকল্পের আওতায় গোরস্থানগুলোতে অবকাঠামো উন্নয়ন, চারটি কাঁচাবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপদ চলাচলে ফুটপাথ নির্মাণ, প্রাকৃতিক জলাশয়গুলোর উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ, গণশৌচাগার নির্মাণ, ফুটওভার ব্রিজ ইত্যাদি অবকাঠামো নির্মাণকাজ বাস্তবায়নে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের আওতায় ৯৩ কোটি ৪৮ লাখ ব্যয়ে তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণও চলমান রয়েছে। ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নগরীর বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান ২ লেন সড়কটিও ৪ লেনে উন্নীতকরণ কাজ চলছে। এ ছাড়া শহরজুড়ে আরও নানা স্থাপনার অবকাঠামো নির্মাণ চলছে।

এ বিষয়ে সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, সুদূরপ্রসারী পরিকল্পনা করে রাজশাহী শহরকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ যখন শেষ হবে, তখন শহর আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত