মাদারীপুর প্রতিনিধি
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণায় মাদারীপুরে পেট্রলপাম্পগুলোতে ভিড় বাড়ে মোটরসাইকেলসহ তেলচালিত অন্যান্য যানবাহনের চালকের। গতকাল শনিবার প্রথম প্রহর থেকে পেট্রলপাম্পগুলোতে যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে নতুন দাম কার্যকর হলে গতকাল থেকে তেল বিক্রি কমেছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশন, সার্বিক ফিলিং স্টেশন, আড়িয়াল খাঁ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড়। মোটরসাইকেল ছাড়াও প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোর ভিড় দেখা যায়। জেলার পাম্পগুলোয় মোটরসাইকেলের ভিড় বেশি থাকায় প্রথমে আগের দামে ২০০ টাকার পেট্রল, অকটেন দিলেও পরে চাপ বাড়তে থাকায় ১০০ টাকার তেল দেন পেট্রলপাম্পের মালিকেরা। আর মাইক্রোবাস ও প্রাইভেট কারে দেওয়া হয় ৫০০ টাকার তেল। রাত সাড়ে ১২টার পর থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হলে পাম্পগুলোয় ধীরে ধীরে ভিড় কমতে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪, পেট্রলের ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
গতকাল সকালে মাদারীপুর শহরের ইউসুফ ফিলিং স্টেশনে তেল কিনতে আসা সিরাজ ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে হুটহাট করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই। একবার কিছুর দাম বাড়ানো হলে সেটা আর কমে না। এখন যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তাতে আমাদের মতো সাধারণ মানুষের যে কী হাল হবে, তা চিন্তা করতেই ভয় হচ্ছে।’
বাইকচালক আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। আগে আমরা ১০০ টাকার তেলে ৬০ থেকে ৭০ কিলোমিটার চালাতে পারতাম। এখন ১০০ টাকার তেল কিনলে ৪০ কিলোমিটারও চালাতে পারব না। আমাদের তো আয় বাড়েনি।’
আরেক বাইকার মেহেদী হাসান বলেন, ‘এখন আর বাইক চালানো যাবে না। ভাবছি বাইক বিক্রি করে বাইসাইকেল কিনব। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো অযৌক্তিক। সরকার আমাদের নিয়ে কিছুই ভাবে না। আমাদের পথে বসাতে চাচ্ছে।’
ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক হাবিব মুন্সি বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে এখন ভাড়া বাড়বে। বেশি ভাড়া হলে গাড়িতে যাত্রীও কম ওঠে। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো ঠিক হয়নি। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। শনিবার সকালে কোনো ট্রিপ পাইনি। অন্যদিন সকালের মধ্যেই কোনো না কোনো ট্রিপ পাই। এভাবে চললে আমাদের না খেয়ে থাকতে হবে।’
মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশনের মালিক মো. ইউসুফ মোল্লা বলেন, ‘আমাদের পাম্পগুলোতে মাত্র দুদিনের তেল মজুত রাখা হয়। মজুত রাখা সব তেল প্রায় শেষের দিকে। অন্য দিনের তুলনায় শনিবার তেল কম বিক্রি হয়েছে। আমাদের কিছুই করার নেই।’
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণায় মাদারীপুরে পেট্রলপাম্পগুলোতে ভিড় বাড়ে মোটরসাইকেলসহ তেলচালিত অন্যান্য যানবাহনের চালকের। গতকাল শনিবার প্রথম প্রহর থেকে পেট্রলপাম্পগুলোতে যানবাহনের চালকেরা ক্ষোভ প্রকাশ করেন। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে। তবে নতুন দাম কার্যকর হলে গতকাল থেকে তেল বিক্রি কমেছে।
এদিকে শুক্রবার রাত সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশন, সার্বিক ফিলিং স্টেশন, আড়িয়াল খাঁ ফিলিং স্টেশন ঘুরে দেখা গেছে, প্রতিটি পাম্পে মোটরসাইকেল আরোহীদের উপচে পড়া ভিড়। মোটরসাইকেল ছাড়াও প্রাইভেট কার ও মাইক্রোবাসগুলোর ভিড় দেখা যায়। জেলার পাম্পগুলোয় মোটরসাইকেলের ভিড় বেশি থাকায় প্রথমে আগের দামে ২০০ টাকার পেট্রল, অকটেন দিলেও পরে চাপ বাড়তে থাকায় ১০০ টাকার তেল দেন পেট্রলপাম্পের মালিকেরা। আর মাইক্রোবাস ও প্রাইভেট কারে দেওয়া হয় ৫০০ টাকার তেল। রাত সাড়ে ১২টার পর থেকে নতুন দামে তেল বিক্রি শুরু হলে পাম্পগুলোয় ধীরে ধীরে ভিড় কমতে থাকে।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জ্বালানি তেলের দাম বাড়ানোর কথা জানানো হয়। এতে বলা হয়, ডিজেল ও কেরোসিনের দাম লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ১১৪, পেট্রলের ৪৪ টাকা বাড়িয়ে ১৩০ এবং অকটেনের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১৩৫ টাকা করা হয়েছে। শুক্রবার রাত ১২টার পর থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে।
গতকাল সকালে মাদারীপুর শহরের ইউসুফ ফিলিং স্টেশনে তেল কিনতে আসা সিরাজ ব্যাপারী ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘দেশে হুটহাট করে সবকিছুর দাম বেড়ে যাচ্ছে। কোনো কিছুর নিয়ন্ত্রণ নেই। একবার কিছুর দাম বাড়ানো হলে সেটা আর কমে না। এখন যেভাবে জ্বালানি তেলের দাম বাড়ানো হলো, তাতে আমাদের মতো সাধারণ মানুষের যে কী হাল হবে, তা চিন্তা করতেই ভয় হচ্ছে।’
বাইকচালক আনোয়ার হোসেন বলেন, ‘এভাবে তেলের দাম বাড়ানো ঠিক হয়নি। আগে আমরা ১০০ টাকার তেলে ৬০ থেকে ৭০ কিলোমিটার চালাতে পারতাম। এখন ১০০ টাকার তেল কিনলে ৪০ কিলোমিটারও চালাতে পারব না। আমাদের তো আয় বাড়েনি।’
আরেক বাইকার মেহেদী হাসান বলেন, ‘এখন আর বাইক চালানো যাবে না। ভাবছি বাইক বিক্রি করে বাইসাইকেল কিনব। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো অযৌক্তিক। সরকার আমাদের নিয়ে কিছুই ভাবে না। আমাদের পথে বসাতে চাচ্ছে।’
ভাড়ায় চালিত মাইক্রোবাসের চালক হাবিব মুন্সি বলেন, ‘তেলের দাম বাড়ার কারণে এখন ভাড়া বাড়বে। বেশি ভাড়া হলে গাড়িতে যাত্রীও কম ওঠে। এক লাফে তেলের দাম এভাবে বাড়ানো ঠিক হয়নি। আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। শনিবার সকালে কোনো ট্রিপ পাইনি। অন্যদিন সকালের মধ্যেই কোনো না কোনো ট্রিপ পাই। এভাবে চললে আমাদের না খেয়ে থাকতে হবে।’
মাদারীপুর ইউসুফ ফিলিং স্টেশনের মালিক মো. ইউসুফ মোল্লা বলেন, ‘আমাদের পাম্পগুলোতে মাত্র দুদিনের তেল মজুত রাখা হয়। মজুত রাখা সব তেল প্রায় শেষের দিকে। অন্য দিনের তুলনায় শনিবার তেল কম বিক্রি হয়েছে। আমাদের কিছুই করার নেই।’
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৮ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৮ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৯ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫