নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলার মাঠে ফেরাতে হবে। সব প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়রস কাপ-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ক্রিকেট ও ভলিবল—এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলার মূলকথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারি মনোভাব তৈরি করে। এ ছাড়া সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি। বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব। নতুন প্রজন্মকে আমরা বাঁচাতে পারব। মেয়র সাহেব পাড়া-মহল্লায় খেলার পরিবেশ তৈরি করছেন। আমাদেরও এখানে নিয়ে এসেছেন। এ জন্য মেয়রকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ হাবিব হাসান এমপি, এ কে এম রহমত উল্লাহ এমপি ও শবনম জাহান শীলা প্রমুখ।
ডিএনসিসি মেয়র’স কাপের উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে।
যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে খেলার মাঠে ফেরাতে হবে। সব প্রকার অন্যায় থেকে দূরে রাখতে খেলাধুলায় আকৃষ্ট করতে হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। গতকাল শুক্রবার বিকেলে আর্মি স্টেডিয়ামে ডিএনসিসি মেয়রস কাপ-২০২১-এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আতিকুল ইসলাম বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার অনুপ্রেরণায় প্রথমবারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করতে পারায় ডিএনসিসি পরিবার অত্যন্ত আনন্দিত। ফুটবল, ক্রিকেট ও ভলিবল—এই তিনটি ইভেন্ট নিয়ে ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডজুড়ে আয়োজিত টুর্নামেন্টটির মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে, ‘খেলাধুলায় ব্যস্ত থাকি, মাদককে দূরে রাখি’, যা সময়োপযোগী ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
ডিএনসিসি মেয়র বলেন, খেলাধুলার মূলকথা হলো প্রতিযোগিতামূলক মনোভাব সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক মনোভাব খেলোয়াড়দের মধ্যে শৃঙ্খলাবোধ, অধ্যবসায়, দায়িত্ববোধ, কর্তব্যপরায়ণতা ও পেশাদারি মনোভাব তৈরি করে। এ ছাড়া সবাই মিলে অপরিকল্পিত ঢাকাকে দখল, দূষণ ও দুষ্ট লোকের কবল থেকে মুক্ত করে সবার বাসযোগ্য একটি সুস্থ, সচল ও আধুনিক নগরীতে রূপান্তরিত করতে হবে।
প্রধান অতিথির বক্তৃতায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘আমাদের যুবসমাজকে যদি খেলাধুলার মাঠে নিয়ে আসতে পারি। বিনোদনের পরিবেশ সৃষ্টি করে দিতে পারি, তাহলে মাদক, জঙ্গিবাদের মতো অপশক্তি থেকে তাদের ফেরাতে পারব। নতুন প্রজন্মকে আমরা বাঁচাতে পারব। মেয়র সাহেব পাড়া-মহল্লায় খেলার পরিবেশ তৈরি করছেন। আমাদেরও এখানে নিয়ে এসেছেন। এ জন্য মেয়রকে ধন্যবাদ।’
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মোহাম্মদ হাবিব হাসান এমপি, এ কে এম রহমত উল্লাহ এমপি ও শবনম জাহান শীলা প্রমুখ।
ডিএনসিসি মেয়র’স কাপের উদ্বোধনী দিনের একমাত্র খেলায় ৩৩ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশ ৩-০ গোলে ৩৭ নম্বর ওয়ার্ড ফুটবল একাদশকে পরাজিত করে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫