সুজন পোদ্দার, কচুয়া (চাঁদপুর)
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। সর্বশেষ ২০১৩ সালের ২৬ জানুয়ারি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। কমিটির মেয়াদ তিন বছর থাকলেও তা এখন ৯ বছর পার করছে। শিগগিরই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ডাকা হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
জানা গেছে, গত ৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নতুন কমিটি গঠন ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম সাংগঠনিক দলের মতবিনিময় সভা হয়। ওই সভার পর থেকেই নড়েচড়ে বসেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা।
কচুয়ার রাজনৈতিক মাঠ এখন তিন গ্রুপে বিভক্ত। স্থানীয় সংসদ সদস্য দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আরেক গ্রুপ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের নিয়ন্ত্রণে। অন্য গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনের যৌথ মনোনয়নপ্রাপ্ত সাবেক প্রভাবশালী আমলা এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে ৩ গ্রুপে নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। তৃণমূল আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে জানা যায়, বর্তমান আওয়ামী লীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ এমপির বলয়ে থাকলেও বর্তমানে তারা ড. সেলিম মাহমুদের বলয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে। গত মাহে রমজানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সেলিম মাহমুদ নিজে উপস্থিত থেকে ৮ হাজার শাড়ি বিতরণ কালে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেখা যায়। এতে স্পষ্ট বোঝা যায়, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের অনুসারী। তেমনি গোলাম হোসেনের উদ্যোগে তাঁর হাসিমপুর গ্রামের নিজ বাড়িতে স্বাধীনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা–কর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন।
এদিকে বর্তমান সংসদ সদস্য দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার কর্মী-সমর্থকেরা ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এই সুযোগে সেলিম মাহমুদের অনুসারীরা কচুয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের সঙ্গে সেলিম মাহমুদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। তিনি মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। আরেক প্রভাবশালী নেতা উপজেলা যুবলীগের সভাপতি ও কচুয়া পৌরসভার দুইবারের মেয়র নাজমুল আলম স্বপন মহীউদ্দীন খান আলমগীরের কাছের লোক হলেও সেলিম মাহমুদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।
সেলিম মাহমুদ গ্রুপের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ। গোলাম হোসেন গ্রুপের সভাপতি প্রার্থী কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
অন্যদিকে তিন গ্রুপের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সভাপতি প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
কচুয়ার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা জানান, সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। চলতি মাসের শেষদিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি এলেই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
তবে সব মিলিয়ে কার অনুসারীরাই হবে উপজেলা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক এ দিকে তাকিয়ে আছে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা।
কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন ঘিরে রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। সর্বশেষ ২০১৩ সালের ২৬ জানুয়ারি আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন হয়। কমিটির মেয়াদ তিন বছর থাকলেও তা এখন ৯ বছর পার করছে। শিগগিরই উপজেলা আওয়ামী লীগের সম্মেলন ডাকা হবে বলে দলের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।
জানা গেছে, গত ৩ মার্চ রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে চাঁদপুর জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে নতুন কমিটি গঠন ও দলকে শক্তিশালী করার লক্ষ্যে চট্টগ্রাম সাংগঠনিক দলের মতবিনিময় সভা হয়। ওই সভার পর থেকেই নড়েচড়ে বসেন কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রার্থীরা।
কচুয়ার রাজনৈতিক মাঠ এখন তিন গ্রুপে বিভক্ত। স্থানীয় সংসদ সদস্য দলের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, আরেক গ্রুপ কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের নিয়ন্ত্রণে। অন্য গ্রুপটির নেতৃত্ব দিচ্ছেন ২০১৯ সালে জাতীয় সংসদ নির্বাচনে কচুয়া আসনের যৌথ মনোনয়নপ্রাপ্ত সাবেক প্রভাবশালী আমলা এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেন।
উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে ৩ গ্রুপে নেতা কর্মীরা বিভক্ত হয়ে পড়েছে। তৃণমূল আওয়ামী লীগ ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মীদের থেকে জানা যায়, বর্তমান আওয়ামী লীগের সভাপতি আইযুব আলী পাটওয়ারী ও সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ এমপির বলয়ে থাকলেও বর্তমানে তারা ড. সেলিম মাহমুদের বলয়ে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করছে। গত মাহে রমজানে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় সেলিম মাহমুদ নিজে উপস্থিত থেকে ৮ হাজার শাড়ি বিতরণ কালে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদককে দেখা যায়। এতে স্পষ্ট বোঝা যায়, বর্তমান সভাপতি ও সাধারণ সম্পাদক সেলিম মাহমুদের অনুসারী। তেমনি গোলাম হোসেনের উদ্যোগে তাঁর হাসিমপুর গ্রামের নিজ বাড়িতে স্বাধীনতা ভবনে উপজেলা আওয়ামী লীগের সকল স্তরের নেতা–কর্মীদের নিয়ে ইফতার পার্টির আয়োজন করেন।
এদিকে বর্তমান সংসদ সদস্য দীর্ঘদিন দেশের বাইরে থাকায় তার কর্মী-সমর্থকেরা ঝিমিয়ে পড়েছে বলে অভিযোগ রয়েছে। এই সুযোগে সেলিম মাহমুদের অনুসারীরা কচুয়ায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করে চলেছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের সঙ্গে সেলিম মাহমুদের দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নিয়েছে। তিনি মহীউদ্দীন খান আলমগীর ও এনবিআরের সাবেক চেয়ারম্যান গোলাম হোসেনের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে কাজ করছেন। আরেক প্রভাবশালী নেতা উপজেলা যুবলীগের সভাপতি ও কচুয়া পৌরসভার দুইবারের মেয়র নাজমুল আলম স্বপন মহীউদ্দীন খান আলমগীরের কাছের লোক হলেও সেলিম মাহমুদের সঙ্গেও তাঁর সুসম্পর্ক রয়েছে।
সেলিম মাহমুদ গ্রুপের সভাপতি প্রার্থী বর্তমান সভাপতি আইয়ুব আলী পাটওয়ারী। সাধারণ সম্পাদক প্রার্থী বর্তমান সাধারণ সম্পাদক সোহরাব হোসেন সোহাগ। গোলাম হোসেন গ্রুপের সভাপতি প্রার্থী কাউকে প্রকাশ্যে দেখা যাচ্ছে না।
অন্যদিকে তিন গ্রুপের বাইরে থেকে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে প্রচারণা চালাচ্ছে সভাপতি প্রার্থী উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির ও সাধারণ সম্পাদক পদে উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন।
কচুয়ার আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতারা জানান, সাংসদ মহীউদ্দীন খান আলমগীর বর্তমানে আমেরিকায় অবস্থান করছেন। চলতি মাসের শেষদিকে তাঁর দেশে ফেরার কথা রয়েছে। তিনি এলেই উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনের উদ্যোগ নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সম্মেলন সম্পর্কে জানতে চাইলে চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশে কচুয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ কিছুদিনের মধ্যেই ঘোষণা করা হবে।
তবে সব মিলিয়ে কার অনুসারীরাই হবে উপজেলা আওয়ামী লীগের পরবর্তী সভাপতি ও সাধারণ সম্পাদক এ দিকে তাকিয়ে আছে তৃণমূল আওয়ামী লীগের নেতা কর্মীরা।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪