Ajker Patrika

সুখবর দিলেন মিথিলা

আপডেট : ০৭ ডিসেম্বর ২০২২, ১২: ৩০
সুখবর দিলেন মিথিলা

বিয়ের পর কলকাতায় গিয়ে মিথিলা প্রথম যে টালিউড সিনেমায় নাম লেখান, সেটির নাম ‘মায়া’। উইলিয়াম শেক্‌সপিয়ারের ‘ম্যাকবেথ’ অবলম্বনে সিনেমাটি বানিয়েছেন রাজর্ষি দে। এরপর অভিনয় করেন কলকাতার আরও তিনটি সিনেমায়—রিঙ্গোর ‘আ রিভার ইন হ্যাভেন’, অরুণাভ খাসনবিশের ‘নীতিশাস্ত্র’ ও শৌভিক কুণ্ডুর ‘আয় খুকু আয়’। সর্বশেষ সিনেমাটি এরই মধ্যে মুক্তি পেয়ে গেছে। কিন্তু ‘মায়া’র কোনো খবর ছিল না। সম্প্রতি মায়া নিয়ে বড় তথ্য দিলেন মিথিলা।

অভিনেত্রী জানিয়েছেন, ৯ ডিসেম্বর থেকে হায়দরাবাদে শুরু হচ্ছে ৫ম তেলেঙ্গানা বাংলা চলচ্চিত্র উৎসব। তিন দিনের এ উৎসবের দ্বিতীয় দিনে প্রদর্শিত হবে মিথিলা অভিনীত ‘মায়া’ সিনেমাটি। মিথিলা বলেন, ‘এ উৎসবে অংশ নিতে আমি হায়দরাবাদ যাচ্ছি। সঙ্গে থাকছে আমার ছবি “মায়া”। দর্শকদের সঙ্গে বসে সিনেমাটি দেখার অপেক্ষায় আছি।’

‘মায়া’ সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন মিথিলা। এতে তিনটি আলাদা বয়সে, আলাদা লুকে ধরা দিয়েছেন অভিনেত্রী। এর মধ্যে একটি চরিত্রের লুক চমকে দিয়েছে দর্শকদের। জট পাকানো চুল, গলায় রুদ্রাক্ষের মালা, হাতে পিস্তল—এভাবে আগে কখনো দেখা যায়নি মিথিলাকে। জানা গেছে, ‘মায়া’র গল্প শুরু হয় কলকাতায়, ১৯৮৯ সালে। আর শেষ হয় বর্তমান সময়ে এসে। এ দীর্ঘ সময়ে মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে দেখা যাবে মিথিলাকে। ধর্ষিত হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কীভাবে ঘুরে দাঁড়ায়, পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের—‘মায়া’ সিনেমায় সে গল্পই ফুটে উঠেছে।

সিনেমাটির নির্মাতা রাজর্ষি দে বলেন, ‘আমি যখন চিত্রনাট্য লিখি, তখনই মায়া চরিত্রটির জন্য মিথিলাকে ভেবেছিলাম। পরে সৃজিতের সঙ্গে কথা বলে মিথিলাকে চিত্রনাট্য দিই। তিনি সেটা পছন্দ করেন। দারুণ অভিনয় করেছেন মিথিলা। আগামী বছরের শুরুর দিকে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে।’ সোমবার প্রকাশ পেয়েছে ‘মায়া’র অফিশিয়াল পোস্টার। এতে মিথিলা ছাড়াও অভিনয়ে আছেন কমলেশ্বর মুখার্জি, গৌরব চক্রবর্তী, তনুশ্রী, সুদীপ্তা চক্রবর্তী, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবলীনা কুমার প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত