Ajker Patrika

পরিমিত ব্যয় মুমিনের বৈশিষ্ট্য

ড. এ এন এম মাসউদুর রহমান
পরিমিত ব্যয় মুমিনের বৈশিষ্ট্য

অপচয় মানুষের মন্দ স্বভাবের একটি। এটি মানুষকে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করে। ব্যক্তি ও সমাজজীবনে এর কুফল ব্যাপক ও সুদূরপ্রসারী। তাই ইসলাম অপচয়ে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং পরিমিত ব্যয়ে উৎসাহিত করেছে। ইসলামের দৃষ্টিতে, বৈধ কাজে প্রয়োজনের অতিরিক্ত ব্যয় করাকে অপচয় বলে।

জীবনের সব পর্যায়ে অপচয়ের সীমাহীন কুফল রয়েছে। এর কারণে স্বামী-স্ত্রী ও পুত্র-কন্যার সম্পর্ক যেমন নষ্ট হয়, তেমনি অপচয়কারী সামাজিকভাবে নিন্দনীয় হয়। তাই যারা অপচয় করে ইসলাম তাদের শয়তানের ভাই বলে অভিহিত করেছে। আল্লাহ তাআলা বলেন, ‘আর কোনোভাবেই অপচয় করো না। নিশ্চয় অপচয়কারীরা শয়তানের ভাই। আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ।’ (সুরা ইসরা: ২৬-২৭)।

খাদ্য-পানীয়ের মতো নিত্যপ্রয়োজনীয় জিনিসেও অপচয় করা যাবে না। আল্লাহ বলেন, ‘তোমরা খাও, পান করো কিন্তু অপচয় করো না। নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।’ (সুরা আরাফ: ২৯)

আল্লাহর প্রিয় বান্দাগণ যেমন অপচয় করে না, তেমনি তারা প্রয়োজনের ক্ষেত্রে কার্পণ্যও করে না। বরং তারা সব সময় মধ্যমপন্থা অবলম্বন করেন। আল্লাহ বলেন, ‘আর তারা যখন ব্যয় করে তখন অপব্যয় করে না এবং কার্পণ্যও করে না। বরং উভয়ের মাঝামাঝি অবস্থানে থাকে।’ (সুরা ফুরকান: ৬৭)

আল্লাহর প্রকৃত বান্দা হতে হলে অপচয় ও অপব্যয় পরিহার করে মধ্যমপন্থা অবলম্বন করা আবশ্যক। মহানবী (সা.) বলেন, ‘ব্যয় করার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করা ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচায়ক।’ তিনি আরও বলেন, ‘যে ব্যক্তি ব্যয় করার ক্ষেত্রে মধ্যমপন্থা অবলম্বন করে সে কখনো অভাবগ্রস্ত হবে না।’ 

লেখক: অধ্যাপক, ইসলামিক স্টাডিজ বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত