Ajker Patrika

বাজতে শুরু করেছে বিদায়ের ঘণ্টা

ইলিয়াস কমল, ঢাকা
আপডেট : ২৯ নভেম্বর ২০২২, ১১: ০১
বাজতে শুরু করেছে বিদায়ের ঘণ্টা

এই তো সেদিন শুরু হলো ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আয়োজন। এরই মধ্যে বিদায়ের সুরও বাজতে শুরু করেছে কোনো কোনো দলের।তাদের কান্নায় ভিজতে শুরু করেছে তপ্ত মরুর বালু। খাঁ খাঁ করা বালু যেন এখন মুখ হাঁ করে তাকিয়ে আছে আরও দল আর তারকাদের অশ্রু বর্ষণের দিকে। সবাই তো আর শিরোপা জয়ের হাসিতে হাসবে না। হাসবে একটা মাত্র দল।

বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম দুই রাউন্ডের খেলা শেষ হয়েছে গত রাতে। এরই মধ্যে গ্রুপের হিসাব সহজ করে দিয়ে কেউ কেউ দিন গুনছে দেশের ফ্লাইট ধরার। তবে কারও কারও ভাগ্য ঝুলে আছে গ্রুপ পর্বের শেষ ম্যাচের দিকে, যেটি দিয়ে চূড়ান্ত হবে প্রথমবারের মতো হওয়া ‘শীতকালীন’ বিশ্বকাপের নকআউট পর্বের তালিকা।

বিশ্বকাপের স্বাগতিক কাতারের বিশ্বকাপ অভিযান আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাচ্ছে আজই। নিজেদের গ্রুপের প্রথম দুই ম্যাচ হেরে ইতিমধ্যেই বিশ্বকাপের আর কোনো হিসাবে নেই তারা। সবার আগে বিশ্বকাপ শুরু করা কাতারের বিদায়ও নিশ্চিত হয়েছে সবার আগে। ‘এ’ গ্রুপ থেকে বাকি তিন দলেরই রয়েছে দ্বিতীয় রাউন্ডে যাওয়ার সুযোগ। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে নেদারল্যান্ডস ও ইকুয়েডর কিছুটা এগিয়ে থাকলেও সেনেগালেরও রয়েছে সেখানে যাওয়ার সুযোগ। আজ শেষ দিনের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে জয় পেলে ইকুয়েডরই বরং বিদায় নেবে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ দিয়েই।

‘বি’ গ্রুপ থেকে এখনো কেউ-ই নিশ্চিত বিদায় নেয়নি। তবে কিছুটা এগিয়ে আছে ইংলিশরা। ওয়েলসের বিপক্ষে ১ পয়েন্ট পেলেও দ্বিতীয় পর্ব নিশ্চিত করবে তারা। তখন বাদ যাবে গ্যারেথ বেলের ওয়েলস। অন্য ম্যাচে ইরান-যুক্তরাষ্ট্রের খেলার ফলের ওপর নির্ভর করবে কে হাসবে আর কাঁদবে কে!

‘সি’ গ্রুপের সবচেয়ে বড় দল হচ্ছে লিওনেল মেসির আর্জেন্টিনা। এখন পর্যন্ত সবচেয়ে বড় অঘটনের শিকার হয়ে ২ ম্যাচ শেষে তাদের মাত্র ৩ পয়েন্ট। দ্বিতীয় পর্ব নিশ্চিত করতে গ্রুপের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে জয়ের বিকল্প নেই তাদের। আর্জেন্টিনার জয়ে বাজতে পারে পোলিশদের বিদায় ঘণ্টাও। একই সঙ্গে সৌদি আরব-মেক্সিকোর সমীকরণও সহজ নয়। তবে সৌদি জিতে গেলে নিশ্চিত তাদের পরের পর্ব।

বর্তমান চ্যাম্পিয়ন ফ্রান্স প্রথম রাউন্ড থেকে বাদ পড়ার ‘অপবাদ’ কাটিয়ে সবার আগে দ্বিতীয় পর্ব নিশ্চিত করেছে। অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচ জিতলে সুযোগ খুলে যাবে ডেনমার্ক, তিউনিসিয়া—দুই দলেরই। তাদের মধ্যে যারা জিতবে, তারাই তখন ফ্রান্সের সঙ্গী হবে পরের রাউন্ডে।

দুই সাবেক চ্যাম্পিয়নের গ্রুপ ‘ই’। চারবারের চ্যাম্পিয়ন জার্মানি নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে হেরে অঘটনের শিকার হয়েছে।নিজেদের শেষ ম্যাচের ফলের দিকে ঝুঁকে আছে স্পেন-জার্মানসহ চার দলেরই ভবিষ্যৎ।

গত বিশ্বকাপের ফাইনালিস্ট ও সেমিফাইনালিস্টরা আছে ‘এফ’ গ্রুপে। প্রথম ম্যাচ দারুণ জয় দিয়ে শুরু করলেও মরক্কোর কাছে হেরে গ্রুপে নড়বড়ে অবস্থায় বেলজিয়াম। গ্রুপ থেকে ইতিমধ্যেই বিদায় নিশ্চিত হওয়া কানাডার বিপক্ষে মরক্কো জিতলেও নিশ্চিত হবে না তাদের দ্বিতীয় পর্ব; তাকিয়ে থাকতে হবে বেলজিয়াম-ক্রোয়েশিয়া ম্যাচের দিকে। তিন দলেরই সুযোগ আছে নকআউট পর্বে খেলার। ষষ্ঠ শিরোপার মিশনে দারুণ শুরু করেছে ব্রাজিল। তবে গ্রুপের ফল অবশ্য বলছে ব্রাজিল-সুইজারল্যান্ড দুই দলেরই সুযোগ স্পষ্ট। গতকালের ম্যাচের পর অনেকটা পরিষ্কার হবে এই গ্রুপ থেকে কে কে যেতে পারে পরের রাউন্ডে।

‘মৃত্যুকূপ’ বলে পরিচিত গ্রুপ ‘এইচ’। সুপারস্টার রোনালদোর বিশ্বকাপ জয়ের শেষ অভিযানে দারুণ শুরু করেছে তারা। এই গ্রুপের সব দলেরই সমান সুযোগ রয়েছে শেষ ষোলোয় যাওয়ার। আগামী ২ ডিসেম্বর গ্রুপ পর্বের শেষ দিনেই নির্ধারিত হবে কে কে যাচ্ছে পরের রাউন্ডে। প্রথম পর্বের দুটি চক্র শেষে আজ শুরু শেষ চক্রকে ‘বিদায়ের চক্র’ও বলা যায়। আজ থেকে প্রতিদিনই কেউ না কেউ বিদায় নিতে থাকবে মরুর দেশের এ বিশাল আয়োজন থেকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত