শামিমুজ্জামান, খুলনা
বন্ধের প্রায় ৮ বছরেও বকেয়া বেতন-ভাতা বুঝে পাননি খুলনার বেসরকারি এ্যাজাক্স জুট মিলের শ্রমিকেরা। দীর্ঘ সময়ে পাওনা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন এই মিলের ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী।
খুলনার শিরোমণিতে বেসরকারি এ্যাজাক্স জুট মিল ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। লোকসানের অজুহাতে এটি বন্ধ ঘোষণা করেন মালিক কাওসার জামান বাবলা। ওই সময় মিলে কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দেয় মালিকপক্ষ। কিন্তু আজ সাড়ে সাত বছরের বেশি সময় পরও এই টাকা পরিশোধ করা হয়নি।
এদিকে ২০১৫ সালের ৬ ডিসেম্বর কাওসার জামান বাবলা মিলটি বিক্রি করেন শিল্পপতি মান্নান তালুকদারের কাছে। মান্নান তালুকদার কেনার পর ১ হাজার ৩৫০ জন শ্রমিকের পাওনা পরিশোধ করেন।
তারপরও গত সাড়ে সাত বছরে বকেয়া পাওনা পাননি মিলের বাকি ৬১০ জন শ্রমিক-কর্মচারী। এদিকে বকেয়া পাওনার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে কাওসার জামান বাবলা এবং ১৩ জন শ্রমিক মান্নান তালুকদারের বিরুদ্ধে মামলাও করেছেন।
সেই মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি দুদকের মামলায় মান্নান তালুকদার কারাগারে রয়েছেন। এখন শ্রমিকদের বকেয়া পাওয়ার বিষয়টি রয়েছে অনিশ্চয়তার মধ্যে। বকেয়ার আশায় শ্রমিকেরা বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। অপরদিকে পাওনা না পেয়ে শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে মিলের কর্মচারী মো. হায়দার আলী বলেন, ‘সাত বছর ধরে অপেক্ষায় আছি কবে বকেয়া পাব। কিন্তু এখনো পাইনি, শুধুই আশ্বাস মিলেছে। অপরদিকে মিলের সাবেক সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদ বলেন, বন্ধের সময় ঘোষণা ছিল, এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ হবে, কিন্তু সাড়ে সাত বছরেও তা হয়নি।
মিলের শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ বলেন, ‘বকেয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি বহুবার। মিছিল, মিটিং, সমাবেশ, রাজপথ অবরোধ—কোনো কিছুতেই বকেয়া পাওয়া যায়নি। আবারও রাজপথে আন্দোলন করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
অপরদিকে ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল খান বলেন, মিলের বর্তমানে সব মিলিয়ে শ্রমিকদের পাওনা রয়েছে ১৫ কোটি টাকা। এই টাকার জন্য শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন-সংগ্রাম করছেন। বকেয়া পাওনা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি শ্রমিকদের দাবি আদায়ে রাজপথে আরও লাগাতার কর্মসূচি দেওয়ার কথা বলেন।
অপরদিকে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকেরা যাতে তাঁদের পাওনা বুঝে পান, সেই চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।
বন্ধের প্রায় ৮ বছরেও বকেয়া বেতন-ভাতা বুঝে পাননি খুলনার বেসরকারি এ্যাজাক্স জুট মিলের শ্রমিকেরা। দীর্ঘ সময়ে পাওনা না পেয়ে মানবেতর জীবন যাপন করছেন এই মিলের ৬ শতাধিক শ্রমিক-কর্মচারী।
খুলনার শিরোমণিতে বেসরকারি এ্যাজাক্স জুট মিল ২০১৩ সালে বন্ধ হয়ে যায়। লোকসানের অজুহাতে এটি বন্ধ ঘোষণা করেন মালিক কাওসার জামান বাবলা। ওই সময় মিলে কর্মরত শ্রমিকদের বকেয়া পাওনা এক মাসের মধ্যে পরিশোধের ঘোষণা দেয় মালিকপক্ষ। কিন্তু আজ সাড়ে সাত বছরের বেশি সময় পরও এই টাকা পরিশোধ করা হয়নি।
এদিকে ২০১৫ সালের ৬ ডিসেম্বর কাওসার জামান বাবলা মিলটি বিক্রি করেন শিল্পপতি মান্নান তালুকদারের কাছে। মান্নান তালুকদার কেনার পর ১ হাজার ৩৫০ জন শ্রমিকের পাওনা পরিশোধ করেন।
তারপরও গত সাড়ে সাত বছরে বকেয়া পাওনা পাননি মিলের বাকি ৬১০ জন শ্রমিক-কর্মচারী। এদিকে বকেয়া পাওনার দাবিতে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরে কাওসার জামান বাবলা এবং ১৩ জন শ্রমিক মান্নান তালুকদারের বিরুদ্ধে মামলাও করেছেন।
সেই মামলা বিচারাধীন রয়েছে। সম্প্রতি দুদকের মামলায় মান্নান তালুকদার কারাগারে রয়েছেন। এখন শ্রমিকদের বকেয়া পাওয়ার বিষয়টি রয়েছে অনিশ্চয়তার মধ্যে। বকেয়ার আশায় শ্রমিকেরা বিভিন্ন মহলে যোগাযোগ করেও কোনো সুরাহা পাননি। অপরদিকে পাওনা না পেয়ে শ্রমিকেরা অর্ধাহারে-অনাহারে দিন কাটাচ্ছেন।
এ ব্যাপারে মিলের কর্মচারী মো. হায়দার আলী বলেন, ‘সাত বছর ধরে অপেক্ষায় আছি কবে বকেয়া পাব। কিন্তু এখনো পাইনি, শুধুই আশ্বাস মিলেছে। অপরদিকে মিলের সাবেক সিবিএ সভাপতি মুক্তিযোদ্ধা ওয়াহেদ মুরাদ বলেন, বন্ধের সময় ঘোষণা ছিল, এক মাসের মধ্যে বকেয়া পরিশোধ হবে, কিন্তু সাড়ে সাত বছরেও তা হয়নি।
মিলের শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ বলেন, ‘বকেয়ার জন্য আমরা রাজপথে আন্দোলন করেছি বহুবার। মিছিল, মিটিং, সমাবেশ, রাজপথ অবরোধ—কোনো কিছুতেই বকেয়া পাওয়া যায়নি। আবারও রাজপথে আন্দোলন করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’
অপরদিকে ব্যক্তিমালিকানাধীন পাট সুতা বস্ত্রকল শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. গোলাম রসুল খান বলেন, মিলের বর্তমানে সব মিলিয়ে শ্রমিকদের পাওনা রয়েছে ১৫ কোটি টাকা। এই টাকার জন্য শ্রমিকেরা দিনের পর দিন আন্দোলন-সংগ্রাম করছেন। বকেয়া পাওনা না পেয়ে শ্রমিকেরা মানবেতর জীবন যাপন করছেন। তিনি শ্রমিকদের দাবি আদায়ে রাজপথে আরও লাগাতার কর্মসূচি দেওয়ার কথা বলেন।
অপরদিকে বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালক মো. মিজানুর রহমান বলেন, শ্রমিকেরা যাতে তাঁদের পাওনা বুঝে পান, সেই চেষ্টা করা হচ্ছে। মালিকপক্ষের সঙ্গে যোগাযোগও করা হচ্ছে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫