Ajker Patrika

নবীজির নামে কোরবানি দেওয়া যাবে কি

মুফতি আবু দারদা
নবীজির নামে কোরবানি দেওয়া যাবে কি

সামর্থ্যবানদের জন্য নিজের নামে কোরবানি দেওয়া আবশ্যক। আর কোনো ব্যক্তি যদি মৃত্যুর আগে কোরবানি করার অসিয়ত করে যান, তাহলে তাঁর সম্পদের এক-তৃতীয়াংশ থেকে কোরবানি করা আবশ্যক। এ ছাড়া যেকোনো মৃত মানুষের পক্ষ থেকে কোরবানি করা জায়েজ। এটি হবে নফল কোরবানি।

আর কোরবানি যদি হয় পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর নামে, তাহলে তা হবে সেরা কোরবানি। সামর্থ্যবান ব্যক্তি যদি নিজের ওয়াজিব কোরবানি আদায়ের পাশাপাশি মহানবী (সা.)-এর নামেও কোরবানি দেন বা অংশীদারি কোরবানির একটি অংশ সবাই মিলে মহানবী (সা.)-এর নামে দেন, তাহলে তা জায়েজ হবে।

যেমন ধরুন, ছয়জনে মিলে একটি গরু কোরবানি দিলেন, সপ্তম ভাগটি মহানবী (সা.)-এর নামে কোরবানি দিলেন। এটি অবশ্যই জায়েজ এবং বড় সৌভাগ্যের ব্যাপার। একইভাবে তিনজনে মিলে কোরবানি দিচ্ছেন, প্রতি জন দুই ভাগ করে, সপ্তম ভাগটি মহানবী (সা.)-এর নামে কোরবানি দিলেন। তাও জায়েজ হবে। এই ভাগের খরচ সবাই সমানভাবে বহন করবেন। এককভাবে কেউ বহন করলেও কোনো অসুবিধা নেই।

হাদিসে এসেছে, মহানবী হজরত মুহাম্মদ (সা.) মৃত্যুর আগে হজরত আলী (রা.)-কে তাঁর জন্য কোরবানি করার অসিয়ত করে গিয়েছিলেন। তাই হজরত আলী (রা.) প্রতিবছরই মহানবীর নামে কোরবানি দিতেন। (আবু দাউদ: ২৭৯০; তিরমিজি: ১৪৯৫; মুসনাদে আহমদ: ৮৪৩) 

লেখক: ইসলামবিষয়ক গবেষক

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত