তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
সিরাজগঞ্জের তাড়াশে গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের ব্যারাকগুলোর টিনশেড ভেঙে গেছে। ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। রোদ আর বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাউনি হিসেবে পলিথিন ব্যবহার করছেন বাসিন্দারা। ১৮ বছরেও সংস্কার করা হয়নি। এতে ব্যারাকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাঁদের দাবি, সরকার যেন দ্রুত ওই ঘরগুলো মেরামত করে বসবাসের উপযোগী করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১২টি ব্যারাক সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়। ওই সময় উপজেলার আড়ংগাইল, বড়মাঝদক্ষিণা, বড় পওতা, বস্তুল, বিনসাড়া, দেশীগ্রাম, কুমাল্লু, মাগুড়া মুকুন্দসহ আটটি গ্রামে ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে ১২টি ব্যারাক নির্মাণ করা হয়। আর এতে হতদরিদ্র ৬৩৪ পরিবার বাস শুরু করে। সেখানে তাঁদের নামে জায়গা ও ঘর লিখে দেওয়া হয়। কিন্তু এর পর থেকে আর সংস্কার বা পুনর্নির্মাণ কোনোটাই করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দ, বিনসাড়া, বস্তুল, বড় পওতায় গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রগুলো সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে। এখানকার টিনশেডে নির্মিত ব্যারাকের সব ঘর এখন জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘরগুলোর টিনের ছাউনিতে বড় বড় ছিদ্র। বেড়া ও আরসিসি খুঁটি অনেকটা ভেঙে পড়েছে। ব্যারাকের ঘরের টিনগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে বসবাস করতে হচ্ছে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের। আবার কেউ কেউ পলিথিন পেপার টানিয়ে বসবাস করছেন। কেউবা গুচ্ছগ্রাম ছেড়ে অন্যত্র চলেও গেছেন।
গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানে আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে তাঁরা দিনযাপন করছেন, সেখানে ভেঙে যাওয়া ঘর মেরামত যেন তাঁদের কাছে স্বপ্নের মতো।
মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দ গুচ্ছগ্রাম আশ্রয়ণে বসবাসকারী জবেদা খাতুন, সালেকা, মাজেদা, দুলালী, আলেয়া খাতুনসহ অনেকে জানান, তাঁদের কাছে পরিবারের প্রতিদিনের খাবার জোগানোই কষ্টকর। দিন এনে দিন খান। তাঁরা কীভাবে ঘর সংস্কার করবেন। সরকারের কাছে তাঁদের একটাই দাবি, ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করে দেওয়া হোক।
বারুহাস ইউনিয়নের বড়পওতা গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী মো. হেলাল উদ্দিন বলেন, এ গুচ্ছগ্রামে ৪০টি পরিবার বসবাস করে। কিন্তু এখানকার ব্যারাকের ঘরগুলোর টিনশেড নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ঘরে বৃষ্টির সময় পলিথিন দিয়ে থাকতে হয়। পাশাপাশি গুচ্ছগ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করাসহ সরকারের প্রতি ওই শেডগুলো দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে বারুহাস ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, সরকারি বরাদ্দের টাকায় গড়ে তোলা ঘরগুলো মেরামত করা দরকার। সেই সঙ্গে গুচ্ছগ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করাও প্রয়োজন। তিনি সরকারের প্রতি উপজেলার সব আশ্রয়ণ কেন্দ্র সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। সরকারি বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত আশ্রয়ণ কেন্দ্রের ব্যারাকগুলো মেরামত করা হবে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ইতিমধ্যে গুচ্ছগ্রাম আশ্রয়ণের ঘরগুলো মনিটরিংয়ের জন্য সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুনের সমন্বয়ে একটি দল গঠন করে দেওয়া হয়েছে। ঘরগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য খুব দ্রুতই সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি নির্দেশনা পেলে ঘরগুলো মেরামত করা হবে।
সিরাজগঞ্জের তাড়াশে গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রের ব্যারাকগুলোর টিনশেড ভেঙে গেছে। ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। রোদ আর বৃষ্টি থেকে রক্ষা পেতে ছাউনি হিসেবে পলিথিন ব্যবহার করছেন বাসিন্দারা। ১৮ বছরেও সংস্কার করা হয়নি। এতে ব্যারাকগুলো ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছেছে। তাঁদের দাবি, সরকার যেন দ্রুত ওই ঘরগুলো মেরামত করে বসবাসের উপযোগী করে দেয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, ১৯৮৮ থেকে ২০০৪ সাল পর্যন্ত ১২টি ব্যারাক সরকারি অর্থায়নে নির্মাণ করা হয়। ওই সময় উপজেলার আড়ংগাইল, বড়মাঝদক্ষিণা, বড় পওতা, বস্তুল, বিনসাড়া, দেশীগ্রাম, কুমাল্লু, মাগুড়া মুকুন্দসহ আটটি গ্রামে ১ নম্বর খাস খতিয়ানের সরকারি জমিতে ১২টি ব্যারাক নির্মাণ করা হয়। আর এতে হতদরিদ্র ৬৩৪ পরিবার বাস শুরু করে। সেখানে তাঁদের নামে জায়গা ও ঘর লিখে দেওয়া হয়। কিন্তু এর পর থেকে আর সংস্কার বা পুনর্নির্মাণ কোনোটাই করা হয়নি।
সরেজমিনে দেখা গেছে, উপজেলার মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দ, বিনসাড়া, বস্তুল, বড় পওতায় গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রগুলো সারিবদ্ধভাবে গড়ে তোলা হয়েছে। এখানকার টিনশেডে নির্মিত ব্যারাকের সব ঘর এখন জরাজীর্ণ হয়ে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে।
ঘরগুলোর টিনের ছাউনিতে বড় বড় ছিদ্র। বেড়া ও আরসিসি খুঁটি অনেকটা ভেঙে পড়েছে। ব্যারাকের ঘরের টিনগুলো মরিচা ধরে নষ্ট হয়ে গেছে। বৃষ্টিতে ভিজে আর রোদে পুড়ে বসবাস করতে হচ্ছে আশ্রয়ণ কেন্দ্রের বাসিন্দাদের। আবার কেউ কেউ পলিথিন পেপার টানিয়ে বসবাস করছেন। কেউবা গুচ্ছগ্রাম ছেড়ে অন্যত্র চলেও গেছেন।
গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী পরিবারগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, যেখানে আর্থিক অভাব-অনটনের মধ্য দিয়ে তাঁরা দিনযাপন করছেন, সেখানে ভেঙে যাওয়া ঘর মেরামত যেন তাঁদের কাছে স্বপ্নের মতো।
মাগুড়াবিনোদ ইউনিয়নের মাগুড়া মুকুন্দ গুচ্ছগ্রাম আশ্রয়ণে বসবাসকারী জবেদা খাতুন, সালেকা, মাজেদা, দুলালী, আলেয়া খাতুনসহ অনেকে জানান, তাঁদের কাছে পরিবারের প্রতিদিনের খাবার জোগানোই কষ্টকর। দিন এনে দিন খান। তাঁরা কীভাবে ঘর সংস্কার করবেন। সরকারের কাছে তাঁদের একটাই দাবি, ঘরগুলো সংস্কার করে বসবাসের উপযোগী করে দেওয়া হোক।
বারুহাস ইউনিয়নের বড়পওতা গুচ্ছগ্রাম আশ্রয়ণ কেন্দ্রে বসবাসকারী মো. হেলাল উদ্দিন বলেন, এ গুচ্ছগ্রামে ৪০টি পরিবার বসবাস করে। কিন্তু এখানকার ব্যারাকের ঘরগুলোর টিনশেড নষ্ট হয়ে যাচ্ছে। অনেক ঘরে বৃষ্টির সময় পলিথিন দিয়ে থাকতে হয়। পাশাপাশি গুচ্ছগ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা করাসহ সরকারের প্রতি ওই শেডগুলো দ্রুত মেরামত করার দাবি জানান তিনি।
এ বিষয়ে বারুহাস ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক বলেন, সরকারি বরাদ্দের টাকায় গড়ে তোলা ঘরগুলো মেরামত করা দরকার। সেই সঙ্গে গুচ্ছগ্রামের পানি নিষ্কাশনের জন্য ড্রেনেজ ব্যবস্থা সংস্কার করাও প্রয়োজন। তিনি সরকারের প্রতি উপজেলার সব আশ্রয়ণ কেন্দ্র সংস্কারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস আজকের পত্রিকাকে বলেন, ‘বিষয়টি আমাদের নজরে আছে। সরকারি বরাদ্দ পেলে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত আশ্রয়ণ কেন্দ্রের ব্যারাকগুলো মেরামত করা হবে।’
জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেজবাউল করিম বলেন, ইতিমধ্যে গুচ্ছগ্রাম আশ্রয়ণের ঘরগুলো মনিটরিংয়ের জন্য সহকারী কমিশনার লায়লা জান্নাতুল ফেরদৌস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নুর মামুনের সমন্বয়ে একটি দল গঠন করে দেওয়া হয়েছে। ঘরগুলো সংস্কার বা নতুন করে নির্মাণের জন্য খুব দ্রুতই সব তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি নির্দেশনা পেলে ঘরগুলো মেরামত করা হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫