শরীফ নাসরুল্লাহ, ঢাকা
বাংলাবাজারে গতকাল বুধবার একটি প্রকাশনা সংস্থার দপ্তরে ঢুকে একজন লেখক জানালেন, তাঁর একটি পাণ্ডুলিপি আছে। বইটি প্রকাশ করা যাবে কি না জানতে চান তিনি। প্রকাশক বিনয়ের সঙ্গে জানালেন, এখন আর পাণ্ডুলিপি নেওয়ার সময় নেই। লেখক চলে গেলেন অন্য প্রকাশনীর দিকে। অমর একুশে বইমেলা সামনে রেখে বাংলাবাজারে প্রকাশনা সংস্থাগুলো এখন শেষ দিকের কাজে ব্যস্ত। কোনো কোনো প্রকাশনীতে নতুন বই ছাপা হয়ে আসছে। কোথাও চলছে সম্পাদনার কাজ।
জনতা প্রকাশনীর কর্মী হৃদয় জানালেন, শিশুতোষ, রাজনৈতিক প্রবন্ধ, উপন্যাস, কবিতা মিলিয়ে ৩০ থেকে ৪০টি নতুন বই আসছে। পাশেই মুক্তপ্রকাশ প্রকাশনী। এর স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম বলেন, ‘এবারের বইমেলা নানা দিক থেকে প্রভাবিত হতে পারে। যেমন এবার কাগজের দাম গত দুই বছরের তুলনায় বেশি। সুতরাং ইচ্ছা করলেই আমরা বইয়ের দাম কমাতে পারি না। সব মিলিয়ে এবার একটু চাপ হবে বিক্রিতে।’
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশক সমিতির সহসভাপতি শ্যামল পালের মতে, নির্বাচনের পর রাজনৈতিক অবস্থা কী হয়, তা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় কেটে গেলেও প্রস্তুতিতে একটু দেরি হয়ে গেছে। তবে অর্থনৈতিক কারণে পাঠকের বই কেনার ইচ্ছা কতটুকু থাকবে, তা নিয়ে সন্দিহান এই প্রকাশক। তিনি বলেন, অর্থনৈতিক মন্দার একটা প্রভাব এবারের বইমেলায় থাকবে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মো. ফরিদ আহমেদ ডিসেম্বর থেকেই বইয়ের দাম নিয়ে নানা পোস্ট দিয়ে আসছেন ফেসবুকে। তাঁর মতে, কমিশন দেওয়া নয়, বইয়ের দাম ৩০ শতাংশ কমিয়ে ভালো বই প্রকাশ করলে পাঠক আগ্রহী হবে।
প্রযুক্তির উন্নয়নে মানুষের পড়ার ধরনেও পরিবর্তন আসছে। বিশ্বজুড়েই ইবুক, ইপাব-এ বই পড়ছে মানুষ। বাপুসের সহসভাপতি শ্যামল পাল মনে করেন, বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। কাগজের বইয়ের গন্ধ আজীবন থেকে যাবে। অনলাইনে পড়ে মানুষ। তবে এর প্রভাব কম। তবে ফরিদ আহমেদ মনে করেন, ইবুকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে।
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ মনে করেন, পুরো সৃজনশীল প্রকাশনা শিল্প নিয়ে আসলে কেউ ভাবছে না।
কয়েকজন প্রকাশক জানান, বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে পাঠক বই কেনায় কতটুকু আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় আছে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারও ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী মেলা হবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বসবে মেলা। ২৩ জানুয়ারি লটারির মাধ্যমে স্টল বরাদ্দ হবে। তারপরই প্রকাশকেরা নানা নকশার স্টল বানাতে ব্যস্ত হয়ে পড়বেন।
বাংলাবাজারে গতকাল বুধবার একটি প্রকাশনা সংস্থার দপ্তরে ঢুকে একজন লেখক জানালেন, তাঁর একটি পাণ্ডুলিপি আছে। বইটি প্রকাশ করা যাবে কি না জানতে চান তিনি। প্রকাশক বিনয়ের সঙ্গে জানালেন, এখন আর পাণ্ডুলিপি নেওয়ার সময় নেই। লেখক চলে গেলেন অন্য প্রকাশনীর দিকে। অমর একুশে বইমেলা সামনে রেখে বাংলাবাজারে প্রকাশনা সংস্থাগুলো এখন শেষ দিকের কাজে ব্যস্ত। কোনো কোনো প্রকাশনীতে নতুন বই ছাপা হয়ে আসছে। কোথাও চলছে সম্পাদনার কাজ।
জনতা প্রকাশনীর কর্মী হৃদয় জানালেন, শিশুতোষ, রাজনৈতিক প্রবন্ধ, উপন্যাস, কবিতা মিলিয়ে ৩০ থেকে ৪০টি নতুন বই আসছে। পাশেই মুক্তপ্রকাশ প্রকাশনী। এর স্বত্বাধিকারী সাদিকুল ইসলাম বলেন, ‘এবারের বইমেলা নানা দিক থেকে প্রভাবিত হতে পারে। যেমন এবার কাগজের দাম গত দুই বছরের তুলনায় বেশি। সুতরাং ইচ্ছা করলেই আমরা বইয়ের দাম কমাতে পারি না। সব মিলিয়ে এবার একটু চাপ হবে বিক্রিতে।’
বাংলাদেশ পুস্তক বিক্রয় ও প্রকাশক সমিতির সহসভাপতি শ্যামল পালের মতে, নির্বাচনের পর রাজনৈতিক অবস্থা কী হয়, তা নিয়ে একটা সংশয় ছিল। সেই সংশয় কেটে গেলেও প্রস্তুতিতে একটু দেরি হয়ে গেছে। তবে অর্থনৈতিক কারণে পাঠকের বই কেনার ইচ্ছা কতটুকু থাকবে, তা নিয়ে সন্দিহান এই প্রকাশক। তিনি বলেন, অর্থনৈতিক মন্দার একটা প্রভাব এবারের বইমেলায় থাকবে।
বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি মো. ফরিদ আহমেদ ডিসেম্বর থেকেই বইয়ের দাম নিয়ে নানা পোস্ট দিয়ে আসছেন ফেসবুকে। তাঁর মতে, কমিশন দেওয়া নয়, বইয়ের দাম ৩০ শতাংশ কমিয়ে ভালো বই প্রকাশ করলে পাঠক আগ্রহী হবে।
প্রযুক্তির উন্নয়নে মানুষের পড়ার ধরনেও পরিবর্তন আসছে। বিশ্বজুড়েই ইবুক, ইপাব-এ বই পড়ছে মানুষ। বাপুসের সহসভাপতি শ্যামল পাল মনে করেন, বাংলাদেশে এখনো সেই পরিস্থিতি তৈরি হয়নি। কাগজের বইয়ের গন্ধ আজীবন থেকে যাবে। অনলাইনে পড়ে মানুষ। তবে এর প্রভাব কম। তবে ফরিদ আহমেদ মনে করেন, ইবুকের জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ভবিষ্যতে এটা নিয়ে ভাবা যেতে পারে।
অনুপম প্রকাশনীর স্বত্বাধিকারী মিলন কান্তি নাথ মনে করেন, পুরো সৃজনশীল প্রকাশনা শিল্প নিয়ে আসলে কেউ ভাবছে না।
কয়েকজন প্রকাশক জানান, বাজারের এই ঊর্ধ্বগতির সময়ে পাঠক বই কেনায় কতটুকু আগ্রহী হবেন, তা নিয়ে সংশয় আছে।
বাংলা একাডেমি সূত্রে জানা গেছে, এবারও ১ ফেব্রুয়ারি থেকে মাসব্যাপী মেলা হবে। বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে বসবে মেলা। ২৩ জানুয়ারি লটারির মাধ্যমে স্টল বরাদ্দ হবে। তারপরই প্রকাশকেরা নানা নকশার স্টল বানাতে ব্যস্ত হয়ে পড়বেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪