আজকের পত্রিকা ডেস্ক
বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দেশের বিভিন্ন থানায় সাত মামলা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার এসব মামলা করা হয় বলে সংশ্লিষ্ট থানার ওসিরা নিশ্চিত করেছেন। এতে জাতীয় সংসদের সাবেক এক হুইপ, তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের প্রায় ২ হাজার ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান প্রমুখ।
রাজশাহী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা দুটি করা হয়। প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের বিএনপি কর্মী তাহাসেন আলী। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আদমদীঘি: বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, হুমকি-ধমকিসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক এমপি সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন, তাঁর বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও তাঁর মা বগুড়া জেলা পরিষদ সদস্য ও মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগমসহ ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। গত রোববার রাতে আদমদীঘি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
নীলফামারী: বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুই মামলা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও তাঁর ছোট ভাই এ কে এম বদিউল আলম সরকার এই মামলা করেন। দুই মামলায় ৯২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মাহাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
পিরোজপুর: ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ৭৭ জন নামীয় এবং অজ্ঞাত ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামূল হক মোল্লা বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।
অষ্টগ্রাম: উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুলসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। গত রোববার রাতে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অব্যাহতিপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।
বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে দেশের বিভিন্ন থানায় সাত মামলা হয়েছে। গত রোববার ও গতকাল সোমবার এসব মামলা করা হয় বলে সংশ্লিষ্ট থানার ওসিরা নিশ্চিত করেছেন। এতে জাতীয় সংসদের সাবেক এক হুইপ, তিন সংসদ সদস্যসহ আওয়ামী লীগের প্রায় ২ হাজার ২০০ নেতা-কর্মীকে আসামি করা হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর:
গাইবান্ধা: জাতীয় সংসদের সাবেক হুইপ, সংসদ সদস্যসহ আওয়ামী লীগের ৩৬৪ নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। গাইবান্ধা সদর থানার ওসি মাসুদ রানা এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা বিএনপি কার্যালয়ে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল হামলার ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে এই মামলা করা হয়। গাইবান্ধা জেলা বিএনপির দপ্তর সম্পাদক আবদুল হাই বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় উল্লেখযোগ্য আসামিরা জাতীয় সংসদের সাবেক হুইপ ও গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য মাহাবুব আরা বেগম, গাইবান্ধা সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবির, গাইবান্ধা পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি শাহ মাসুদ জাহাঙ্গীর কবির, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমিনুর জামান প্রমুখ।
রাজশাহী: রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় দুটি মামলা হয়েছে। রোববার সন্ধ্যায় ও রাতে গোদাগাড়ী থানায় মামলা দুটি করা হয়। প্রথম মামলাটি করেন গোদাগাড়ী উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুল হামিদ বাবলু। এ মামলায় আওয়ামী লীগের আরও ৪৪ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০০-৬০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। দ্বিতীয় মামলাটির বাদী উপজেলার ডোমকল গ্রামের বিএনপি কর্মী তাহাসেন আলী। এ মামলায় আওয়ামী লীগের আরও ২২ নেতা-কর্মীর নাম উল্লেখসহ ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আদমদীঘি: বিএনপির অফিসে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর, অগ্নিসংযোগ, হুমকি-ধমকিসহ ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সাবেক এমপি সাইফুল্লাহ্ আল মেহেদী বাঁধন, তাঁর বাবা সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল ইসলাম খান রাজু ও তাঁর মা বগুড়া জেলা পরিষদ সদস্য ও মহিলা আ.লীগের সভাপতি মনজু আরা বেগমসহ ১২৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ২৫০ জনের নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে। গত রোববার রাতে আদমদীঘি উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান বাদী হয়ে এই মামলা দায়ের করেন।
নীলফামারী: বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে আওয়ামী লীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে পৃথক দুই মামলা করা হয়েছে। জেলা বিএনপির সভাপতি আ খ ম আলমগীর সরকার ও তাঁর ছোট ভাই এ কে এম বদিউল আলম সরকার এই মামলা করেন। দুই মামলায় ৯২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত ৩৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। উল্লেখযোগ্য আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান মমতাজুল হক, জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্যবিষয়ক সম্পাদক মো. মাহাবুল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ হোসেন মুন প্রমুখ।
পিরোজপুর: ৪ আগস্ট জেলা বিএনপির দলীয় কার্যালয়ে ভাঙচুরের ঘটনায় আওয়ামী লীগ-ছাত্রলীগ ও যুবলীগের ৭৭ জন নামীয় এবং অজ্ঞাত ১৫০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। রোববার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. এনামূল হক মোল্লা বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।
অষ্টগ্রাম: উপজেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী কামরুলসহ ৩৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন এক ভুক্তভোগী। গত রোববার রাতে উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের ওয়ারা গ্রামের মৃত কাশেম আলীর ছেলে মো. হারুন মিয়া (৩৫) বাদী হয়ে এই মামলা দায়ের করেন। আসামিরা হলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও অব্যাহতিপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান চৌধুরী কামরুল হাসান, বাদলা ইউপি চেয়ারম্যান আদিলুজ্জামান, ধনপুর ইউপি চেয়ারম্যান প্রদীপ চন্দ্র দাস প্রমুখ।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪