Ajker Patrika

দুস্থদের চাল বিতরণে অনিয়ম, আটক ১

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ১২: ৪০
দুস্থদের চাল বিতরণে অনিয়ম, আটক ১

সরকারিভাবে নিম্ন আয়ের মানুষের সহায়তার জন্য বরাদ্দ ওএমএসের চাল বিতরণে অনিয়মের অভিযোগে নোয়াখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে নিজাম উদ্দিন নামের একজনকে আটক করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই স্থান থেকে ১৭৯ বস্তা চাল, ১৮ কেজি আটা এবং ৩২ হাজার ৩৯০ টাকা জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিতে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

গতকাল বুধবার বিকেলে উপজেলার উত্তর সোনাপুর পানি উন্নয়ন বোর্ড এলাকার এফএম থাই অ্যান্ড গ্লাস হাউস থেকে মালামালগুলো জব্দ করা হয়। আটক নিজাম উদ্দিন ওএমএসের ডিলার এ কে এম সালাউদ্দিন রানার প্রতিনিধি।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উত্তর সোনাপুরে ওএমএস চালের ডিলার সরকারি নিয়ম অনুসরণ না করে বিভিন্ন ব্যক্তির কাছে ৫ কেজি করে চাল বিক্রির পরিবর্তে ১০, ২০ এবং ৩০ কেজি করে চাল বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক এর নেতৃত্বে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এ সময় ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে বস্তা (প্রতি বস্তায় ৩০ কেজি) হিসেবে চাল বিক্রি করছে এমন প্রমাণ পাওয়া যায়। ওই সময় ডিলারের ঘর থেকে ১৭৯ বস্তায় ৫৩৭০ কেজি চাল, ১৮ বস্তায় ৯০০ কেজি আটা ও নগদ ৩২ হাজার ৩৯০ টাকা জব্দ এবং ডিলার প্রতিনিধি নিজাম উদ্দিনকে আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজুল হক জানান, অভিযোগের সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায়ের পর ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে অঙ্গীকারনামা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তান সেনাবাহিনীকে ‘প্রতিশোধমূলক পদক্ষেপের’ নির্দেশ

কাশ্মীরে বিধ্বস্ত বিমানের অংশবিশেষ ফরাসি কোম্পানির তৈরি, হতে পারে রাফাল

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

নিজ কার্যালয়ে র‍্যাব কর্মকর্তার গুলিবিদ্ধ লাশ, পাশে চিরকুট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত