Ajker Patrika

পুরোনো ‘মরা ছড়া’য় প্রাচীর যুবলীগ নেতার

হাটহাজারী প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১৩: ০৮
পুরোনো ‘মরা ছড়া’য় প্রাচীর যুবলীগ নেতার

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের পানি নিষ্কাশনের একমাত্র পথ ‘মরা ছড়া’। শত বছরের পুরোনো এই ছড়াটির একটি অংশ দখল করে এক যুবলীগ নেতা সীমানা প্রাচীর নির্মাণ করেছেন বলে অভিযোগ উঠেছে। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অজ্ঞাত কারণে কোনো কার্যকর নিচ্ছে না।

তিনি রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় বাধা ছাড়াই প্রাচীর নির্মাণ করছেন বলে এলাকার বাসিন্দারা অভিযোগ করেছেন। তবে ভয়ে তাঁদের কেউই নাম প্রকাশ করতে চাননি। তাঁরা এখানে প্রতিবন্ধকতা সৃষ্টি হলে বর্ষাকালে জলাবদ্ধতার সৃষ্টির আশঙ্কা করছেন।

ওই ওয়ার্ডের নন্দিরহাটের পশ্চিম দিক দিয়ে ডুলুনিয়া ডালা সড়ক ধরে বয়ে গেছে ছড়াটি। স্থানীয় ‘মরা ছড়া’ নামে পরিচিত এই নালা দিয়ে বর্ষাকালে মাহমুদাবাদ এলাকার পাহাড়ি ঢল গিয়ে হালদা নদীতে পড়ে। সপ্তাহখানেক ধরে ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি ছড়াটির মাটি কেটে সীমানা প্রাচীর নির্মাণ করছেন। সরেজমিনে গত বৃহস্পতিবারও সেখানে নির্মাণকাজ চলতে দেখা যায়।

এ ব্যাপারে সংশ্লিষ্ট কারও অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্ন করলে মোহাম্মদ শফি দম্ভের সঙ্গে বলেন, ‘আপনাদের এসব নিয়ে চিন্তা করতে হবে না। আমার জায়গায় আমি সীমানা প্রাচীর নির্মাণ করছি। কারও অনুমতির নেওয়ার প্রয়োজন নাই।’

শফি আরও বলেন, ‘আমি দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক। আপনারা কী করতে পারেন-তা আমি দেখব। আমার কাজ আমি করি, আপনাদের কাজ আপনারা করেন।’

এ বিষয়ে জানতে চাইলে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি গাজী মোহাম্মদ শফিউল আজিম মোবাইল ফোনে বলেন, ‘নন্দির হাট এলাকায় ছড়া দখল করে অবৈধভাবে সীমানা প্রাচীর নির্মাণ করার বিষয়টি আমার জানা নেই।’ তবে তিনি শিগগিরই করপোরেশনের লোক পাঠিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা-ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

গায়ে কেরোসিন ঢেলে কলেজছাত্রীর আত্মহনন, পলাতক ইমাম গ্রেপ্তার

সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকেরা পাচ্ছেন গেজেটেড মর্যাদা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত