Ajker Patrika

গ্যাস লাইনে ভয়াবহ আগুন

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৯ জুন ২০২২, ১৩: ৪৯
Thumbnail image

এক রাতে ময়মনসিংহে বজ্রপাতে দুই স্থানে গ্যাসলাইনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা দুটিতে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ছাড়া আরও কয়েক লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।

গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর সিকে ঘোষ রোডের ছায়াবানী সিনেমা হলের বিপরীতে ১৪ তলা স্বপ্ননীড় টাওয়ারের নিচতলায় বজ্রপাতে গ্যাস লাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অপরদিকে রাত একটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার ফসলির মোড় আজিজ মণ্ডলের পাঁচতলা ভবনের পেছনে বজ্রপাতে গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আতিকুর রহমান বলেন, রাত সাড়ে ১২টার দিকে নগরীর সিকে ঘোষ রোডে বজ্রপাতে প্রথমে গ্যাসলাইনে আগুন লাগে। ওই গ্যাসলাইন থেকে স্বপ্ননীড় টাওয়ারের নিচতলার একটি এসিতে আগুন ছড়িয়ে পড়ে। পরে স্থানীয় বাসিন্দারা ফায়ার সার্ভিসে খবর দিলে একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই গ্যাসলাইনে লিকেজ ছিল। লিকেজের কারণেই বজ্রপাতের সময় গ্যাসলাইনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই অগ্নিকাণ্ডে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও ক্ষয়ক্ষতি হয়েছে।

অপরদিকে রাত একটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকার ফসলির মোড় আজিজ মণ্ডলের পাঁচতলা ভবনের পেছনে বজ্রপাতে গ্যাসলাইন লিকেজ হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আধ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও বলেন, দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শুরু করায় নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। না হলে বড় ধরনের ঘটনা ঘটতে পারত। কারও বাসায় গ্যাসলাইনের সমস্যা থাকলে দ্রুত মেরামত করতে হবে। ফায়ার সার্ভিস মানুষের সেবায় শুরু থেকে কাজ করে আসছে, তা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সিকে ঘোষ রোড স্বপ্ন নীড়ের বাসিন্দা মালা রানী সরকার বলেন, হঠাৎ অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্ল্যাটের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে তাড়াহুড়া করে নামতে গিয়ে আহত হন। ফায়ার সার্ভিসের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও এখনো বাসায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।

স্থানীয় বাসিন্দা নয়ন মিয়া বলেন, ‘হঠাৎ করে বজ্রপাতে আগুন ছড়িয়ে পড়লে সবার মধ্যেই আতঙ্ক চলে আসে। যাই হোক ফায়ার সার্ভিস সময় মতো আসাতে আমাদের খুব একটা ক্ষতি হয়নি। তাও যে পরিমাণ ক্ষতি হয়ে তা কেটে উঠতে আমাদের কষ্ট হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত