Ajker Patrika

‘দেশে বড় মিছিল হয়, বিচার হয় না’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ নভেম্বর ২০২১, ০৮: ৩০
‘দেশে বড় মিছিল হয়, বিচার হয় না’

মুক্তিযুদ্ধের সকল শক্তি ঐক্যবদ্ধ হয়ে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে লড়তে হবে। সংখ্যালঘুদের মনে যে আস্থার সংকট তৈরি হয়েছে, সেটা দূর করতে হবে। এ জন্য সব হামলাকারীকে বিচারের আওতায় আনতে হবে। দেশের সাম্প্রদায়িক সম্প্রতি বজায় রাখতে অবশ্যই এই কাজগুলো করতে হবে। শুধু বড় বড় কথা নয়, আমাদের আচরণ ও কাজের মাধ্যমে এটা প্রমাণ করতে হবে।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেসক্লাব চত্বরে সাম্প্রদায়িকতাবিরোধী সাংবাদিক সমাবেশে বিভিন্ন প্ল্যাটফর্মের সাংবাদিক নেতারা এসব কথা বলেন।

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল বলেন, ‘ আপনি জ্বালিয়ে দেওয়া মন্দির হয়তো ঠিক করে দিতে পারবেন। পুড়িয়ে দেওয়া গ্রাম হয়তো পুনর্নির্মাণ করা যাবে। আহতদের চিকিৎসা করে সারিয়ে তোলা যাবে। কিন্তু সংখ্যালঘু ধর্মাবলম্বীদের মনে যে আঘাত লেগেছে, তা সারিয়ে তুলবেন কীভাবে।’

আস্থা ফেরাতে করণীয় নিয়ে বুলবুল বলেন, ‘সংখ্যালঘুদের পাশে অসাম্প্রদায়িক চেতনা নিয়ে দাঁড়াতে হবে। তাঁদের মনে করিয়ে দিতে হবে, আপনারা সংখ্যালঘু নন। হামলাকারীদের বিচার করতে হবে। এ দেশে মিছিল হয়, লম্বা লম্বা বিবৃতি দেওয়া হয়। কিন্তু দুর্বৃত্তদের কোনো শাস্তি দেওয়া হয় না। অপরাধীদের শাস্তি দেওয়া না হলে সংকট কখনোই সমাধান হবে না।’

বিএফইউজের সভাপতি ওমর ফারুক বলেন, ‘দেশে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছে। স্বাধীনতার ৫০ বছর উদ্‌যাপন করা হচ্ছে। এমন সময় সাম্প্রদায়িক হামলা মানে বঙ্গবন্ধুর ভাবমূর্তি ও দেশের উন্নয়ন ব্যাহত করা।’

সভাপতির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, ‘নাসিরনগর থেকে কুমিল্লার ঘটনা পর্যন্ত হিন্দু ধর্মাবলম্বীদের প্রায় ১২৭টি উপাসনালয়ে আঘাত হানা হয়েছে। সম্প্রীতি গড়তেই আজকের এই সমাবেশ।’

সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, বিএফইউজে যুগ্ম মহাসচিব সম্পাদক শেখ মামুনুর রশীদ, কোষাধ্যক্ষ খায়রুজ্জামান কামাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি কুদ্দুস আফ্রাদ, সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত