Ajker Patrika

ঘাটাইলে বাল্যবিবাহকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ০২ নভেম্বর ২০২১, ১৮: ২০
ঘাটাইলে বাল্যবিবাহকে লালকার্ড দেখাল শিক্ষার্থীরা

ঘাটাইলে বাল্যবিবাহকে লালকার্ড দেখিয়েছে ছাত্রীরা। গলগণ্ডা পাবলিক উচ্চবিদ্যালয়ের মাঠে গত রবিবার এই বাল্যবিবাহ বিরোধী প্রচার অনুষ্ঠান করা হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়ার্ল্ড কনসার্ন বাংলাদেশ এর আয়োজন করে। প্রধান অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আসাদুল ইসলাম। সভাপতিত্ব করেন জামুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইখলাক হোসেন খান শামীম।

‘বাল্য বিবাহকে না বলি, সুস্থ সুন্দর দেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে ‘১৮-এর আগে বিয়ে নয়’ বিষয়ক এই প্রচার অনুষ্ঠানে জামুরিয়া ইউনিয়নের পাঁচটি স্কুলের শতাধিক শিক্ষার্থী ও অভিভাবকেরা অংশ নেন। এ সময় তাঁরা ‘বাল্যবিবাহকে লালকার্ড’ লেখা ফেস্টুন হাতে নিয়ে তাঁরা এই সামাজিক ব্যাধি প্রতিরোধের শপথ নেন।

বক্তারা বাল্যবিবাহ প্রতিরোধে অভিভাবকদের বিশেষ ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। তাঁরা বিদ্যালয়ে ছেলে-মেয়েদের নৈতিক শিক্ষা দেওয়ার ব্যবস্থা করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন। বাল্যবিবাহ প্রতিরোধে সকল শ্রেণি পেশার মানুষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

ক্যাম্পেইনে উপস্থিত ওই বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী চাঁদনী আক্তার বলেন, এই সামাজিক সমস্যা প্রতিরোধের জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞ। পড়ালেখা করে আমরা অনেক দূর যেতে চাই।

সভায় বক্তব্য দেন মমরেজ গলগন্ডা পাবলিক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু হানিফ খান, প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির ঘাটাইল শাখার সাধারণ সম্পাদক নাজমুল হাসান সোহাগ, কাজী রেজাউল হক সিজার, জেমস সানি বৈরাগী প্রমুখ। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত