Ajker Patrika

সেঞ্চুরিয়ান পেঁয়াজ

সম্পাদকীয়
সেঞ্চুরিয়ান পেঁয়াজ

পেঁয়াজের দাম নিয়েই কথা হোক। এই তো কয়েক সপ্তাহ ধরে আলোচনায় ছিল গরুর মাংসের দাম। ৮০০ টাকা থেকে ৬০০ টাকায় গোত্তা খেয়ে নামল গরুর মাংস। যাঁরা উচ্চমূল্যের কারণে গরুর মাংস খাননি অনেক দিন, তাঁদেরও কৌতূহল হয়েছিল এই দাম কমায়। অনেকেই বাজারে গিয়ে পরখ করে এসেছেন, সত্যিই কি দাম কমেছে? একসময় অন্তত রাজধানীর মানুষ নিশ্চিত হয়েছেন, হ্যাঁ, গরুর মাংসের দাম সত্যিই কমেছে। কোনো কোনো বিক্রেতা প্রথম কয়েক দিন গাঁইগুঁই করেছেন, বলেছেন, দাম কমানো একেবারেই সম্ভব নয়। ৬০০ টাকায় গরুর মাংস বিক্রি করলে তাদের লোকসান হবে। কিন্তু কী অদ্ভুত ব্যাপার, এখন দিব্যি কমে যাওয়া দরে মাংস বিক্রি হচ্ছে।

মাংসবিক্রেতারা লোকসানে মাংস বিক্রি করছেন, এটা পৃথিবীর সবচেয়ে বড় বোকাও ভাববে বলে মনে হয় না। তবে ৬০০ টাকা কেজি দরের মাংসে নাকি চর্বি আর হাড়ের পরিমাণ বাড়িয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা যে বিক্রেতার অসাধুতা, সেটা বলে দিতে হয় না।

মাংসের দাম কিছুটা সহনশীল হয়েছে বটে, কিন্তু তাতে পেঁয়াজ আর আলুর মেজাজ ঠান্ডা হয়নি। এই দুই পণ্যের ব্যবসায়ীরা ঠিকই বাড়তি দাম আদায় করে নিচ্ছেন। গ্রামে গিয়ে খোঁজ নিলে বা কোল্ডস্টোরেজের আশপাশে গিয়ে খোঁজ নিলে বোঝা যাবে, কত টাকায় বিকোচ্ছে এই পণ্যদ্বয়। এরপর বাজারগুলোয় কেন এই অগ্নিমূল্য, সে প্রশ্ন উঠে আসবে মানুষের মনে। এবং দেখা যাবে, সিন্ডিকেটের কাছে কতটা অসহায় হয়ে আছে মানুষের জীবন।

গরুর মাংসের দাম কমার অন্যতম কারণ ছিল, গরিব মানুষের পাশাপাশি মধ্যবিত্ত মানুষও গরুর মাংস কেনা ছেড়ে দিয়েছিল, কিংবা কিনছিল এতটাই কম, গরুর বাজারে চাহিদার চেয়ে জোগান বেড়ে গিয়েছিল অনেক। পেঁয়াজ আর আলুর দাম নাগালের মধ্যে থাকায় মানুষ হয়তো কেনা কমায়নি। কিংবা এমনও হতে পারে, দাম বেড়ে যাওয়ায় ‘স্টক’ করার জন্য প্রয়োজনের চেয়ে বেশি করে কিনে নিচ্ছে।

নতুন আলু উঠেছে বাজারে, তারপরও পুরোনো আলুর কদর কমেনি। দামও থাকছে পঞ্চাশের ঘরে। আর পেঁয়াজ? সেঞ্চুরি করার পর আর নতুন করে ব্যাটিং করতেই নামছে না। একইভাবে ক্রিজ আঁকড়ে পড়ে আছে। সরকারসহ কেউই তাকে আউট করতে পারছে না। 
পেঁয়াজের দাম ক্লিন বোল্ড হোক, সেটা যদি না-ও চাওয়া হয়, তার এই ছক্কা-চার মারামারির জায়গায় অন্তত মেডেন ওভার পাওয়া কিংবা ওভারপ্রতি এক-দুই রান দেওয়ার যোগ্য কোনো বোলার কি রাষ্ট্রব্যবস্থার কোথাও নেই? পেঁয়াজের দাম তিন অঙ্কে যাবে কেন, কেনই-বা ফসল ফলিয়ে কৃষক গরিব থেকে আরও গরিব হবে, আর আঙুল ফুলে কলাগাছ হবে অসাধু ব্যবসায়ীরা?

আসলে বাজার থেকে এই অরাজকতা দূর করতে হলে যে শক্ত সিদ্ধান্ত নেওয়া দরকার, সে সিদ্ধান্ত নেওয়ার কোনো লক্ষণ কোথাও দেখা যাচ্ছে না। এই অরাজকতা মেনে নিয়েই চলছে বাজার। সিন্ডিকেটের ঘাড়ে একটা ধাক্কা দিতে না পারলে পেঁয়াজ নামক ব্যাটসম্যান দাপটের সঙ্গেই ব্যাট করতে থাকবে!

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত