মহসিন মোল্যা, শ্রীপুর (মাগুরা)
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। অনেকটা নিরুপায় হয়েই মুমূর্ষু রোগীকে ইজিবাইক বা অন্য কোনো যানবাহনে করে অন্যত্র চিকিৎসা নিতে যেতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট পুরোনো খবর। এ ছাড়া বিকল হয়ে পড়ে আছে এক্স–রে মেশিন। বন্ধ অপারেশন থিয়েটার। সব মিলিয়ে উপজেলাবাসীকে চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, ২০১৮ সালের ৬ জুন হাসপাতালটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শুরু থেকেই ৫০ শয্যার হাসপাতালটি জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ। জনবল সংকট নিয়েই চলছে এটি। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স চালক অবসরে যাওয়ার পর থেকে তাঁর পদটি শূন্য। এর মধ্যেও গত ৩১ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন অত্যাধুনিক মানের একটি অ্যাম্বুলেন্স দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চালক না থাকায় বিকল হয়ে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। এ অবস্থায় প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনেরা পড়ছেন বিপাকে।
সূত্রে আরও জানা যায়, ৩১ শয্যার হাসপাতালটি ২০১১ সালের ২০ জানুয়ারি ৫০ শয্যায় উন্নীত করা হয়। শ্রীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২১ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরেই জরুরি সেবা পাওয়ার একমাত্র বাহনের নেই চালক। চালক হারুন-অর-রশিদ ২০১৮ সালের ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর থেকেই এই পদটি শূন্য রয়েছে।
উপজেলার সাবিনগর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমার এক মুমূর্ষু রোগীকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ায় প্রয়োজন ছিল। অ্যাম্বুলেন্সের চালক না থাকায় অনেক কষ্টে ইজিবাইকে করে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিই। এ ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রইসউজ্জামান বলেন, অ্যাম্বুলেন্স সেবা দিতে খুব জরুরি একজন চালক প্রয়োজন। কিন্তু নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও আজ অবধি কোনো কাজ হয়নি।
এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, এ সমস্যা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের না। সারা দেশের প্রায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে চরম সংকট তৈরি হয়েছে। এর মধ্যে চালক অন্যতম। জেলার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক নেই। চালক নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের কোনো হাত নেই। নতুন অ্যাম্বুলেন্স পাওয়ার পর পরই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মাগুরা-১ আসনের সাংসদও এ বিষয়ে চেষ্টা করছেন। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে আমরা কোনো সমাধান দিতে পারব না।
মাগুরার শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, কিন্তু চালক নেই। অনেকটা নিরুপায় হয়েই মুমূর্ষু রোগীকে ইজিবাইক বা অন্য কোনো যানবাহনে করে অন্যত্র চিকিৎসা নিতে যেতে হয়। স্বাস্থ্য কমপ্লেক্সটির জনবল সংকট পুরোনো খবর। এ ছাড়া বিকল হয়ে পড়ে আছে এক্স–রে মেশিন। বন্ধ অপারেশন থিয়েটার। সব মিলিয়ে উপজেলাবাসীকে চিকিৎসাসেবা পেতে চরম দুর্ভোগ পোহাতে হয়।
জানা যায়, ২০১৮ সালের ৬ জুন হাসপাতালটির প্রশাসনিক অনুমোদন দেওয়া হয়। শুরু থেকেই ৫০ শয্যার হাসপাতালটি জনগণের কাঙ্ক্ষিত সেবা দিতে ব্যর্থ। জনবল সংকট নিয়েই চলছে এটি। ২০১৮ সালের ১ সেপ্টেম্বর অ্যাম্বুলেন্স চালক অবসরে যাওয়ার পর থেকে তাঁর পদটি শূন্য। এর মধ্যেও গত ৩১ জুলাই স্বাস্থ্য কমপ্লেক্সকে নতুন অত্যাধুনিক মানের একটি অ্যাম্বুলেন্স দেয় স্বাস্থ্যসেবা বিভাগ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, চালক না থাকায় বিকল হয়ে পড়ে আছে দুটি অ্যাম্বুলেন্স। এ অবস্থায় প্রতিনিয়ত রোগী ও তাদের স্বজনেরা পড়ছেন বিপাকে।
সূত্রে আরও জানা যায়, ৩১ শয্যার হাসপাতালটি ২০১১ সালের ২০ জানুয়ারি ৫০ শয্যায় উন্নীত করা হয়। শ্রীপুরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৭ সালের ২১ মার্চ স্বাস্থ্য কমপ্লেক্সটির উদ্বোধন করেন। দীর্ঘদিন ধরেই জরুরি সেবা পাওয়ার একমাত্র বাহনের নেই চালক। চালক হারুন-অর-রশিদ ২০১৮ সালের ১ সেপ্টেম্বর অবসরে যাওয়ার পর থেকেই এই পদটি শূন্য রয়েছে।
উপজেলার সাবিনগর গ্রামের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আমার এক মুমূর্ষু রোগীকে দ্রুত মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নেওয়ায় প্রয়োজন ছিল। অ্যাম্বুলেন্সের চালক না থাকায় অনেক কষ্টে ইজিবাইকে করে তাঁকে মাগুরা সদর হাসপাতালে নিই। এ ভোগান্তি থেকে আমরা মুক্তি চাই।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. রইসউজ্জামান বলেন, অ্যাম্বুলেন্স সেবা দিতে খুব জরুরি একজন চালক প্রয়োজন। কিন্তু নিয়োগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার অবহিত করার পরেও আজ অবধি কোনো কাজ হয়নি।
এ বিষয়ে মাগুরা সিভিল সার্জন ডা. শহিদুল্লাহ দেওয়ান বলেন, এ সমস্যা শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের না। সারা দেশের প্রায় সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগে চরম সংকট তৈরি হয়েছে। এর মধ্যে চালক অন্যতম। জেলার শালিখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া কোনো উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চালক নেই। চালক নিয়োগ স্বাস্থ্য অধিদপ্তর ও স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করে। এখানে আমাদের কোনো হাত নেই। নতুন অ্যাম্বুলেন্স পাওয়ার পর পরই মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। মাগুরা-১ আসনের সাংসদও এ বিষয়ে চেষ্টা করছেন। মন্ত্রণালয় এ বিষয়ে সিদ্ধান্ত না দিলে আমরা কোনো সমাধান দিতে পারব না।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫