Ajker Patrika

কী ধরনের গল্পে কাজ করছি সেটা আমার কাছে বড় বিষয়

শিহাব আহমেদ
আপডেট : ২৮ মে ২০২৩, ১২: ১২
কী ধরনের গল্পে কাজ করছি সেটা আমার কাছে বড় বিষয়

তাসনিয়া ফারিণ ছোট পর্দার পাশাপাশি সমানতালে কাজ করছেন ওয়েব কনটেন্টে। টালিউডের ‘আরো এক পৃথিবী’ দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে তাঁর। সম্প্রতি প্রকাশ পাওয়া ‘ডার্টি পলিটিক্স’ নাটকে ফারিণের অভিনয় প্রশংসিত হয়েছে। সাম্প্রতিক বিষয় নিয়ে ফারিণের সঙ্গে কথা বলেছেন শিহাব আহমেদ

‘ডার্টি পলিটিক্স’ নাটকে কেমন সাড়া পেলেন? 
প্রকাশের পর থেকে ভালোই সাড়া পাচ্ছি। অনেকে নাটকটি নিয়ে নিজেদের ভালো লাগা প্রকাশ করছেন। এ ছাড়া অনেকে ফোন করে প্রশংসা করেছেন। বিশেষ করে এই নাটকে আমার ক্যারেক্টার লুক অনেকেই পছন্দ করেছেন। নিজের কাজ নিয়ে যখন দর্শকের কাছ থেকে ইতিবাচক সাড়া পাই, তখন অন্য রকম ভালো লাগা কাজ করে।

এই নাটকে আপনাকে রাজনীতিবিদের চরিত্রে দেখা গেছে। চরিত্রটির জন্য নিজেকে কীভাবে প্রস্তুত করেছিলেন? 
সময়স্বল্পতার কারণে নাটকের জন্য প্রস্তুতির সুযোগ সেভাবে থাকে না। তবে এ ধরনের চরিত্রে যেহেতু আগে কাজ করা হয়নি, তাই শুটিংয়ে যাওয়ার আগে পরিচালকের সঙ্গে কথা বলে নিয়েছি। কীভাবে তিনি চরিত্রটি পর্দায় দেখতে চান, সেটা ভালোভাবে বুঝে নিয়ে অভিনয় করার চেষ্টা করেছি। শুটিং শুরুর পর আমি নিজেও চরিত্রটি উপভোগ করেছি। যদিও শুটিংয়ের সময় অনেক গরম ছিল। কষ্ট হলেও কাজটি করে তৃপ্তি পেয়েছি। 

তাসনিয়া ফারিণ রোজার ঈদে আপনাকে অল্পসংখ্যক নাটকে দেখা গেছে। কোরবানির ঈদের নাটক করছেন? 
গত রোজার ঈদে খুব বেশি কাজ করতে পারিনি। মাত্র দুটি নাটকে অভিনয় করেছিলাম। তবে এবার বেশ কিছু নাটকে কাজ করা হচ্ছে। কয়েকটি নাটকের শুটিং শেষ করেছি। 

কম কাজ করার কোনো কারণ ছিল কি না? 
দেশের বাইরে ছিলাম, বেড়াতে গিয়েছিলাম। এ ছাড়া আমার প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’ রিলিজ হয়েছিল। প্রমোশনে দেশের বাইরে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়েই নাটকে বেশি সময় দিতে পারিনি।

আগামী ঈদে কয়টি নাটকে দেখা যাবে আপনাকে? 
ঈদের এখনো কিছুটা সময় বাকি আছে। তাই নির্দিষ্ট করে সংখ্যাটা বলতে পারছি না। তবে ১০টির মতো নাটকে দেখা যেতে পারে। এখনই নাম বলতে পারব না। প্রচার হওয়ার আগে কাজ নিয়ে কথা বলতে স্বচ্ছন্দ বোধ করি না। অফিশিয়ালিও নিষেধ আছে।

তাসনিয়া ফারিণ ঈদের মতো বিশেষ দিবসে অনেক নাটক প্রচার হয়। স্বল্প সময়ের মধ্যে অনেক নাটকের শুটিং করতে হয় আপনাদের। অভিনয়শিল্পী হিসেবে কোনো সমস্যা হয় কি না? 
এটা সত্যি দুই ঈদের সময় প্রচুর নাটক নির্মিত হয়। তবে অনেক কাজ কিংবা স্বল্প কাজ নির্ভর করে নিজের ওপর। আসলে কাজের সংখ্যা নির্ভর করে একজন অভিনয়শিল্পী কীভাবে তাঁর লক্ষ্য ঠিক করেছেন, তার ওপর। আমাকে তো কেউ জোর করছে না। এবার ঈদে ১০টি কাজ করছি, আগে তো আরও বেশি করতাম। সংখ্যাটা মুখ্য নয়। কী ধরনের গল্পে কাজ করছি, সেটাই আমার কাছে বড় বিষয়।

৯ জুন আপনার অভিনীত প্রথম সিনেমা ‘আরো এক পৃথিবী’ কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে…
আরো এক পৃথিবী নিয়ে আমার আবেগটা অন্য রকম। আমেরিকায় মুক্তির খবরটি শুনে অনেক ভালো লাগছে। সেখানেও অনেক বাঙালি থাকেন। তাঁরা সিনেমাটি দেখতে পারবেন।

নতুন কোনো সিনেমা নিয়ে কি আলোচনা হয়েছে? 
না, নতুন কোনো সিনেমার আপডেট এখন পর্যন্ত নেই। তবে প্রস্তাব আসছে। ভালো করে দেখে-শুনেই নতুন সিনেমা হাতে নিতে চাই।

তাসনিয়া ফারিণ ওটিটিতে নতুন কোনো কাজ আছে? 
ঈদে দীপ্ত প্লেতে ওয়েব ফিল্ম ‘নিকষ’ মুক্তি পাবে। রুবেল হাসানের পরিচালনায়।

‘নিকষ’-এর গল্প কেমন?
খুব ইউনিক গল্প। পরস্পর বিপরীতধর্মী দুই বোন এবং এক ভাইয়ের টানাপোড়েন নিয়ে গল্প। দুই বোনের একজন সংসার আর সম্পর্ক আগলে রাখতে চায়। অন্যজন ছুটে যেতে চায় ঝলমলে চোরাবালির দিকে। দর্শক সিনেমাটি দেখতে গিয়ে অনেক রকম আবেগের মুখোমুখি হবেন। এতে আমার চরিত্রের নাম সুলতানা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত