আপনি নাকি ভীষণ স্ক্রিপ্টপ্রেমী?
যতক্ষণ সেটে থাকি, হাতে স্ক্রিপ্ট থাকে। এটা আমার থিয়েটার প্র্যাকটিস। আমার মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকেই এই প্র্যাকটিস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল হতো। সেই প্রক্রিয়াটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। থিয়েটারে যাঁরা কাজ করেছেন, তাঁরা জানবেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া, নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না। আমি পুরোপুরিই পরিচালক-নির্ভর অভিনেতা। পরিচালক যে চরিত্রটা আমাকে দেন, সেটা আমি যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করি।
পরিচালকের ওপর নির্ভর করা সব সময় সম্ভব হয়?
যখন কোনো পরিচালকের প্রস্তাবে রাজি হই, তখন তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই রাজি হই। অনেক সময় সেটা ভালো রেজাল্ট নিয়ে আসে, কখনো আসে না। স্ক্রিপ্ট যখন পড়ি, তখন একটা রূপ তো নিজের কল্পনাতেই ভেসে ওঠে। আবার ডিরেক্টর তাঁর মতো করে বুঝিয়ে দেন। সব মিলিয়েই হয়ে যায়। আমার অভিনয়ের মূল অস্ত্র বা অবলম্বন স্ক্রিপ্ট।
গত সপ্তাহে বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে ‘মাকাল’ সিরিজ। আপনি মূল ভূমিকায়। চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন?
ভয়ংকর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। গল্পে তরফদার নামে এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি ধরার পর রাতভর নানা রহস্য আর দ্বিধার মাঝে কাটে সবার। সকালে যখন সেই আসামিকে নিয়ে স্থানীয় থানার দিকে যেতে থাকে পুলিশ, ভীষণ এক ধোঁয়াশার মুখোমুখি হয় তারা। তারা তাদের আসামি ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! শামীম পাটোয়ারী বা সরদার রোকন কিংবা কুখ্যাত তরফদার! নানা রূপে পাওয়া গেছে আমাকে।
সিরিজটি নিয়ে রেসপন্স কেমন?
আমি প্রতারকের চরিত্রে অভিনয় করেছি। চিরায়ত গল্পের বাইরে ভিন্ন এক ন্যারেটিভে গল্প বলেছেন পরিচালক অনিমেষ আইচ। চরিত্রগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শক কানেক্ট করতে পেরেছে বলে মনে করি। আমি ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই ফোন করে কিংবা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দায় ভিলেন চরিত্রটি নিয়ে বলবেন?
শুক্রবার মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। আমার চরিত্রের নাম মুসা চৌধুরী। একজন ভয়ংকর লোক, এক শর বেশি মানুষ খুন করেছে সে; এমন কোনো অপরাধ নেই, যা এই ভয়ংকর লোকটি করেনি। এ চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রস্তাব পাওয়ার পর মনে হলো নতুন কিছু হবে। রাজি হয়ে গেলাম। পরিচালক আমাকে যে রূপে দেখতে চেয়েছেন, আমি সাধ্যমতো সেই রূপটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কথা না বলে পারছি না, ছোটবেলা থেকেই এমন ভয়ংকর চরিত্র করার ইচ্ছে ছিল আমার।
সেটা কেন?
স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশ কিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তখন থেকে মনে স্বপ্ন ছিল এ ধরনের চরিত্রে অভিনয় করার। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা ও রঞ্জনদা (প্রযোজক)।
নতুন কাজের খবর কী?
আগামী মাসেই মুক্তি পাবে ‘দামাল’, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’। বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ সিনেমার শুটিং শেষ করেছি গত সপ্তাহে। নতুন দুইটা ওয়েব সিরিজের কথা চলছে। এখনো কনফার্ম হয়নি।
সময়টা কেমন যাচ্ছে?
খুবই উপভোগ করছি। একজন অভিনেতা যখন ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারবেন, সেই সময়ের মতো ভালো সময় আর হয় না। আমার ক্যারিয়ারে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন চরিত্র মিসিং ছিল। একই ধরনের চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠছিলাম। এখন অনেক ম্যাচিউরড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে।
আপনি নাকি ভীষণ স্ক্রিপ্টপ্রেমী?
যতক্ষণ সেটে থাকি, হাতে স্ক্রিপ্ট থাকে। এটা আমার থিয়েটার প্র্যাকটিস। আমার মঞ্চদল নাগরিক নাট্য সম্প্রদায় থেকেই এই প্র্যাকটিস শুরু হয়েছে। দীর্ঘদিন একটা স্ক্রিপ্ট নিয়ে রিহার্সাল হতো। সেই প্রক্রিয়াটা এখনো আমার মধ্যে রয়ে গেছে। থিয়েটারে যাঁরা কাজ করেছেন, তাঁরা জানবেন এটা কত গুরুত্বপূর্ণ বিষয়। তা ছাড়া, নিজেকে আমি মেথড অ্যাক্টর মনে করি না। আমি পুরোপুরিই পরিচালক-নির্ভর অভিনেতা। পরিচালক যে চরিত্রটা আমাকে দেন, সেটা আমি যথাযথ ফুটিয়ে তোলার চেষ্টা করি।
পরিচালকের ওপর নির্ভর করা সব সময় সম্ভব হয়?
যখন কোনো পরিচালকের প্রস্তাবে রাজি হই, তখন তাঁর প্রতি পূর্ণ আস্থা রেখেই রাজি হই। অনেক সময় সেটা ভালো রেজাল্ট নিয়ে আসে, কখনো আসে না। স্ক্রিপ্ট যখন পড়ি, তখন একটা রূপ তো নিজের কল্পনাতেই ভেসে ওঠে। আবার ডিরেক্টর তাঁর মতো করে বুঝিয়ে দেন। সব মিলিয়েই হয়ে যায়। আমার অভিনয়ের মূল অস্ত্র বা অবলম্বন স্ক্রিপ্ট।
গত সপ্তাহে বায়োস্কোপে প্রচার শুরু হয়েছে ‘মাকাল’ সিরিজ। আপনি মূল ভূমিকায়। চরিত্রটি নিয়ে যদি কিছু বলেন?
ভয়ংকর প্রতারণার গল্পে নির্মিত হয়েছে এই ওয়েব সিরিজ। পরিচালনা করেছেন অনিমেষ আইচ। মাস দুয়েক আগে রাজবাড়ীর গোয়ালন্দসহ কয়েকটি লোকেশনে শুটিং হয়েছে। গল্পে তরফদার নামে এক আসামিকে ধরতে যায় পুলিশ। আসামি ধরার পর রাতভর নানা রহস্য আর দ্বিধার মাঝে কাটে সবার। সকালে যখন সেই আসামিকে নিয়ে স্থানীয় থানার দিকে যেতে থাকে পুলিশ, ভীষণ এক ধোঁয়াশার মুখোমুখি হয় তারা। তারা তাদের আসামি ধরতে পেরেছে নাকি সবই আসলে মরীচিকা! শামীম পাটোয়ারী বা সরদার রোকন কিংবা কুখ্যাত তরফদার! নানা রূপে পাওয়া গেছে আমাকে।
সিরিজটি নিয়ে রেসপন্স কেমন?
আমি প্রতারকের চরিত্রে অভিনয় করেছি। চিরায়ত গল্পের বাইরে ভিন্ন এক ন্যারেটিভে গল্প বলেছেন পরিচালক অনিমেষ আইচ। চরিত্রগুলো চমৎকারভাবে ফুটিয়ে তুলেছেন, যা দর্শক কানেক্ট করতে পেরেছে বলে মনে করি। আমি ভালো রেসপন্স পাচ্ছি। অনেকেই ফোন করে কিংবা অনলাইনে শুভেচ্ছা জানাচ্ছেন।
প্রথমবার বাণিজ্যিক সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দায় ভিলেন চরিত্রটি নিয়ে বলবেন?
শুক্রবার মুক্তি পেয়েছে ‘বীরত্ব’। আমার চরিত্রের নাম মুসা চৌধুরী। একজন ভয়ংকর লোক, এক শর বেশি মানুষ খুন করেছে সে; এমন কোনো অপরাধ নেই, যা এই ভয়ংকর লোকটি করেনি। এ চরিত্রটিও আমার জন্য চ্যালেঞ্জ ছিল। প্রস্তাব পাওয়ার পর মনে হলো নতুন কিছু হবে। রাজি হয়ে গেলাম। পরিচালক আমাকে যে রূপে দেখতে চেয়েছেন, আমি সাধ্যমতো সেই রূপটিই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। একটা কথা না বলে পারছি না, ছোটবেলা থেকেই এমন ভয়ংকর চরিত্র করার ইচ্ছে ছিল আমার।
সেটা কেন?
স্কুল পালিয়ে আমি একজন মানুষের বেশ কিছু সিনেমা দেখেছি, তিনি হুমায়ুন ফরীদি। তখন থেকে মনে স্বপ্ন ছিল এ ধরনের চরিত্রে অভিনয় করার। সেই স্বপ্নটা পূরণ করেছেন নির্মাতা সাইদুল ইসলাম রানা ও রঞ্জনদা (প্রযোজক)।
নতুন কাজের খবর কী?
আগামী মাসেই মুক্তি পাবে ‘দামাল’, ডিসেম্বরে ‘ওরা ৭ জন’। বদরুল আনাম সৌদের ‘শ্যামাকাব্য’ সিনেমার শুটিং শেষ করেছি গত সপ্তাহে। নতুন দুইটা ওয়েব সিরিজের কথা চলছে। এখনো কনফার্ম হয়নি।
সময়টা কেমন যাচ্ছে?
খুবই উপভোগ করছি। একজন অভিনেতা যখন ভিন্ন ভিন্ন চরিত্র করতে পারবেন, সেই সময়ের মতো ভালো সময় আর হয় না। আমার ক্যারিয়ারে দীর্ঘদিন ভিন্ন ভিন্ন চরিত্র মিসিং ছিল। একই ধরনের চরিত্র করতে করতে হাঁপিয়ে উঠছিলাম। এখন অনেক ম্যাচিউরড ক্যারেক্টার পাওয়া যাচ্ছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪