Ajker Patrika

লোকসানেও দমেননি তিনি কোয়েলেই হলো দিনবদল

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
আপডেট : ০৯ মে ২০২২, ১৫: ০৭
লোকসানেও দমেননি তিনি কোয়েলেই হলো দিনবদল

কোয়েল পাখির খামার করে স্বাবলম্বী সুরুজ্জামান হোসাইন। তিনি প্রতিদিন চার হাজার টাকার ডিম বিক্রি করতে পারেন। তাঁর খামারে দুই হাজার কোয়েল পাখি রয়েছে।

সুরুজ্জামান হোসাইনের বাড়ি কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ি ইউনিয়নের ঝালবাজার এলাকায়।

সংসারের অভাব অনটন দূর করতে সুরুজ্জামান মাত্র আঠারো বছর বয়সে আরব আমিরাতে পাড়ি জমান। দশ বছর প্রবাসে কাটিয়ে দেশে ফিরে জানতে পারেন স্বজনদের নামে বিদেশ থেকে পাঠানো টাকা বেহাত হয়ে গেছে। এরপর জীবিকার তাগিদে প্রথমে তিনি ধানের ব্যবসা শুরু করেন। ব্যবসার পরিবেশ না পেয়ে ধারদেনা করে গরুর খামার দেন। কিন্তু খামারে সুরুজ্জামানকে লোকসানে পড়তে হয়। এতে তিনি নিঃস্ব হন।

এক আত্মীয়ের পরামর্শে সুরুজ্জামান এক হাজার কোয়েল পাখির একটি খামার গড়ে তোলেন। খামারের কোয়েল ডিম দেওয়া শুরু করতেই রোগের সংক্রমণ দেখা দেয়। রোগাক্রান্ত হয়ে মারা যায় খামারের সব কোয়েল। এতে তাঁর প্রায় ১ লাখ টাকা ক্ষতি হয়।

সুরুজ্জামান হাল ছেড়ে না দিয়ে খামারে লোকসানের কিছুদিন পরে আবারও ১ হাজার ৫০০ কোয়েল পাখি নিয়ে খামার শুরু করেন। এরপর আর তাঁকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

সুরুজ্জামান বলেন, ‘কোয়েলের খামার দেওয়ার পর সব ঠিকই চলছিল। হঠাৎ খামারে রানীক্ষেত রোগ দেখা দেয়। এতে খামারের সব কোয়েল মারা যায়। দুঃসময়ে ভেঙে না পড়ে আবারও ১ হাজার ৫০০ কোয়েল নিয়ে পুনরায় খামার শুরু করি। খামারে বর্তমানে ২ হাজার কোয়েল আছে। দুই হাজার কোয়েলের জন্য দৈনিক ৩ হাজার টাকা খরচ হয়। প্রতিদিন ১ হাজার ৭০০ ডিম পাই, ৪ হাজার টাকার ডিম বিক্রি হয়।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত