কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসী এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে হাফিজুরের দাবি, নৌকা সমর্থিত লোকজন তাঁর সমর্থকদের হুমকি ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। গত সোমবার রাতের আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হাফিজুর পান্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাঁর দাবি, সোমবার রাত ১০টার দিকে নৌকা সমর্থিত লোকজন প্রায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে হাতুড়ি ও দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর এলাকা ও সমর্থককে হুমকি দিয়েছে এবং পোস্টার ছিঁড়েছে।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, ‘বিএনপি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের আদেশে আমার ৭ নম্বর ওয়ার্ডের নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’
মান্নান আরও বলেন, ‘আমি ও আমার সমর্থকেরা কারও পোস্টার ছিঁড়েনি। হুমকি–ধমকিও দিইনি। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা বলছেন।’
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর বলেন, ‘আমরা কোনো অফিসে আগুন দিইনি। বরং নৌকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমার লোকজনকে হুমকি–ধমকি দিচ্ছে। পোস্টার ছিঁড়ছে।’ তিনি আরও বলেন, ‘ঝামেলার ভয়ে এখনো ভোট চাইতে যাইনি। তবুও এমন করছেন তাঁরা। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। থানায় জিডি করব।’
এ বিষয়ে পান্টি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘নৌকা প্রার্থীকে হুমকি–ধমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস পোড়ানোর কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মৌখিক অভিযোগ দিয়েছেন।’
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কুমারখালী উপজেলায় ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার পান্টি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ওয়াসী এলাকায় নৌকা প্রার্থীর নির্বাচনী অফিসে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে স্বতন্ত্র প্রার্থী মো. হাফিজুর রহমানের সমর্থকদের বিরুদ্ধে। অন্যদিকে হাফিজুরের দাবি, নৌকা সমর্থিত লোকজন তাঁর সমর্থকদের হুমকি ও পোস্টার ছিঁড়ে ফেলেছে। গত সোমবার রাতের আগুন দেওয়ার এ ঘটনা ঘটে।
অভিযুক্ত হাফিজুর পান্টি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। তাঁর দাবি, সোমবার রাত ১০টার দিকে নৌকা সমর্থিত লোকজন প্রায় ৮ থেকে ১০টি মোটরসাইকেল নিয়ে হাতুড়ি ও দাসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তাঁর এলাকা ও সমর্থককে হুমকি দিয়েছে এবং পোস্টার ছিঁড়েছে।
এ বিষয়ে পান্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকার প্রার্থী কামরুজ্জামান মান্নান মোল্লা বলেন, ‘বিএনপি থেকে বারবার নির্বাচিত চেয়ারম্যান ও এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমানের আদেশে আমার ৭ নম্বর ওয়ার্ডের নৌকার অফিসে আগুন দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছি।’
মান্নান আরও বলেন, ‘আমি ও আমার সমর্থকেরা কারও পোস্টার ছিঁড়েনি। হুমকি–ধমকিও দিইনি। স্বতন্ত্র প্রার্থী মিথ্যা বলছেন।’
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাফিজুর বলেন, ‘আমরা কোনো অফিসে আগুন দিইনি। বরং নৌকার লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে গিয়ে আমার লোকজনকে হুমকি–ধমকি দিচ্ছে। পোস্টার ছিঁড়ছে।’ তিনি আরও বলেন, ‘ঝামেলার ভয়ে এখনো ভোট চাইতে যাইনি। তবুও এমন করছেন তাঁরা। আমি রিটার্নিং কর্মকর্তাকে জানিয়েছি। থানায় জিডি করব।’
এ বিষয়ে পান্টি ইউনিয়নের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা ফিরোজ আহমেদ বলেন, ‘নৌকা প্রার্থীকে হুমকি–ধমকির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। কিন্তু অফিস পোড়ানোর কোনো অভিযোগ পাইনি। এ ছাড়া স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান মৌখিক অভিযোগ দিয়েছেন।’
২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে কুমারখালী উপজেলায় ১১টি ইউনিয়নে ভোট গ্রহণ হবে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৮ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫