রিমন রহমান, রাজশাহী
সরু সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে। শহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্মাণ করা হচ্ছে নতুন সড়কও। দৃষ্টিনন্দন সড়কবাতি আর সড়ক বিভাজকের ভেতরে ফুলের গাছ দিয়ে সাজানো হচ্ছে। নির্মিত হচ্ছে নতুন নতুন ফুটপাত ও ওয়াকওয়ে। সাজিয়ে তুলে আলোকিত করা হয়েছে নদীর ধারও। এভাবে এক নতুন রূপ পেয়েছে রাজশাহী শহর।
এ শহরটাকে বদলে দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রায় তিন হাজার কোটি টাকার বিরাট এক প্রকল্প দিয়ে এখন উন্নয়ন কর্মকাণ্ড চলছে নগরজুড়েই। নগরীকে সাজানোর সুনিপুণ কারিগর হিসেবে কাজ করছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২০১৮ সালে দ্বিতীয়বার মেয়র হয়ে শহরকে সাজিয়ে তোলার কাজে মনোযোগ দেন তিনি। গতকাল বুধবার তাঁর মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে।
সিটি করপোরেশন জানিয়েছে, দ্বিতীয় দফায় মেয়র হয়ে খায়রুজ্জামান লিটন শহরের প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীত করেছেন। নগরীর বুধপাড়া এলাকায় লেভেল ক্রসিংয়ে নির্মিত হয়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার। চলাচল নির্বিঘ্ন করতে আরও ৫টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নগরীর আলিফ লাম মিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিলসিমলা লেভেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ আধুনিক চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। নগর ভবন থেকে রাণীবাজার, মণিচত্বর থেকে সদর হসপিটাল মোড় পর্যন্তসহ অনেক রাস্তা নাগরিকদের সুবিধার্থে প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সড়কের পাশে প্রশস্ত ড্রেন, ফুটপাত এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে উপশহর থেকে নগর ভবন ও রাণীবাজার থেকে সাগরপাড়া সড়ক প্রশস্তকরণ, রেলস্টেশন থেকে ভদ্রা হয়ে তালাইমারিসহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ৩০টি ওয়ার্ডে বিভিন্ন সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এখন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ও নতুন রাস্তা এবং নর্দমা নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর সুউচ্চ ম্যুরাল নির্মিত হয়েছে।
এ ছাড়া প্রকল্পের আওতায় গোরস্থানগুলোতে অবকাঠামো উন্নয়ন, চারটি কাঁচাবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপদ চলাচলে ফুটপাথ নির্মাণ, প্রাকৃতিক জলাশয়গুলোর উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ, গণশৌচাগার নির্মাণ, ফুটওভার ব্রিজ ইত্যাদি অবকাঠামো নির্মাণকাজ বাস্তবায়নে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের আওতায় ৯৩ কোটি ৪৮ লাখ ব্যয়ে তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণও চলমান রয়েছে। ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নগরীর বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান ২ লেন সড়কটিও ৪ লেনে উন্নীতকরণ কাজ চলছে। এ ছাড়া শহরজুড়ে আরও নানা স্থাপনার অবকাঠামো নির্মাণ চলছে।
এ বিষয়ে সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, সুদূরপ্রসারী পরিকল্পনা করে রাজশাহী শহরকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ যখন শেষ হবে, তখন শহর আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
সরু সড়কগুলো প্রশস্ত করা হচ্ছে। শহর সম্প্রসারণের সঙ্গে সঙ্গে নির্মাণ করা হচ্ছে নতুন সড়কও। দৃষ্টিনন্দন সড়কবাতি আর সড়ক বিভাজকের ভেতরে ফুলের গাছ দিয়ে সাজানো হচ্ছে। নির্মিত হচ্ছে নতুন নতুন ফুটপাত ও ওয়াকওয়ে। সাজিয়ে তুলে আলোকিত করা হয়েছে নদীর ধারও। এভাবে এক নতুন রূপ পেয়েছে রাজশাহী শহর।
এ শহরটাকে বদলে দিচ্ছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। প্রায় তিন হাজার কোটি টাকার বিরাট এক প্রকল্প দিয়ে এখন উন্নয়ন কর্মকাণ্ড চলছে নগরজুড়েই। নগরীকে সাজানোর সুনিপুণ কারিগর হিসেবে কাজ করছেন সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন। ২০১৮ সালে দ্বিতীয়বার মেয়র হয়ে শহরকে সাজিয়ে তোলার কাজে মনোযোগ দেন তিনি। গতকাল বুধবার তাঁর মেয়াদের চার বছর পূর্ণ হয়েছে।
সিটি করপোরেশন জানিয়েছে, দ্বিতীয় দফায় মেয়র হয়ে খায়রুজ্জামান লিটন শহরের প্রধান সড়কগুলোকে চার লেনে উন্নীত করেছেন। নগরীর বুধপাড়া এলাকায় লেভেল ক্রসিংয়ে নির্মিত হয়েছে রাজশাহীর প্রথম ফ্লাইওভার। চলাচল নির্বিঘ্ন করতে আরও ৫টি ফ্লাইওভার নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। নগরীর আলিফ লাম মিম ভাটার মোড় থেকে বিহাস পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। এ ছাড়া বিলসিমলা লেভেল ক্রসিং থেকে কাশিয়াডাঙ্গা মোড় পর্যন্ত বাইসাইকেল লেনসহ আধুনিক চার লেন সড়ক নির্মাণ করা হয়েছে। নগর ভবন থেকে রাণীবাজার, মণিচত্বর থেকে সদর হসপিটাল মোড় পর্যন্তসহ অনেক রাস্তা নাগরিকদের সুবিধার্থে প্রশস্ত করা হয়েছে। প্রতিটি সড়কের পাশে প্রশস্ত ড্রেন, ফুটপাত এবং সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে দৃষ্টিনন্দন আইল্যান্ড তৈরি করা হয়েছে।
ইতিমধ্যে উপশহর থেকে নগর ভবন ও রাণীবাজার থেকে সাগরপাড়া সড়ক প্রশস্তকরণ, রেলস্টেশন থেকে ভদ্রা হয়ে তালাইমারিসহ মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও ৩০টি ওয়ার্ডে বিভিন্ন সড়কের কার্পেটিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।
এখন রাজশাহী মহানগরীর সমন্বিত নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় শহরের ৩০টি ওয়ার্ডে ক্ষতিগ্রস্ত ও নতুন রাস্তা এবং নর্দমা নির্মাণকাজ চলমান রয়েছে। প্রকল্পের আওতায় সিঅ্যান্ডবি মোড়ে বঙ্গবন্ধুর সুউচ্চ ম্যুরাল নির্মিত হয়েছে।
এ ছাড়া প্রকল্পের আওতায় গোরস্থানগুলোতে অবকাঠামো উন্নয়ন, চারটি কাঁচাবাজার, কেন্দ্রীয় শহীদ মিনার, নিরাপদ চলাচলে ফুটপাথ নির্মাণ, প্রাকৃতিক জলাশয়গুলোর উন্নয়ন, ওয়াকওয়ে নির্মাণ, গণশৌচাগার নির্মাণ, ফুটওভার ব্রিজ ইত্যাদি অবকাঠামো নির্মাণকাজ বাস্তবায়নে দরপত্র আহ্বান প্রক্রিয়াধীন রয়েছে। প্রকল্পের আওতায় ৯৩ কোটি ৪৮ লাখ ব্যয়ে তালাইমারী মোড় থেকে কাটাখালী বাজার পর্যন্ত অযান্ত্রিক যানবাহন লেনসহ ৬ লেন সড়ক নির্মাণও চলমান রয়েছে। ৪৪ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে নগরীর বন্ধ গেট থেকে সিটি হাট পর্যন্ত বর্তমান ২ লেন সড়কটিও ৪ লেনে উন্নীতকরণ কাজ চলছে। এ ছাড়া শহরজুড়ে আরও নানা স্থাপনার অবকাঠামো নির্মাণ চলছে।
এ বিষয়ে সিটি মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন জানান, সুদূরপ্রসারী পরিকল্পনা করে রাজশাহী শহরকে নতুনভাবে সাজানো হচ্ছে। তিন হাজার কোটি টাকার প্রকল্পের কাজ যখন শেষ হবে, তখন শহর আরও দৃষ্টিনন্দন হয়ে উঠবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫