নিজস্ব প্রতিবেদক, ঢাকা
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। আর মেয়াদ বাড়ানো হয়েছে সাড়ে তিন বছর।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব বিষয় নিশ্চিত করেছেন।
নানা কারণে প্রকল্পটি সংশোধন করা হয়েছে উল্লেখ করে চ্যানেল, জেটি, ভূমি উন্নয়ন এবং পাওয়ার প্ল্যান্ট নির্মাণসহ অন্য সিভিল ওয়ার্কস খাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি জানান, পরামর্শক সেবা খাতে ব্যয় বৃদ্ধি, ভ্যাট-আইটি ও আমদানি শুল্ক খাতে ব্যয় বৃদ্ধি, পুনর্বাসন ও ক্ষতিপূরণ কার্যক্রম খাতে ব্যয় বৃদ্ধি হয়েছে। এ ছাড়া পল্লি বিদ্যুতায়ন ও টাউনশিপ নির্মাণ খাতে ব্যয় এবং ডিটেইল ডিজাইন অনুযায়ী কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অনুমোদিত প্রকল্পটির মেয়াদ ছিল জুলাই ২০১৪ থেকে জুন ২০২৩ পর্যন্ত। সংশোধন করে তা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মূল প্রকল্প ব্যয় ছিল ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৫ লাখ টাকা। এখন প্রকল্পের বরাদ্দ বেড়ে ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা হয়েছে। অর্থাৎ প্রকল্পের বরাদ্দ প্রায় ১৬ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
পরিকল্পনা কমিশনের শিল্প-শক্তি বিভাগের সদস্য ও সচিব শরিফা খান জানান, মাতারবাড়ীতে নতুন করে গভীর চ্যানেল তৈরি করা হবে। বাড়তি বরাদ্দের সিংহভাগ ব্যয় হবে মূলত এ খাতে। আগে ছিল ছোট পরিসরের কাজটি করার পরিকল্পনা ছিল, এখন বড় পরিসরে হবে।
তা ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট জাপানি নাগরিকদের জন্য একটা নিরাপত্তাবলয়ের আবাসনব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান তিনি। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এসব কারণেই মূলত প্রকল্পের সময়-ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
এদিকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৩০ হাজার মেগাওয়াটে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গতকালের একনেকের সভায়। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
দেশের বর্তমান মোট দেশজ উৎপাদন (জিডিপি) আকার এখন প্রায় ৩৫ লাখ কোটি টাকা। আর মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ ডলার। গতকাল একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তা ছাড়া অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করা হয়েছে। আগে ভিত্তি বছর ছিল ২০০৫-০৬ সাল। এখন নতুন ভিত্তি বছর ২০১৫-১৬ সাল। ফলে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। দেশের মোট জিডিপির আকার ৩৫ লাখ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ ৫ হাজার কোটি ডলার। দেশের বর্তমান সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। আর গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে পৌঁছেছে।
মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্পে ব্যয় বাড়ছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। আর মেয়াদ বাড়ানো হয়েছে সাড়ে তিন বছর।
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ সিদ্ধান্ত হয়েছে। গতকাল মঙ্গলবার ঢাকার শেরেবাংলা নগরে এনইসি সম্মেলনকক্ষে একনেক সভা শেষে এই তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভায় ভার্চুয়ালি অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এসব বিষয় নিশ্চিত করেছেন।
নানা কারণে প্রকল্পটি সংশোধন করা হয়েছে উল্লেখ করে চ্যানেল, জেটি, ভূমি উন্নয়ন এবং পাওয়ার প্ল্যান্ট নির্মাণসহ অন্য সিভিল ওয়ার্কস খাতে ব্যয় বৃদ্ধি পাচ্ছে বলে জানান প্রতিমন্ত্রী শামসুল আলম। তিনি জানান, পরামর্শক সেবা খাতে ব্যয় বৃদ্ধি, ভ্যাট-আইটি ও আমদানি শুল্ক খাতে ব্যয় বৃদ্ধি, পুনর্বাসন ও ক্ষতিপূরণ কার্যক্রম খাতে ব্যয় বৃদ্ধি হয়েছে। এ ছাড়া পল্লি বিদ্যুতায়ন ও টাউনশিপ নির্মাণ খাতে ব্যয় এবং ডিটেইল ডিজাইন অনুযায়ী কাজের পরিধি বৃদ্ধি পাওয়ায় প্রকল্পের বাস্তবায়ন কার্যক্রমে পরিবর্তন আনা হয়েছে।
কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অনুমোদিত প্রকল্পটির মেয়াদ ছিল জুলাই ২০১৪ থেকে জুন ২০২৩ পর্যন্ত। সংশোধন করে তা ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। মূল প্রকল্প ব্যয় ছিল ৩৫ হাজার ৯৮৪ কোটি ৪৫ লাখ টাকা। এখন প্রকল্পের বরাদ্দ বেড়ে ৫১ হাজার ৮৫৪ কোটি টাকা হয়েছে। অর্থাৎ প্রকল্পের বরাদ্দ প্রায় ১৬ হাজার কোটি টাকা বাড়ানো হয়েছে।
পরিকল্পনা কমিশনের শিল্প-শক্তি বিভাগের সদস্য ও সচিব শরিফা খান জানান, মাতারবাড়ীতে নতুন করে গভীর চ্যানেল তৈরি করা হবে। বাড়তি বরাদ্দের সিংহভাগ ব্যয় হবে মূলত এ খাতে। আগে ছিল ছোট পরিসরের কাজটি করার পরিকল্পনা ছিল, এখন বড় পরিসরে হবে।
তা ছাড়া প্রকল্পসংশ্লিষ্ট জাপানি নাগরিকদের জন্য একটা নিরাপত্তাবলয়ের আবাসনব্যবস্থা গড়ে তোলা হবে বলে জানান তিনি। এখানে সব ধরনের সুযোগ-সুবিধা থাকবে। এসব কারণেই মূলত প্রকল্পের সময়-ব্যয় বৃদ্ধি করা হয়েছে।
এদিকে অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ২০২৫ সালের মধ্যে দেশের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা বাড়িয়ে ৩০ হাজার মেগাওয়াটে করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গতকালের একনেকের সভায়। এ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ২০২৪ সালের মধ্যে ১ হাজার ২০০ মেগাওয়াট কয়লাভিত্তিক আলট্রা সুপার ক্রিটিক্যাল বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।
দেশের বর্তমান মোট দেশজ উৎপাদন (জিডিপি) আকার এখন প্রায় ৩৫ লাখ কোটি টাকা। আর মাথাপিছু আয় বেড়ে হয়েছে ২ হাজার ৫৫৪ ডলার। গতকাল একনেক সভা শেষে এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
তা ছাড়া অর্থনীতির ভিত্তি বছর সংশোধন করা হয়েছে। আগে ভিত্তি বছর ছিল ২০০৫-০৬ সাল। এখন নতুন ভিত্তি বছর ২০১৫-১৬ সাল। ফলে অভ্যন্তরীণ উৎপাদন অনেক বেড়েছে। দেশের মোট জিডিপির আকার ৩৫ লাখ কোটি টাকায় পৌঁছেছে। কেন্দ্রীয় ব্যাংকের মোট রিজার্ভ ৫ হাজার কোটি ডলার। দেশের বর্তমান সাক্ষরতার হার ৭৫ দশমিক ২ শতাংশ। দারিদ্র্যের হার কমে ২০ দশমিক ৫ শতাংশে নেমে এসেছে। আর গড় আয়ু বেড়ে ৭২ দশমিক ৮ বছরে পৌঁছেছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
২ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪