Ajker Patrika

‘নৌকার প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করতে হবে’

দোহার (ঢাকা) প্রতিনিধি
আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ১১: ৩৯
‘নৌকার প্রার্থীর পক্ষে একসঙ্গে কাজ করতে হবে’

ঢাকার দোহারে আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে নৌকার প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ। গত বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নয়াবাড়ি ইউনিয়নের বাহ্রা ঘাট এলাকায় নিজ বাড়িতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নির্মল রঞ্জন গুহ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। নৌকার প্রার্থী জয়ী হলে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে। এ সময় নৌকার প্রার্থীর পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

উঠান বৈঠকে আরও বক্তব্য দেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক এবং জনপ্রিয় গীতিকার ও সুরকার হাসান মতিউর রহমান।

উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ শাখাওয়াত হোসেন নান্নু, শফিক তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাসার চোকদার, নয়াবাড়ি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বিল্লাল হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদ খানসহ ইউনিয়নের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এতে উপজেলার কয়েক মানুষ অংশ নেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত