Ajker Patrika

পাউবোর পরিত্যক্ত ভবন মাদক সেবনের আখড়া

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
Thumbnail image

কিশোরগঞ্জের বাজিতপুরে এক যুগেরও বেশি সময় ধরে পরিত্যক্ত উপজেলা পানি উন্নয়ন বোর্ডের অফিস ভবন। ১.৩২ একর জায়গার ওপর নির্মাণ করা ভবনটি কর্তৃপক্ষের অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে।

ফলে ঝুঁকিতে পড়েছে দুর্যোগ অবহিতকরণ, বন্যা ও সেচ প্রকল্পের কার্যক্রম। একই সঙ্গে নষ্ট হচ্ছে কোটি টাকার সম্পদ। তবে অতি দ্রুত একটি ভবনের সংস্কারকাজ শুরু হবে বলে জানান পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কোনো কর্মকর্তা-কর্মচারী না থাকায় অফিসটি মাদক সেবনের অভয়ারণ্যে পরিণত হয়েছে। দ্রুত ভবনগুলো সংস্কারের দাবি জানান তাঁরা।

সরেজমিনে দেখা গেছে, ভুতুড়ে বাড়ির মতো হয়ে আছে দরজা- জানালাবিহীন দুটি পুরোনো ভবন। অযত্ন-অবহেলায় পড়ে রয়েছে স্পিডবোট। পাশে পুকুরটি কচুরিপানা আর ময়লা-আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে। জীর্ণ ভবনকে ঘিরে রেখেছে আগাছা ও লতাপাতা। অনেকে জানেন না এটি কিসের অফিস। এখানকার কর্মকর্তা জেলা শহরে অফিস করেন।

স্থানীয় বাসিন্দা বাজিতপুর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আ ক ম গোলাম মোস্তফা আজকের পত্রিকাকে জানান, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের অবহেলায় এক যুগেরও বেশি সময় ধরে অফিসটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। বাজিতপুরে অফিস বন্ধ থাকায় কৃষকেরা পানি উন্নয়ন বোর্ডের সব সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

উপসহকারী প্রকৌশলী রকিবুল আলম রাজিব বলেন, ‘আমি ছয় বছর ধরে বাজিতপুর উপজেলার দায়িত্বে আছি। কত বছর ধরে এই অফিস পরিত্যক্ত অবস্থায় রয়েছে তার সঠিক সময়-কাল আমি জানি না। সম্প্রতি বাজিতপুর পানি উন্নয়ন বোর্ডের সেকশন অফিস রক্ষণাবেক্ষণ করার জন্য বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি। একটি ভবনের সংস্কারকাজ দ্রুত শুরু হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত