Ajker Patrika

রাজপথে স্কুলশিক্ষার্থীরা হত্যার বিচার দাবি

নোয়াখালী প্রতিনিধি
রাজপথে স্কুলশিক্ষার্থীরা হত্যার বিচার দাবি

নোয়াখালীতে স্কুলছাত্রী তাসনিয়া হোসেন আদিতা (১৪) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও শোক র‍্যালি করেছে তার সহপাঠীরা। র‍্যালিতে নোয়াখালী সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, নোয়াখালী জিলা স্কুলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা অংশগ্রহণ করেন। এদিকে গত শুক্রবার সন্ধ্যায় প্রধান অভিযুক্ত কোচিং শিক্ষক আবদুর রহিম রনির তিন দিনের রিমান্ড মঞ্জুর হলে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

গতকাল শনিবার দুপুর দেড়টা থেকে বেলা ৩টা পর্যন্ত নোয়াখালী প্রেসক্লাব, জেলা প্রশাসক, পুলিশ সুপারের কার্যালয় ও সুধারাম মডেল থানার সামনে অবস্থান নিয়ে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

গতকাল দুপুরে আদিতার বিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রথমে নোয়াখালী প্রেসক্লাবের সামনে যায়। পর্যায়ক্রমে অন্য শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পৃথক পৃথক মিছিল ওই স্থানে গিয়ে মিলিত হয়। পরে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের অংশগ্রহণে বিশাল একটি মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিল থেকে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করে।

জানা গেছে, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নোয়াখালী পৌরসভার লক্ষ্মীনারায়ণপুর এলাকার জাহান মঞ্জিলের একটি কক্ষ থেকে আদিতার হাত-পা ও গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। সেই রাতেই পুলিশের একাধিক দল পৃথক অভিযান চালিয়ে খুনের সঙ্গে জড়িত সন্দেহে ইসরাফিল আলম, তাঁর ভাই সাঈদ, কোচিং শিক্ষক আবদুর রহিম রনি ও ইমাম হোসেন নামের চারজনকে আটক করে।

এদিকে রনির মাথা, ঘাড়, গলাসহ শরীরের একাধিক স্থানে নখের আঁচড় রয়েছে। পুলিশের ধারণা, নিজেকে রক্ষা করতে ছাত্রী তাঁকে এই নখের আঁচড় দেয়। এদিকে ছাত্রীর লাশের পাশ থেকে একটি রক্তমাখা ছুরি জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ছাত্রীর মা বাদী হয়ে অজ্ঞাতনামা একাধিক ব্যক্তিকে আসামি করে সুধারাম মডেল থানায় গতকাল মামলা করেন। ওই মামলায় রনি ও ইসরাফিলকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তা ছাড়া সাঈদ ও ইমাম হোসেনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। যার মধ্যে রনি তিন দিনের রিমান্ডে রয়েছেন। গ্রেপ্তার রনি লক্ষ্মীনারায়ণপুর এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আকরামুল হাসান বলেন, আটক চারজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁদের মধ্যে প্রধান অভিযুক্ত রনিকে তিন দিনের রিমান্ডে আনা হয়েছে। তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ চলছে। রনি রিমান্ডে কিছু তথ্য দিয়েছেন, দ্রুত এ ঘটনার আপডেট গণমাধ্যমকে জানানো হবে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত