Ajker Patrika

জুতার বাক্সও ফেলনা নয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১২: ১৪
জুতার বাক্সও ফেলনা নয়

মাল্টিপ্লাগ পুরে রাখুন
বাড়িতে শিশু থাকলে মাল্টিপ্লাগ একটু আড়ালে রাখাই ভালো। সে ক্ষেত্রে জুতার বাক্স হতে পারে সমাধান। জুতার বাক্সের আড়াআড়ি কোনো একপাশে গোল করে কেটে নিন। এবার চাইলে বাক্সটি রঙিন কাগজ ও আঠা দিয়ে মুড়ে নিতে পারেন। এখন চাইলে মাল্টিপ্লাগ বাক্সের ভেতরে পুরে ওই গোল করে কাটা অংশ দিয়ে তার বের করে প্লাগ ইন করা যাবে। এরপর বাক্সটির ঢাকনা লাগিয়ে দিলেই হলো।

চুড়ি সাজিয়ে রাখুন
কাচের চুড়ি ঠিকমতো গুছিয়ে না রাখলে ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। সে ক্ষেত্রে কাগজে মুড়ে চুড়িগুলো এই জুতার বাক্সে সাজিয়ে নিরাপদ স্থানে রেখে দিন। চুড়ি ভাঙবেও না আবার ধুলোবালিতেও নষ্ট হবে না।

বারান্দায় দেয়াল শেলফ
গ্লু গান দিয়ে এই জুতার বাক্স বারান্দার দেয়ালে লাগিয়ে নিন। চাইলে রংও করে নিতে পারেন। এবার এর মধ্যে সাজিয়ে রাখতে পারেন ক্যাকটাস, সাকুলেন্ট বা অন্য যেকোনো ছোট আকৃতির গাছ। তবে গাছের পাত্রটি আকারে ছোট হলেই ভালো। এ ছাড়া এই দেয়াল শেলফে কৌটোয় রাখতে পারেন গাছের বীজ ও সার।

সূত্র: ডাই টু মেক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত