Ajker Patrika

রোহিঙ্গা মা-ছেলে আটক, ইয়াবা উদ্ধার

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
আপডেট : ১১ জানুয়ারি ২০২২, ১২: ৪৩
Thumbnail image

নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প থেকে খতিজা (৩৫) ও সৈয়দ নূর (১৯) নামের দুই রোহিঙ্গাকে আটক করেছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় তাঁদের কাছ থেকে ২৫০টি ইয়াবা উদ্ধার করা হয়। আটক দুজন সম্পর্কে মা-ছেলে।

গত রোববার রাত সাড়ে ১২টার দিকে ভাসানচরের ২৩ নম্বর ক্লাস্টার থেকে মা-ছেলেকে আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন ওই ক্লাস্টারের জামাল উদ্দিনের স্ত্রী খতিজা ও তাঁর ছেলে সৈয়দ নূর।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আশ্রয়ণ প্রকল্পের ২৩ নম্বর ক্লাস্টারে অভিযান চালায় এপিবিএন সিভিল টিম। এ সময় খতিজার ঘর থেকে ২৫০টি ইয়াবাসহ তাঁকে এবং তাঁর ছেলেকে আটক করা হয়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে সোপর্দ করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত