Ajker Patrika

ফটিকছড়িতে হালদার পাড় কাটছেন যুবলীগ নেতা

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি
ফটিকছড়িতে হালদার পাড় কাটছেন যুবলীগ নেতা

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে হালদা নদীর পাড় কেটে মাটি বিক্রির অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. রাশেদের বিরুদ্ধে। তবে কোনো ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন।

অভিযোগ রয়েছে, রাশেদের নেতৃত্বে একটি চক্র নদীর পাড় কেটে চড়া দামে বিক্রি করে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা। ইট তৈরিতে বালুমিশ্রিত এসব মাটির বিশেষ চাহিদা থাকায় এগুলো যাচ্ছে আশপাশের ইটভাটায়।

সরেজমিনে দেখা যায়, হারুয়ালছড়ি ইউনিয়নের পূর্ব-ফটিকছড়ি গ্রামের কবরস্থানসংলগ্ন এলাকা, যুগিনীঘাট সেতুর দক্ষিণ অংশ হতে হালদা নদীর পাড় কেটে মাটি ট্রলিতে করে নিয়ে যাচ্ছেন শ্রমিকেরা। সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালিয়ে যান।

নদীর দুই পাড়ের কাটা অংশ এতই গভীর ও প্রশস্ত, দেখে মনে হবে যেন বিরানভূমি পরিণত হয়েছে দক্ষিণ এশিয়ার একমাত্র মৎস্য প্রজননকেন্দ্র হালদা নদী। দিনের পর দিন হালদার পাড় কাটা অব্যাহত থাকায় হুমকির মুখে পড়েছে শতকোটি টাকা ব্যয়ে নদীর দুই পাড়ে স্থাপিত বেড়িবাঁধ রক্ষার সিসি ব্লক।

স্থানীয় বাসিন্দারা জানান, ইউনিয়ন যুবলীগের নেতা রাশেদের নেতৃত্বে ক্ষমতাসীন দলের কতিপয় নেতা দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব বিস্তারের মাধ্যমে হালদার পাড় কেটে বিক্রি করছেন। রাজনৈতিক পরিচয় থাকায় তাঁদের বিরুদ্ধে কেউ কথা বলার সাহস পান না।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে হারুয়ালছড়ি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কাজী মো. রাশেদ এসব অস্বীকার করেন। তিনি বলেন, ‘এলাকার একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাব্বির রহমান সানি বলেন, কোনো অবস্থাতেই হালদার পাড় কাটা যাবে না। যারা এই অন্যায় কাজে জড়িত হবেন, তাদের বিরুদ্ধে দ্রুত সংশ্লিষ্ট ধারায় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত