Ajker Patrika

কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

দোয়ারাবাজার ও জগন্নাথপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৩: ৩০
কমছে পানি, বাড়ছে দুর্ভোগ

সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় বন্যার পানি কমতে শুরু করেছে। পানি কমলেও বেড়েছে দুর্ভোগ। উপজেলা সদরের সংযোগ সড়কসহ প্রতিটি গ্রামীণ সড়কে কাদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কাদা মাড়িয়ে দৈনন্দিন কাজে বের হচ্ছেন মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার বিভিন্ন এলাকায় এখন পর্যন্ত বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। ঝড়-বৃষ্টি ও ঢলের পানিতে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ চলছে। মৎস্যচাষিরা বন্যায় ক্ষতিগ্রস্ত পুকুর মেরামতে ব্যস্ত সময় পার করছেন। রাস্তা ও লোকালয় থেকে বন্যার পানি কমলেও ফসলি জমিতে এখনো পানিতে তলিয়ে আছে। রাস্তাঘাট চলাচলের অনুপযোগী হওয়ায় গাড়ি চলাচল এখনো স্বাভাবিক হয়নি। দোয়ারাবাজার-শরীফপুর সড়কে পানি রয়েছে।

আলীপুর গ্রামের কৃষক কাজল মিয়া বলেন, ‘ধান খেত এখনো পানির নিচে। ধান সবেমাত্র পাকতে শুরু করেছিল। পানি না কমা পর্যন্ত এখন আর ধান কাটা সম্ভব না।’

একই গ্রামের মৎস্যচাষি সিরাজ মিয়া বলেন, ‘আমার পাঁচটি পুকুরের মাছ বন্যার পানিতে ভেসে গেছে। একটি পুকুরের মাছ পর্যন্ত বিক্রি করতে পারিনি। মাছ চাষ করে লাখ লাখ ঋণগ্রস্ত হয়ে পড়েছি।’

উপজেলার নূরপুর গ্রামের বাসিন্দা ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আব্দুর রউফ বলেন, ‘পানি কমলেও কাদা ও জলাবদ্ধতার কারণে রাস্তায় চলাচল করা যাচ্ছে না। বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করা কষ্টকর হয়ে পড়েছে।’

দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেবাংশু কুমার সিংহ বলেন, ‘পানি কমতে শুরু করেছে। বন্যার্ত এলাকা পরিদর্শন করে বন্যাদুর্গতদের সার্বক্ষণিক খোঁজ নেওয়া হচ্ছে। বন্যার্তদের মধ্যে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।’

জগন্নাথপুর: বিদ্যুৎ না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে উপজেলাবাসীকে। সিলেটের বন্যা পরিস্থিতি অবনতির কারণে একটি বিদ্যুতের সাবস্টেশন পানিতে তলিয়ে যাওয়ায় এ উপজেলাসহ সিলেটের বিভিন্ন স্থানে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। গত মঙ্গলবার দুপুর ২টার পর থেকে গতকাল বুধবার বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। কখন বিদ্যুৎ সরবরাহ করা হতে পারে তা নিশ্চিত করতে পারছেন না সংশ্লিষ্টরা। তবে পানি নিষ্কাশনের কাজ চলছে।

এদিকে টানা ২৭ ঘণ্টা বিদ্যুৎহীনতার সঙ্গে মোবাইল ফোনের নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবায় বিপর্যয় দেখা দিয়েছে উপজেলাজুড়ে। এ ছাড়া জ্যৈষ্ঠের এই তীব্র গরমে জন-জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। বাসা-বাড়িতে পানি সংকট, অফিস-দোকানপাটে নেমে এসেছে অন্ধকার।

জগন্নাথপুর উপজেলা আবাসিক প্রকৌশলী (বিদ্যুৎ) আজিজুল ইসলাম জানান, বন্যার পানি উপকেন্দ্র থেকে কিছুটা নামলেও ভূগর্ভস্থ কেবল ও প্যানেলে এখনো পানিতে তলিয়েছে। পাম্পের মাধ্যমে কৃত্রিমভাবে পানি নিষ্কাশন করা হচ্ছে। পানি নামানো সম্ভব হলে উপজেলায় বিদ্যুৎ সরবরাহ আজ বৃহস্পতিবারের মধ্যে পুনরায় চালু করার চেষ্টা অব্যাহত রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ ব্যানারে বিমানবন্দর এলাকায় আ.লীগের মিছিল

ইটনায় এবার ডিলার নিয়োগে ঘুষ চাওয়ার কল রেকর্ড ফাঁস

কুষ্টিয়ায় গভীর রাতে বিএনপি নেতার বাড়িতে গুলি, দেখে নেওয়ার হুমকি

‘ওরা সোনার তৈরি, আমরা মাটির’, কারখানার ভেতর আত্মহত্যার আগে শ্রমিকের ফেসবুক পোস্ট

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তনে প্রক্রিয়া মানা হয়নি: ইউনেসকো

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত