Ajker Patrika

মঞ্চে আসছে প্রাঙ্গণেমোর থিয়েটারের ‘অভিনেতা’

বিনোদন প্রতিবেদক, ঢাকা
Thumbnail image

বছরের শুরু থেকেই মঞ্চে বইছে নতুন নাটকের হাওয়া। এবার ঢাকার মঞ্চে নাট্যদল প্রাঙ্গণেমোর থিয়েটার নিয়ে আসছে নতুন নাটক ‘অভিনেতা’। এটি নাট্যদলটির ১৬তম প্রযোজনা। অনন্ত হিরার রচনায় নাটকটির নির্দেশনা দিচ্ছেন নূনা আফরোজ। এটি নূনা আফরোজ নির্দেশিত ষষ্ঠ নাটক। এর আগে তিনি ‘স্বদেশি’, ‘রক্তকরবী’, ‘শেষের কবিতা’, ‘আমি ও রবীন্দ্রনাথ’, ‘কৃষ্ণচূড়া দিন’ নাটকগুলোর নির্দেশনা দিয়েছেন।

জানা গেছে, ৮ মার্চ সন্ধ্যা ৭টায় রাজধানীর শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অভিনেতা নাটকের উদ্বোধনী প্রদর্শনী হবে। ইতিমধ্যে অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। অভিনেতা নাটকে অভিনয় করছেন অনন্ত হিরা, প্রকৃতি শিকদার ও সুবক্তগীন শুভ। এ ছাড়া মঞ্চ পরিকল্পক হিসেবে সাজু খাদেম, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান ও সংগীত পরিকল্পনায় আছেন নীল কামরুল। পোস্টার ডিজাইন করেছেন চারু পিন্টু।

এমন এক চরিত্রকে নিয়ে এগিয়েছে অভিনেতা নাটকের গল্প, যে চরিত্র সব সময় অন্যায়ের বিরুদ্ধে সরব। প্রাঙ্গণেমোর থিয়েটার নাট্যদলের ফেসবুক পেজে অভিনেতা নাটকের একটি সংলাপ শেয়ার করা হয়েছে, ‘তুমি তো অকৃতজ্ঞ, বেইমান। তুমি পড়েছ এ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে। তার মানে এ দেশের জনগণের টাকায়। অথচ তুমি এই দেশকে সার্ভ না করে সার্ভ করছ অন্য দেশকে, অন্য দেশের মানুষকে। নিজের দেশকে না, নিজের দেশের মানুষকেও না।’

নির্দেশক নূনা আফরোজ বলেন, ‘আমাদের অভিনেতা একজন শিল্পী ও শিল্পযোদ্ধা। সে থাকে বাংলাদেশে, কিন্তু সে লড়াই করে পৃথিবীর সকল বঞ্চিত-নিপীড়িত মানুষের জন্য। পৃথিবীর যেকোনো প্রান্তে যেকোনো কুসংস্কার, ধর্মান্ধতা, রাষ্ট্রীয় বা সামাজিক অনাচার, অমানবিকতা, অপসংস্কৃতি, রুচিহীনতার বিরুদ্ধে লড়াকু সে সব সময়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত