Ajker Patrika

সাংবাদিক শাকিলের আগাম জামিন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১২: ৩৮
সাংবাদিক শাকিলের আগাম জামিন

নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় সাংবাদিক শাকিল আহমেদকে চার সপ্তাহের আগাম জামিন দিয়েছেন আদালত। গতকাল সোমবার হাইকোর্টে হাজির হয়ে আগাম জামিন চেয়ে আবেদন করেন শাকিল। শুনানি শেষে বিচারপতি শেখ মো. জাকির হোসেন ও বিচারপতি খিজির হায়াতের বেঞ্চ জামিন মঞ্জুর করেন। বাদীপক্ষের আইনজীবী এম সারোয়ার হোসেন জানান, হাইকোর্টের এ আদেশের বিরুদ্ধে তাঁরা আপিল বিভাগে আবেদন করবেন।

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ ও ভ্রূণ হত্যার অভিযোগে ৪ নভেম্বর রাতে গুলশান থানায় শাকিলের বিরুদ্ধে মামলা করেন একজন নারী চিকিৎসক। এর আগে সংবাদ সম্মেলন করে নানা অভিযোগ তুলে ধরেন ওই নারী। তাঁর দাবি, চাকরি খুঁজতে গিয়ে শাকিলের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক গড়েন শাকিল। একপর্যায়ে ওই নারী গর্ভবতী হয়ে পড়েন। শাকিলের কথায় তিনি গর্ভপাতও ঘটান। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী শাকিল তাঁকে বিয়ে করেননি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত