কয়রা (খুলনা) প্রতিনিধি
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে সুন্দরবনে অবাধে হরিণ শিকারের অভিযোগ উঠেছে। জানা গেছে, শতাধিক সংঘবদ্ধ শিকারি ফাঁদ পেতে হরিণ শিকার করে গোপনে মাংস সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। এমনকি শিকারিদের থেকে হরিণের মাংস কিনে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানের প্রভাবশালী ব্যক্তিদের কাছে। সচেতনতা বৃদ্ধি শিকার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করে বন বিভাগ চলতি বছরের জানুয়ারি থেকে উপকূলীয় এলাকায় নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রার জোড়শিং, আংটিহারা, তেঁতুলতলার চর, শ্যামনগর, মোংলা, শরণখোলাসহ সুন্দরবনের আশপাশ এলাকায় হরহামেশায় হরিণের মাংস কিনতে পাওয়া যায়। বন বিভাগের টহল দলের অভিযানে মাংস-ফাঁদ উদ্ধার হলেও অবৈধ শিকারিদের আটকের হার কম। তা ছাড়া আটককৃতদের অধিকাংশই সাঁজা শেষে আবারও হরিণ শিকার চালাচ্ছেন।
স্থানীয় জনপ্রতিনিধিসহ ও জেলেদের অভিযোগ, শুধু জেলে, বনজীবী ও স্থানীয় বাসিন্দারাই নয়, হরিণ শিকার ও পাচারের সঙ্গে বন কর্মকর্তা ও বনরক্ষীরাও জড়িত। তবে বন বিভাগের দাবি, নিয়মিত অভিযানের কারণে পেশাদার হরিণ শিকারি আগের থেকে অনেক কমেছে। তবে অতিথি আপ্যায়নের জন্য আকস্মিক হরিণ শিকারির সংখ্যা বেড়েছে। হরিণ শিকারের সঙ্গে স্বয়ং প্রশাসনিক কর্মকর্তারাও জড়িত বলে অনেক সময়ই আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবনে ঘুরতে আসা প্রভাবশালী ব্যক্তিদের কাছে হরিণের মাংস খাওয়া আভিজাত্যের বিষয়। প্রভাবশালী এসব ব্যক্তিদের খুশি করতে অনেকেই আইনকে তোয়াক্কা না করে হরিণ শিকার করেন। তা ছাড়া আবদার অনুযায়ী কিংবা খুশি করার জন্য হরিণের মাংস দেশের বিভিন্ন এলাকার প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জেলে সেজে মাছ শিকার করতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগ থেকে অনুমতি নিয়ে বনে প্রবেশ করে হরিণ হত্যা ও পাচারের অপরাধে বিভিন্ন সময় অনেককেই আটক করা হয়েছে। এমনকি অবৈধভাবে বনে ঢুকে হরিণ হত্যা ও পাচারের অপরাধেও অনেককে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন পশ্চিম বিভাগের আওতাধীন কয়রার মহেশ্বরীপুর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কয়েকজন ব্যক্তি জানান, ওই এলাকায় বেশ কয়েকজন শিকারি সুযোগ বুঝে হরিণ শিকার করেন। মাংস পেতে শিকারি কিংবা শিকারির সহযোগীদের আগে থেকে বলে রাখতে হয়। তাঁদের সুবিধামতো যে কোনো সময় বাড়িতে মাংস পৌঁছে দিয়ে আসে শিকারিরা।
এ ব্যাপারে খুলনার কয়রা উপজেলার হায়াতখালী ফরেস্ট ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ মোসাররফ হোসেন অস্বীকার করে বলেন, হরিণ শিকারি নেই বললেই চলে।
সুন্দরবনের আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হরিণের মাংস এখন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও খোদ প্রশাসনের লোকজনও এই মাংসের ক্রেতা। সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে বসবাস করা ধনী পরিবার ও রাজনৈতিক নেতাদের বাড়ির ফ্রিজেও এ মাংস রাখা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, ‘হরিণ শিকারিদের তৎপরতা বন্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। আগের মতো পেশাদার হরিণ শিকারি এখন আর তেমন দেখা যায় না। তবে হরিণের মাংস দিয়ে অতিথি আপ্যায়নের জন্য প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনেককে আকস্মিক হরিণ শিকার করতে দেখা যায়। আমরা অভিযান চালিয়ে অনেককেই আটক করে সাঁজা দিয়েছি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অসংখ্য হরিণ শিকারিকে আটক করেছি। উপকূলীয় জনগণদের মধ্যে সচেতনতা সৃষ্টি ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব না। চলতি বছরের জানুয়ারি থেকে শ্যামনগরের কৈখালী-দাকোপের কৈলাশগঞ্জ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে ও শিকারিদের নিয়ে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে হরিণ শিকারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছি।’
বন্যপ্রাণী সংরক্ষণ আইনের তোয়াক্কা না করে সুন্দরবনে অবাধে হরিণ শিকারের অভিযোগ উঠেছে। জানা গেছে, শতাধিক সংঘবদ্ধ শিকারি ফাঁদ পেতে হরিণ শিকার করে গোপনে মাংস সুন্দরবন সংলগ্ন বিভিন্ন এলাকায় বিক্রি করছেন। এমনকি শিকারিদের থেকে হরিণের মাংস কিনে পাঠানো হচ্ছে দেশের বিভিন্ন স্থানের প্রভাবশালী ব্যক্তিদের কাছে। সচেতনতা বৃদ্ধি শিকার বন্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে মনে করে বন বিভাগ চলতি বছরের জানুয়ারি থেকে উপকূলীয় এলাকায় নিয়মিত উঠান বৈঠক করে যাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়রার জোড়শিং, আংটিহারা, তেঁতুলতলার চর, শ্যামনগর, মোংলা, শরণখোলাসহ সুন্দরবনের আশপাশ এলাকায় হরহামেশায় হরিণের মাংস কিনতে পাওয়া যায়। বন বিভাগের টহল দলের অভিযানে মাংস-ফাঁদ উদ্ধার হলেও অবৈধ শিকারিদের আটকের হার কম। তা ছাড়া আটককৃতদের অধিকাংশই সাঁজা শেষে আবারও হরিণ শিকার চালাচ্ছেন।
স্থানীয় জনপ্রতিনিধিসহ ও জেলেদের অভিযোগ, শুধু জেলে, বনজীবী ও স্থানীয় বাসিন্দারাই নয়, হরিণ শিকার ও পাচারের সঙ্গে বন কর্মকর্তা ও বনরক্ষীরাও জড়িত। তবে বন বিভাগের দাবি, নিয়মিত অভিযানের কারণে পেশাদার হরিণ শিকারি আগের থেকে অনেক কমেছে। তবে অতিথি আপ্যায়নের জন্য আকস্মিক হরিণ শিকারির সংখ্যা বেড়েছে। হরিণ শিকারের সঙ্গে স্বয়ং প্রশাসনিক কর্মকর্তারাও জড়িত বলে অনেক সময়ই আইনগত ব্যবস্থা নেওয়া যায় না।
বন বিভাগ সূত্রে জানা গেছে, দেশের বিভিন্নস্থান থেকে সুন্দরবনে ঘুরতে আসা প্রভাবশালী ব্যক্তিদের কাছে হরিণের মাংস খাওয়া আভিজাত্যের বিষয়। প্রভাবশালী এসব ব্যক্তিদের খুশি করতে অনেকেই আইনকে তোয়াক্কা না করে হরিণ শিকার করেন। তা ছাড়া আবদার অনুযায়ী কিংবা খুশি করার জন্য হরিণের মাংস দেশের বিভিন্ন এলাকার প্রভাবশালী, রাজনৈতিক ব্যক্তি ছাড়াও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে পাঠানো হয়।
তথ্যানুসন্ধানে জানা গেছে, জেলে সেজে মাছ শিকার করতে সুন্দরবনের পূর্ব ও পশ্চিম বিভাগ থেকে অনুমতি নিয়ে বনে প্রবেশ করে হরিণ হত্যা ও পাচারের অপরাধে বিভিন্ন সময় অনেককেই আটক করা হয়েছে। এমনকি অবৈধভাবে বনে ঢুকে হরিণ হত্যা ও পাচারের অপরাধেও অনেককে আটক করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক সুন্দরবন পশ্চিম বিভাগের আওতাধীন কয়রার মহেশ্বরীপুর ও দক্ষিণ বেদকাশি ইউনিয়নের কয়েকজন ব্যক্তি জানান, ওই এলাকায় বেশ কয়েকজন শিকারি সুযোগ বুঝে হরিণ শিকার করেন। মাংস পেতে শিকারি কিংবা শিকারির সহযোগীদের আগে থেকে বলে রাখতে হয়। তাঁদের সুবিধামতো যে কোনো সময় বাড়িতে মাংস পৌঁছে দিয়ে আসে শিকারিরা।
এ ব্যাপারে খুলনার কয়রা উপজেলার হায়াতখালী ফরেস্ট ক্যাম্পের অফিসার ইনচার্জ মোঃ মোসাররফ হোসেন অস্বীকার করে বলেন, হরিণ শিকারি নেই বললেই চলে।
সুন্দরবনের আশপাশের এলাকার স্থানীয় বাসিন্দারা বলেন, ‘হরিণের মাংস এখন বাড়িতে পৌঁছে দেওয়া হয়। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি ও খোদ প্রশাসনের লোকজনও এই মাংসের ক্রেতা। সুন্দরবন সংলগ্ন এলাকাগুলোতে বসবাস করা ধনী পরিবার ও রাজনৈতিক নেতাদের বাড়ির ফ্রিজেও এ মাংস রাখা হয়।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এম এ হাসান বলেন, ‘হরিণ শিকারিদের তৎপরতা বন্ধে বন বিভাগ কঠোর অবস্থানে রয়েছে। আগের মতো পেশাদার হরিণ শিকারি এখন আর তেমন দেখা যায় না। তবে হরিণের মাংস দিয়ে অতিথি আপ্যায়নের জন্য প্রভাবশালীদের ছত্রচ্ছায়ায় অনেককে আকস্মিক হরিণ শিকার করতে দেখা যায়। আমরা অভিযান চালিয়ে অনেককেই আটক করে সাঁজা দিয়েছি।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. আবু নাসের মোহসিন হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা অসংখ্য হরিণ শিকারিকে আটক করেছি। উপকূলীয় জনগণদের মধ্যে সচেতনতা সৃষ্টি ছাড়া সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা করা সম্ভব না। চলতি বছরের জানুয়ারি থেকে শ্যামনগরের কৈখালী-দাকোপের কৈলাশগঞ্জ পর্যন্ত স্থানীয় জনপ্রতিনিধিসহ জেলে ও শিকারিদের নিয়ে নিয়মিত উঠান বৈঠকের মাধ্যমে হরিণ শিকারের ক্ষতিকর দিকগুলো তুলে ধরছি।’
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫