Ajker Patrika

রায়েন্দায় ফেরি চলাচল শুরু

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ২০: ৫৮
রায়েন্দায় ফেরি চলাচল শুরু

রায়েন্দা-মাছুয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। দুই পাড়ের জন্য তিনটি করে ট্রিপ ঠিক করে গতকাল শুক্রবার সকাল ৮টায় ফেরি চলাচল শুরু হয়।

ফেরি চলাচল শুরু হওয়ায় শরণখোলা, মঠবাড়িয়া, পাথরঘাটা, মোরেলগঞ্জ, বামনা, বরগুনা, ভান্ডারিয়া সহ উপকূলের লাখো মানুষ উপকৃত হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সুপারভাইজার মিন্টু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী প্রতিদিন সকাল সাড়ে ৯ টা, দুপুর সাড়ে ১২টা ও বিকেল ৪টায় রায়েন্দা থেকে মাছুয়ার উদ্দেশ্যে ফেরির ছেড়ে যাবে। এ ছাড়া সকাল ৮টা, বেলা ১১টা ও দুপুর ২টায় মাছুয়া থেকে রায়েন্দার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তবে এই সময়সূচি নিয়ে অনেকেরই আপত্তি আছে।

এলাকাবাসীর অনেকেই বলেছেন রায়েন্দা-মাছুয়ায় ৫টার পর খেয়া পারাপার বন্ধ হয়ে যায়। তাই ৪টার পর যদি ফেরি বন্ধ থাকে তবে বিকেলের পর জরুরি যাতায়াতে পরিস্থিতি অনেকটা আগের মতই থাকবে।

ফেরির সময় আরও বাড়ানো এবং এক ঘণ্টা পর পর ফেরি চালানোর দাবি তাঁদের। সমন্বয় সভা করে সবার উপকার আসবে এমন সময়সূচির ঠিক করার দাবি জানিয়েছেন তাঁরা।

সুপারভাইজার মিন্টু অধিকারীর দেওয়া তথ্য অনুযায়ী ফেরি পারাপারে সাইকেল, ভ্যান, রিকশাকে ৫ টাকা, মোটরসাইকেল ১০, ইজিবাইক, সিএনজি, মাহেন্দ্র ১৫, প্রাইভেট কার, জিপ ও মাইক্রোবাস ৫০, পিকআপ (ছোট) ৫০, পিকআপ (বড়) ১১৫, ট্রাক (বড়) ২৫০, মিনিবাস ৬৫, ও বড় বাসের জন্য ১১৫ টাকা হারে টোল দিতে হবে। তবে ফেরিতে মানুষ পারাপারে কোনো টাকা লাগবে না। তবে

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত