Ajker Patrika

প্রতীক নিতেই লঙ্ঘন স্বাস্থ্যবিধি

মহিউদ্দিন রানা, ঈশ্বরগঞ্জ
Thumbnail image

সপ্তম ধাপে ঈশ্বরগঞ্জ উপজেলার ১১ ইউনিয়ন পরিষদে (ইউপি) ৭ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল রোববার ছিল প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দের দিন। এ দিন স্বাস্থ্যবিধি  ও আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থী-সমর্থকেরা হাজির হন উপজেলা পরিষদে। এতে একদিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে তৈরি হয় যানজট, অন্যদিকে পথচারীদের পোহাতে হয়েছে অবর্ণনীয় দুর্ভোগ।

দেখা গেছে, প্রতীক নিতে আসা অধিকাংশ প্রার্থী ও সমর্থকের মুখে মাস্ক ছিল না। কয়েকজনের মাস্ক থাকলেও সেগুলো ঝুলে ছিল থুতনিতে। এ ছাড়া চেয়ারম্যান, সংরক্ষিত নারী ও সাধারণ সদস্য প্রার্থীদের কর্মী-সমর্থকদের উপচে পড়া ভিড় ছিল ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কসহ পৌর এলাকার অলি-গলি।

এ সময় আরও দেখা যায়, উপজেলা পরিষদ প্রাঙ্গণের সামনে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বসে অস্থায়ী অনেক বাঁশির দোকান। যেখান থেকে হাজার হাজার কর্মী-সমর্থক বাঁশি কেনেন। ওই বাঁশিগুলোর শব্দ দূষণে অতিষ্ঠ হয়ে পড়েন পথচারী, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী এবং বেসরকারি বিভিন্ন ব্যাংকসহ পৌর এলাকার বিভিন্ন বাসা-বাড়ির বাসিন্দারা।

মো. এমদাদুল হক নামে এক পথচারী বলেন, প্রার্থী-সমর্থকদের মিছিল ও মোটরসাইকেল মহড়ার উপচে পড়া ভিড়ে মহাসড়ক জুড়ে তীব্র যানজট তৈরি হয়। যে কারণে বিভিন্ন যানবাহনসহ পথচারীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়েছে।

ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী নিয়ে আসা এক অভিভাবক বিরক্ত হয়ে বলেন, হাসপাতালের ভেতরে মিছিল ও বাঁশির শব্দ দূষণে রোগীদের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে। হাসপাতালের মতো একটা জায়গায় এগুলো বন্ধ করতে উপজেলা প্রশাসনের আরও তৎপর হওয়া উচিত ছিল। মুক্তাদির আহমেদ অর্নব নামে এক ব্যাংক কর্মকর্তা বলেন, করোনার সময়ে ওই সব মিছিল ও মহড়ায় একে তো স্বাস্থ্যবিধি উপেক্ষিত। অন্যদিকে মিছিল ও বাঁশির শব্দ দূষণের কারণে সকাল থেকেই কাজের ব্যাঘাত ঘটেছে।

এ বিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের মিয়া বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং কোনো প্রকার বিশৃঙ্খলা যাতে না হয়, এ জন্য সকাল থেকেই মাঠে তৎপর ছিল পুলিশ। এ ছাড়া শৃঙ্খলা বজায় রাখতে কর্মী-সমর্থকদের কাছ থেকে অসংখ্য বাঁশি জব্দ করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুল হক বলেন, ‘সকাল থেকেই অফিসে রয়েছি। বাইরের পরিস্থিতি সম্পর্কে তেমন অবগত নই। প্রতীক বরাদ্দের আগে মিছিল করার কোনো নিয়ম নেই। এ বিষয়ে প্রার্থীদের আগেই আচরণবিধি কপি দিয়ে দিয়েছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন বলেন, প্রতীক বরাদ্দের আগে নির্বাচনী মহড়া, বাঁশি বাজিয়ে মিছিল, আচরণবিধি লঙ্ঘন। সেই সঙ্গে বর্তমান করোনা 
পরিস্থিতির নীতিমালা পরিপন্থী। যা মোটেই কাম্য নয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত